ETV Bharat / sports

Mohun Bagan: 27 বছর পরে রাজ্য অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়ন মোহনবাগান - mohun bagan becomes champion

ফুটবল, ক্রিকেট, হকির পর অ্যাথলেটিক্সেও সেরার তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই গোষ্ঠ পাল সরণিতে আনন্দ তুঙ্গে। সব বিভাগ মিলিয়ে 668 পয়েন্ট নিয়ে সেরা হয়েছে সবুজ-মেরুন শিবির। রানার্স ইস্টবেঙ্গল পেয়েছে 546 পয়েন্ট।

Mohun Bagan
চ্যাম্পিয়ন মোহনবাগান
author img

By

Published : Aug 17, 2023, 8:08 AM IST

Updated : Aug 17, 2023, 9:52 AM IST

কলকাতা, 17 অগস্ট: 27 বছর পরে রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন মোহনবাগান। ফুটবল, ক্রিকেট, হকির পর অ্যাথলেটিক্সেও সেরার তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গোষ্ঠ পাল সরণির এই ক্লাব। ফুটবল ক্রিকেটের মত অ্যাথলেটিক্সেও লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের রেষারেষি চলে। তার সেরা মঞ্চ রাজ্য অ্যাথলেটিক্সের আসর। এবারের রাজ্য অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়ন শিরোপা পেয়ে পড়শি ক্লাবকে টেক্কা দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। তার উপর সেটা যদি ফুটবল ডার্বি হারের ছিয়ানব্বই ঘণ্টার ব্যবধানে হয়ে থাকে তাহলে তো একটা বাড়তি তৃপ্তি থাকেই।

13 অগস্ট থেকে চারদিনের রাজ্য মিট শুরু হয়েছিল। শেষ হল 16 অগস্ট বুধবার সল্টলেক সাই ক্যাম্পাসে। 1 হাজার 200 জনের বেশি অ্যাথলিট 218টি ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখানে সব বিভাগ মিলিয়ে 668 পয়েন্ট নিয়ে সেরা হয়েছে সবুজ-মেরুন শিবির। রানার্স ইস্টবেঙ্গল পেয়েছে 546 পয়েন্ট। নিকটতম প্রতিপক্ষকে একশোর বেশি পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান।

এ প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "আমরা চারটে খেলা খেলি। সবকটাতেই চ্যাম্পিয়ন। 1996 সালের পর প্রথমবার আমরা অ্যাথলেটিক্সে রাজ্যসেরা হলাম। দায়িত্ব নেওয়ার পরে আমরা হকি ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছি। শুধু ফিরিয়ে নিয়ে আসিনি 22 বছর পরে দল নামিয়ে হকিতে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি ৷ অ্যাথলেটিক্সে সোমা বিশ্বাসকে যুক্ত করেছি। তাঁর কোচিং এবং পরামর্শ যে ব্যর্থ হয়নি তা প্রমাণিত এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে।"

রাজ্য মিটে সিনিয়র পুরুষ ও মহিলা-সহ মোট 6 বিভাগে সেরা হয়েছে মোহনবাগান।

  • সিনিয়র মেয়েদের 100 মিটারে সেরা হয়েছেন জেসমিনা খাতুন। তিনি সময় নিয়েছেন 12.2 সেকেন্ড।
  • 0.1 সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হন বনশ্রী রায়। দু'জনেই পুলিশ এসির অ্যাথলিট।
  • 12.8 সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের অনিতা দাস।
  • সিনিয়র ছেলেদের 100 মিটার দৌড়ে রাজ্যসেরা হয়েছেন বেহালা এএসএ-র সৌরভ সাহা, সময় নিয়েছেন 10.5 সেকেন্ড।
  • কোচবিহারের সৌরভ গতবারের মিটে 200 মিটারে সেরা হয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন মোহনবাগানের সফিকুল মণ্ডল। তিনি দৌড় শেষ করেন 10.6 সেকেন্ডে।
  • 10.8 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহম্মদ হায়দর আলি।

কলকাতা, 17 অগস্ট: 27 বছর পরে রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন মোহনবাগান। ফুটবল, ক্রিকেট, হকির পর অ্যাথলেটিক্সেও সেরার তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গোষ্ঠ পাল সরণির এই ক্লাব। ফুটবল ক্রিকেটের মত অ্যাথলেটিক্সেও লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের রেষারেষি চলে। তার সেরা মঞ্চ রাজ্য অ্যাথলেটিক্সের আসর। এবারের রাজ্য অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়ন শিরোপা পেয়ে পড়শি ক্লাবকে টেক্কা দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। তার উপর সেটা যদি ফুটবল ডার্বি হারের ছিয়ানব্বই ঘণ্টার ব্যবধানে হয়ে থাকে তাহলে তো একটা বাড়তি তৃপ্তি থাকেই।

13 অগস্ট থেকে চারদিনের রাজ্য মিট শুরু হয়েছিল। শেষ হল 16 অগস্ট বুধবার সল্টলেক সাই ক্যাম্পাসে। 1 হাজার 200 জনের বেশি অ্যাথলিট 218টি ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখানে সব বিভাগ মিলিয়ে 668 পয়েন্ট নিয়ে সেরা হয়েছে সবুজ-মেরুন শিবির। রানার্স ইস্টবেঙ্গল পেয়েছে 546 পয়েন্ট। নিকটতম প্রতিপক্ষকে একশোর বেশি পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান।

এ প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "আমরা চারটে খেলা খেলি। সবকটাতেই চ্যাম্পিয়ন। 1996 সালের পর প্রথমবার আমরা অ্যাথলেটিক্সে রাজ্যসেরা হলাম। দায়িত্ব নেওয়ার পরে আমরা হকি ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছি। শুধু ফিরিয়ে নিয়ে আসিনি 22 বছর পরে দল নামিয়ে হকিতে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি ৷ অ্যাথলেটিক্সে সোমা বিশ্বাসকে যুক্ত করেছি। তাঁর কোচিং এবং পরামর্শ যে ব্যর্থ হয়নি তা প্রমাণিত এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে।"

রাজ্য মিটে সিনিয়র পুরুষ ও মহিলা-সহ মোট 6 বিভাগে সেরা হয়েছে মোহনবাগান।

  • সিনিয়র মেয়েদের 100 মিটারে সেরা হয়েছেন জেসমিনা খাতুন। তিনি সময় নিয়েছেন 12.2 সেকেন্ড।
  • 0.1 সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হন বনশ্রী রায়। দু'জনেই পুলিশ এসির অ্যাথলিট।
  • 12.8 সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের অনিতা দাস।
  • সিনিয়র ছেলেদের 100 মিটার দৌড়ে রাজ্যসেরা হয়েছেন বেহালা এএসএ-র সৌরভ সাহা, সময় নিয়েছেন 10.5 সেকেন্ড।
  • কোচবিহারের সৌরভ গতবারের মিটে 200 মিটারে সেরা হয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন মোহনবাগানের সফিকুল মণ্ডল। তিনি দৌড় শেষ করেন 10.6 সেকেন্ডে।
  • 10.8 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহম্মদ হায়দর আলি।
Last Updated : Aug 17, 2023, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.