ETV Bharat / sports

CFL 2023: তিন বছর পর নয়া নামে প্রত্যাবর্তন, জয় দিয়ে লিগ শুরু মোহনবাগানের - কলকাতা লিগ

বিদেশীহীন কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে 3-1 গোলে উড়িয়ে দিল মোহনবাগান ৷ তিন বছর পর নতুন নামে লিগে প্রত্যাবর্তন হল বাগানের ৷

CFL 2023
গোলের উচ্ছ্বাস এংসনের
author img

By

Published : Jul 5, 2023, 8:49 PM IST

নৈহাটি, 5 জুলাই: এটিকে সরতেই ফিরল চেনা উন্মাদনা ৷ তিন বছর পর মোহনবাগানের কলকাতা লিগে প্রত্যাবর্তনের দিনে নৈহাটি স্টেডিয়ামের গ্যালারি ভরাল সবুজ-মেরুন জনতা ৷ আর সহজ জয় দিয়েই লিগে প্রত্যাবর্তন ঘটল মোহনবাগান সুপার জায়ান্টের। তিন বছর পরে কলকাতা লিগে খেলল তারা। বিদেশীহীন কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে এদিন 3-1 গোলে উড়িয়ে দিল তারা ৷

লিগে ডেভলপমেন্ট লিগের দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। একঝাঁক নতুন মুখ, যাদের গড়েপিঠে তোলার দায়িত্ব বাস্তব রায়ের কাঁধে। জাপান থেকে প্রো-লাইসেন্স করে ফেরা বাস্তবের প্রশিক্ষনাধীন ছেলেরা এদিন ম্যাচ শুরুর 20 মিনিটের মধ্যে দু'গোলে এগিয়া যায় ৷ 10 মিনিটে প্রথম গোল সুমিত রাঠির। কর্নার থেকে ভাসানো সেন্টার পাঠচক্র গোলরক্ষক সাময়িক বিপন্মুক্ত করলেও ফিরতি বল বক্সে উঁচু করে ক্রস রাখেন এংসন। জটলার মধ্যে থেকে হেডে সেই বল করে জালে রাখেন সুমিত রাঠি। ন'মিনিট পরে ফের এগিয়ে যায় সবুজ-মেরুন। বক্সের মাথা জোরালো শটে এবার নিজে গোল করে যান এংসন।

দু'গোলে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচের রাশ সবুজ-মেরুন ফুটবলারদের পায়েই ছিল। সুহেল আহমেদ ভাট, নংদম্বা নাওরেম, টাইসন সিং, এংসন এই সময় নিজেদের মধ্যে প্রচুর পাস খেললেও গোল মুখ খুলতে ব্যর্থ। ফলে ব্যবধান বাড়েনি। ম্যাচের 91 মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল টাইসনের। অতিরিক্ত সময়ে ব্যবধান কমায় পাঠচক্র। গোলদাতা পরিবর্ত ফুটবলার সুরজিৎ ঘোষ।

আরও পড়ুন: শ্রীভূমিতে সোনার গ্লাভস উপহার পেলেন মার্তিনেজ, শ্রদ্ধাজ্ঞাপন করলেন মারাদোনার মূর্তিতে

নৈহাটি স্টেডিয়ামে হাজার দেড়েক দর্শক এদিন গলা ফাটান প্রিয় দলের জন্য। এমিলিয়ানো মার্তিনেজের সংবর্ধনার জন্য মোহনবাগান মাঠ তৈরি থাকলেও এদিনের ম্যাচের জন্য প্রস্তুত ছিল না। ম্যাচ শেষে কোচ বাস্তব রায় বলেন, দল জিতেছে সেটাই বড় কথা। কত গোলের ব্যবধানে জয় এসেছে তা নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা এখনই নেই। প্রতিটি ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছি।এদিকে কলকাতা লিগের সূচিতে ফের বদল ৷ পঞ্চায়েত ভোটের জন্য পিছিয়ে গেল বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ।

নৈহাটি, 5 জুলাই: এটিকে সরতেই ফিরল চেনা উন্মাদনা ৷ তিন বছর পর মোহনবাগানের কলকাতা লিগে প্রত্যাবর্তনের দিনে নৈহাটি স্টেডিয়ামের গ্যালারি ভরাল সবুজ-মেরুন জনতা ৷ আর সহজ জয় দিয়েই লিগে প্রত্যাবর্তন ঘটল মোহনবাগান সুপার জায়ান্টের। তিন বছর পরে কলকাতা লিগে খেলল তারা। বিদেশীহীন কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে এদিন 3-1 গোলে উড়িয়ে দিল তারা ৷

লিগে ডেভলপমেন্ট লিগের দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। একঝাঁক নতুন মুখ, যাদের গড়েপিঠে তোলার দায়িত্ব বাস্তব রায়ের কাঁধে। জাপান থেকে প্রো-লাইসেন্স করে ফেরা বাস্তবের প্রশিক্ষনাধীন ছেলেরা এদিন ম্যাচ শুরুর 20 মিনিটের মধ্যে দু'গোলে এগিয়া যায় ৷ 10 মিনিটে প্রথম গোল সুমিত রাঠির। কর্নার থেকে ভাসানো সেন্টার পাঠচক্র গোলরক্ষক সাময়িক বিপন্মুক্ত করলেও ফিরতি বল বক্সে উঁচু করে ক্রস রাখেন এংসন। জটলার মধ্যে থেকে হেডে সেই বল করে জালে রাখেন সুমিত রাঠি। ন'মিনিট পরে ফের এগিয়ে যায় সবুজ-মেরুন। বক্সের মাথা জোরালো শটে এবার নিজে গোল করে যান এংসন।

দু'গোলে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচের রাশ সবুজ-মেরুন ফুটবলারদের পায়েই ছিল। সুহেল আহমেদ ভাট, নংদম্বা নাওরেম, টাইসন সিং, এংসন এই সময় নিজেদের মধ্যে প্রচুর পাস খেললেও গোল মুখ খুলতে ব্যর্থ। ফলে ব্যবধান বাড়েনি। ম্যাচের 91 মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল টাইসনের। অতিরিক্ত সময়ে ব্যবধান কমায় পাঠচক্র। গোলদাতা পরিবর্ত ফুটবলার সুরজিৎ ঘোষ।

আরও পড়ুন: শ্রীভূমিতে সোনার গ্লাভস উপহার পেলেন মার্তিনেজ, শ্রদ্ধাজ্ঞাপন করলেন মারাদোনার মূর্তিতে

নৈহাটি স্টেডিয়ামে হাজার দেড়েক দর্শক এদিন গলা ফাটান প্রিয় দলের জন্য। এমিলিয়ানো মার্তিনেজের সংবর্ধনার জন্য মোহনবাগান মাঠ তৈরি থাকলেও এদিনের ম্যাচের জন্য প্রস্তুত ছিল না। ম্যাচ শেষে কোচ বাস্তব রায় বলেন, দল জিতেছে সেটাই বড় কথা। কত গোলের ব্যবধানে জয় এসেছে তা নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা এখনই নেই। প্রতিটি ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছি।এদিকে কলকাতা লিগের সূচিতে ফের বদল ৷ পঞ্চায়েত ভোটের জন্য পিছিয়ে গেল বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.