কলকাতা, 20 অগস্ট: মিস পাসের ফুলঝুড়ি, গোল মিসের বন্যা ৷ সবমিলিয়ে ডুরান্ড অভিযানের শুরুটা সুখকর হল না মোহনবাগানের ৷ দু'বার এগিয়ে গিয়েও অনামী রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেন ফ্লোরেন্তিন পোগবা, হুগো বুমোসরা (Rajasthan United beat Mohun Bagan) ৷
কার্যত স্ট্রাইকারদের বাউন্ডুলে আচরণে মরশুমের প্রথম ম্যাচেই পরাজিত মোহনবাগান । ডুরান্ড কাপের প্রথম ম্যাচের স্কোরলাইন, রাজস্থান ইউনাইটেড 3 এটিকে মোহনবাগান 2 । বেকতুর, লালরেমসাঙ্গা, গ্যামার নিকুম্ভ রাজস্থানের জয়ের চিত্রনাট্যের লেখক । সবুজ মেরুনের হয়ে গোল করেছেন কিয়ান নাসিরি, আশিক কুরুনিয়ান ।
মোহনবাগানের গ্রুপে রয়েছে রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি, মুম্বই সিটি এফসি । এককথায় 'গ্রুপ অব ডেথ' । সেটা যে মিথ্যে নয় তা শনিবার সন্ধ্যার স্কোরবোর্ডে প্রমাণিত । অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সতর্ক থাকার কথা বলেছিলেন জুয়ান ফেরান্দো । কিন্তু হেডস্যরের সতর্কতা কানে তোলেনি দলের ফুটবলাররা । গত আই লিগে ছ'নম্বর স্থানে শেষ করা রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে শুরুটা একপেশেভাবে করেছিল সবুজ-মেরুন । প্রথম আধঘণ্টায় খেলাটা কার্যত মাঠের একটি অর্ধেই হচ্ছিল । বল ঘুরছিল রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার এবং গোলরক্ষকের মধ্যে । যা দেখে মনে হচ্ছিল গোলের লকগেট ভেঙে পড়া কার্যত সময়ের অপেক্ষা । কিন্তু সময় যত এগিয়েছে, প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে ভর দিয়ে রাজস্থান ইউনাইটেড লড়াই চালিয়ে গিয়েছে ।
-
Full Time! @RajasthanUnited hands the first upset of the tournament! A sensational performance by #RUFC helps to beat mighty @atkmohunbaganfc in a pulsating contest! Thanks for joining us!
— Durand Cup (@thedurandcup) August 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
ATKMB 2-3 RUFC#ATKMBRUFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#DurandCup2022 #IndianFootball ⚽ pic.twitter.com/YxiCB7ruHB
">Full Time! @RajasthanUnited hands the first upset of the tournament! A sensational performance by #RUFC helps to beat mighty @atkmohunbaganfc in a pulsating contest! Thanks for joining us!
— Durand Cup (@thedurandcup) August 20, 2022
ATKMB 2-3 RUFC#ATKMBRUFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#DurandCup2022 #IndianFootball ⚽ pic.twitter.com/YxiCB7ruHBFull Time! @RajasthanUnited hands the first upset of the tournament! A sensational performance by #RUFC helps to beat mighty @atkmohunbaganfc in a pulsating contest! Thanks for joining us!
— Durand Cup (@thedurandcup) August 20, 2022
ATKMB 2-3 RUFC#ATKMBRUFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#DurandCup2022 #IndianFootball ⚽ pic.twitter.com/YxiCB7ruHB
43 মিনিটে আশিক কুরিয়ানের গড়ানো পাস থেকে কিয়ান নাসিরির গোল । এগিয়ে যায় মোহনবাগান । পরের মিনিটেই প্রত্যাঘাত রাজস্থানের । পালটা আক্রমণে সমতায় ফেরে রাজস্থান । বেকতুরের গোলে প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে । বিরতির পরে ম্যাচের 47 মিনিটে হুগো বুমোসের বুদ্ধিমানী ফ্রি-কিক থেকে আশিক কুরুনিয়ানের গোল এগিয়ে যায় এটিকে মোহনবাগান । এরপরই সুযোগ নষ্টের প্রদর্শনী শুরু করেন মনবীর সিং, কিয়ান নাসিরি, আশিস রাইয়ের সহজ সুযোগ নষ্ট । কখনও পোস্ট, কখনও বাইরে মেরে গোল নষ্ট করলেন তিনজন । যার একটি থেকেও গোল হলে মোহনবাগানকে খালি হাতে ফিরতে হত না । নব্বই মিনিটে জনি কাউকো, হুগো বুমোস এবং লিস্টন কোলাসো ছাড়া বাকিরা কার্যত নিষ্প্রভ ।
আরও পড়ুন : বদ্রুহারা বাগান, রত্নকে হারিয়ে শোকের আবহ গঙ্গাপাড়ের ক্লাবে
রাজস্থান ইউনাইটেড পায়ের জঙ্গল তৈরি করে সবুজ-মেরুন আক্রমণ রুখেছে । তাতেই কেঁপে গিয়েছে মোহনবাগান । 61 মিনিটে কর্নার থেকে বল পেয়ে রাজস্থানকে সমতায় ফেরান লালরেমসাঙ্গা। ম্যাচের শেষ মিনিটে জয়ের গোল গ্যামার নিকুম্ভের । এদিন ফ্লোরেন্তিন পোগবা এবং ব্রেন্ডন হামিল প্রথমবার মাঠে নামলেন । পরিস্থিতি এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার । তাই তাঁদের বিবর্ণ পারফর্ম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন । তবে প্রথম ম্যাচে হার যে ডুরান্ডে মোহনবাগানকে বেকায়দায় ফেলে দিল তা বোধহয় বলার অপেক্ষা রাখে না ।