কলকাতা, 14 জানুয়ারি: চেনা ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ধাক্কা সরিয়ে সুপার কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে তারা । আইলিগের শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে দু'গোল দিয়ে প্রত্যাবর্তন করেছিল সবুজ মেরুন শিবির । আজ রবিবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবর ৷ বল পায়ে নেমে পড়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি । কিন্তু খেলবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।
টিম ম্যানেজমেন্ট সুপার কাপে তাঁকে খেলানোর চেয়ে আইএসএলের দ্বিতীয় পর্বের কথা চিন্তা করে আরও তৈরি করে নিতে চাইছে । অনুশীলনে ব্র্যান্ডন হামিল, গ্লেন মার্টিন্সও । দুজনেই ফিট । হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের দু'জনের খেলার সম্ভাবনা প্রবল । বিশেষ করে ব্র্যান্ডন হামিল যদি খেলতে পারেন তাহলে সবুজ মেরুন রক্ষণ শক্তপোক্ত হবে । এদিকে, ভিসা পেয়ে গিয়েছেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । সম্ভবত বড় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি । কিন্তু ডাগআউটে বসবেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । সুপার কাপে গ্যালারি থেকেই দলকে দেখতে চান বলে শোনা যাচ্ছে । তবে ক্লিফোর্ড মিরান্ডাকে পরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করবেন । এমনকি প্র্যাকটিসেও থাকবেন । আইএসএল থেকে সবুজ মেরুন ডাগ আউটে বসবেন বলে শোনা যাচ্ছে । মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে অনুশীলন সারছেন মোহনবাগানের ফুটবলাররা।
প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন অভিষেক সূর্যবংশী । তাঁর বিকল্প খুঁজতে হবে মোহনবাগানকে । তবে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু দু'জনেই গোল পেয়েছেন গত ম্যাচে । ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট । তবে তাঁদের ধারাবাহিকতা নেই, এটাও একটা ফ্যাক্টর । হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ভালো খেলেছেন । বিশেষ করে হুগো বুমোস সামনে থেকে দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন, যা সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ককে স্বস্তি দিচ্ছে ।
বিদেশিদের পারফরম্যান্সে দাঁড়িয়ে সুপার কাপে মোহনবগানের ভাগ্য ফিরেছে । পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি রয়েছে । তাই বর্তমান দলে দেশি-বিদেশি, কার উপর কোপ পড়বে কেউ জানে না । প্রমাণ করার শেষ সুযোগ বুঝতে পেরে সকলে সেরাটা দিতে মরিয়া । সবমিলিয়ে সকলেই চাইছেন হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ।
এরপর 19 জানুয়ারি বড় ম্যাচ। মর্যাদার লড়াইয়ে ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই, সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে । হায়দরাবাদকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হায়দরাবাদ সীমিত শক্তি নিয়ে যেভাবে লড়াই করেছে, তাতে মোহনবাগানও আশা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করবে হায়দরাবাদের ফুটবলাররা। ক্লিফোর্ড নীল নকশা সাজিয়েছেন সেভাবেই । যদিও হাবাসের পরামর্শ মেনেই তিনি যাবতীয় কিছু করেছেন ।
আরও পড়ুন :