ভুবনেশ্বর, 14 জানুয়ারি: দিমিত্রি পেত্রাতোসের শেষ মুহূর্তের গোলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট । রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে 2-1 ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গেল সবুজ-মেরুন । 87 মিনিট পর্যন্ত ক্লিফোর্ড মিরান্ডার প্রশিক্ষণাধীন মোহনবাগান সুপার জায়ান্ট পিছিয়ে ছিল । 88 মিনিটে জেরমির আত্মঘাতী গোল মোহনবাগানকে সমতায় ফেরায় । 91 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল দিমিত্রি পেত্রাতোসের ।
হায়দরাবাদ এফসি সাত মিনিটে ছাঙতের গোলে এগিয়ে গিয়েছিল । কিন্তু অধিনায়ক নিম দরজির 83 মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে মোহনবাগানের একপেশে আক্রমণ হায়দরাবাদকে পরাজয়ের দিকে ঠেলে দেয় । দু'টো হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নিজামের শহর ।
সাত মিনিটে মোহনবাগান গোলরক্ষক আর্শদীপ এবং ব্র্যান্ডন হামিলের ভুল বোঝাবুঝিতে সহজ সুযোগ পেয়ে যান ছাঙতে । গোল করতে ভুল করেননি । চোট সারিয়ে মাঠে ফিরেছেন ব্র্যান্ডন হামিল । কিন্তু যে প্রত্যাশিত সাবলীলতা তাঁর খেলায় দেখা যায় তা রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়া যায়নি । শুরুতেই গোল, ধাক্কা সামলে বিরতির আগে গোল পায়নি সবুজ-মেরুন । বরং রক্ষণ আঁটোসাটো করে পেত্রাতোস, হুগো বুমোসদের কাজ কঠিন করেছিল হায়দরাবাদ ।
উলটে দেখা যায়, হায়দরাবাদ এফসি প্রতি আক্রমণ করে যাচ্ছে । 43 মিনিটে ফের চুঙ্গা দারুণ শট করেন । কোনওমতে বাঁচান আর্শ । তবে 48 মিনিটে সেরা সুযোগটা এসে গিয়েছিল সবুজ-মেরুনে । সেই সুযোগ হারান জেসন কামিন্স । আশিস রাইকে ফাউল করা হলে ফ্রি-কিক পেয়ে যায় মোহনবাগান । পেত্রাতোসের ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ হারান কামিন্স ।
দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের মধুসূদন দাদা হয়ে উঠেছিলেন কাট্টিমণি । মোহনবাগানের একাধিক আক্রমণ লক্ষ্মীকান্ত কাট্টিমণির বিশ্বস্ত হাতের সামনে থেমে গিয়েছে । তবে সুযোগ যে দ্বিতীয়ার্ধে বিদেশিহীন হায়দরাবাদও যে পায়নি তা নয় । প্রতি আক্রমণে বারবার সবুজ-মেরুন দূর্গ ভাঙার চেষ্টা করেছে তারা । শেষ দশ মিনিট ছাড়া হায়দরাবাদের ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া রক্ষণ এক ফোঁটা জায়গা ছাড়েনি । নিজেদের নিঙড়ে ডিফেন্স করে গিয়েছেন তাঁরা । তবে 83 মিনিটে অধিনায়ক নিম দরজি লাল কার্ড দেখে বেড়িয়ে যেতেই ছন্দ হারায় হায়দরাবাদ এফসি । 87 মিনিটে ডিফেন্ডার জেরেমি বল হেড করেন নিজের গোলের দিকে । কাট্টিমণি ঝাঁপিয়েও বাঁচাতে পারেননি ।
ইনজুরি টাইমে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান । হুগো বুমোসকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি । কাট্টিমণিকে উলটোদিকে ফেলে গোল দিয়ে যান দিমিত্রি পেত্রাতোস । এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ বা সময় কোনওটাই পায়নি তরুণ হায়দরাবাদ দল । তবে লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই । আর তাই ম্যচের পরেই আবারও রেফারিকে নিয়ে প্রশ্ন করে তুললেন হায়দরাবাদ কোচ সিংটো । পিছিয়ে পড়েও জয় । দলের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্লিফোর্ড মিরান্ডা । এবার সুপার জায়ান্টের মিশন ডার্বি ।
আরও পড়ুন: