ETV Bharat / sports

সামনে হায়দরাবাদ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য বাগানের - হায়দরাবাদ এফসি

Mohun Bagan Super Giant: সুপার কাপে আজ মোহনবাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হায়দরাবাদ সীমিত শক্তি নিয়ে যেভাবে লড়াই করেছে, তাতে মোহনবাগানও আশা করছে, তাঁদের বিরুদ্ধেও সেভাবে লড়াই করবে হায়দরাবাদের ফুটবলাররা ।

ETV Bharat
হায়দরাবাদের মুখোমুখি মোহনবাগান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 9:35 AM IST

কলকাতা, 14 জানুয়ারি: চেনা ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ধাক্কা সরিয়ে সুপার কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে তারা । আইলিগের শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে দু'গোল দিয়ে প্রত্যাবর্তন করেছিল সবুজ মেরুন শিবির । আজ রবিবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবর ৷ বল পায়ে নেমে পড়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি । কিন্তু খেলবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।

টিম ম্যানেজমেন্ট সুপার কাপে তাঁকে খেলানোর চেয়ে আইএসএলের দ্বিতীয় পর্বের কথা চিন্তা করে আরও তৈরি করে নিতে চাইছে । অনুশীলনে ব্র্যান্ডন হামিল, গ্লেন মার্টিন্সও । দুজনেই ফিট । হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের দু'জনের খেলার সম্ভাবনা প্রবল । বিশেষ করে ব্র্যান্ডন হামিল যদি খেলতে পারেন তাহলে সবুজ মেরুন রক্ষণ শক্তপোক্ত হবে । এদিকে, ভিসা পেয়ে গিয়েছেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । সম্ভবত বড় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি । কিন্তু ডাগআউটে বসবেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । সুপার কাপে গ্যালারি থেকেই দলকে দেখতে চান বলে শোনা যাচ্ছে । তবে ক্লিফোর্ড মিরান্ডাকে পরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করবেন । এমনকি প্র্যাকটিসেও থাকবেন । আইএসএল থেকে সবুজ মেরুন ডাগ আউটে বসবেন বলে শোনা যাচ্ছে । মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে অনুশীলন সারছেন মোহনবাগানের ফুটবলাররা।

প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন অভিষেক সূর্যবংশী । তাঁর বিকল্প খুঁজতে হবে মোহনবাগানকে । তবে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু দু'জনেই গোল পেয়েছেন গত ম্যাচে । ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট । তবে তাঁদের ধারাবাহিকতা নেই, এটাও একটা ফ্যাক্টর । হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ভালো খেলেছেন । বিশেষ করে হুগো বুমোস সামনে থেকে দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন, যা সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ককে স্বস্তি দিচ্ছে ।

বিদেশিদের পারফরম্যান্সে দাঁড়িয়ে সুপার কাপে মোহনবগানের ভাগ্য ফিরেছে । পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি রয়েছে । তাই বর্তমান দলে দেশি-বিদেশি, কার উপর কোপ পড়বে কেউ জানে না । প্রমাণ করার শেষ সুযোগ বুঝতে পেরে সকলে সেরাটা দিতে মরিয়া । সবমিলিয়ে সকলেই চাইছেন হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ।

এরপর 19 জানুয়ারি বড় ম্যাচ। মর্যাদার লড়াইয়ে ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই, সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে । হায়দরাবাদকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হায়দরাবাদ সীমিত শক্তি নিয়ে যেভাবে লড়াই করেছে, তাতে মোহনবাগানও আশা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করবে হায়দরাবাদের ফুটবলাররা। ক্লিফোর্ড নীল নকশা সাজিয়েছেন সেভাবেই । যদিও হাবাসের পরামর্শ মেনেই তিনি যাবতীয় কিছু করেছেন ।

আরও পড়ুন :

  1. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  2. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা
  3. লড়াই ছুড়ে দেবে ভারত, এশিয়ান কাপ অভিযান শুরুর আগে হুংকার স্টিম্যাচের

কলকাতা, 14 জানুয়ারি: চেনা ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ধাক্কা সরিয়ে সুপার কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে তারা । আইলিগের শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে দু'গোল দিয়ে প্রত্যাবর্তন করেছিল সবুজ মেরুন শিবির । আজ রবিবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবর ৷ বল পায়ে নেমে পড়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি । কিন্তু খেলবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।

টিম ম্যানেজমেন্ট সুপার কাপে তাঁকে খেলানোর চেয়ে আইএসএলের দ্বিতীয় পর্বের কথা চিন্তা করে আরও তৈরি করে নিতে চাইছে । অনুশীলনে ব্র্যান্ডন হামিল, গ্লেন মার্টিন্সও । দুজনেই ফিট । হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের দু'জনের খেলার সম্ভাবনা প্রবল । বিশেষ করে ব্র্যান্ডন হামিল যদি খেলতে পারেন তাহলে সবুজ মেরুন রক্ষণ শক্তপোক্ত হবে । এদিকে, ভিসা পেয়ে গিয়েছেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । সম্ভবত বড় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি । কিন্তু ডাগআউটে বসবেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । সুপার কাপে গ্যালারি থেকেই দলকে দেখতে চান বলে শোনা যাচ্ছে । তবে ক্লিফোর্ড মিরান্ডাকে পরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করবেন । এমনকি প্র্যাকটিসেও থাকবেন । আইএসএল থেকে সবুজ মেরুন ডাগ আউটে বসবেন বলে শোনা যাচ্ছে । মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে অনুশীলন সারছেন মোহনবাগানের ফুটবলাররা।

প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন অভিষেক সূর্যবংশী । তাঁর বিকল্প খুঁজতে হবে মোহনবাগানকে । তবে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু দু'জনেই গোল পেয়েছেন গত ম্যাচে । ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট । তবে তাঁদের ধারাবাহিকতা নেই, এটাও একটা ফ্যাক্টর । হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ভালো খেলেছেন । বিশেষ করে হুগো বুমোস সামনে থেকে দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন, যা সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ককে স্বস্তি দিচ্ছে ।

বিদেশিদের পারফরম্যান্সে দাঁড়িয়ে সুপার কাপে মোহনবগানের ভাগ্য ফিরেছে । পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি রয়েছে । তাই বর্তমান দলে দেশি-বিদেশি, কার উপর কোপ পড়বে কেউ জানে না । প্রমাণ করার শেষ সুযোগ বুঝতে পেরে সকলে সেরাটা দিতে মরিয়া । সবমিলিয়ে সকলেই চাইছেন হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ।

এরপর 19 জানুয়ারি বড় ম্যাচ। মর্যাদার লড়াইয়ে ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই, সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে । হায়দরাবাদকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হায়দরাবাদ সীমিত শক্তি নিয়ে যেভাবে লড়াই করেছে, তাতে মোহনবাগানও আশা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করবে হায়দরাবাদের ফুটবলাররা। ক্লিফোর্ড নীল নকশা সাজিয়েছেন সেভাবেই । যদিও হাবাসের পরামর্শ মেনেই তিনি যাবতীয় কিছু করেছেন ।

আরও পড়ুন :

  1. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  2. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা
  3. লড়াই ছুড়ে দেবে ভারত, এশিয়ান কাপ অভিযান শুরুর আগে হুংকার স্টিম্যাচের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.