কলকাতা, 10 অগস্ট: ময়দানজুড়ে ডার্বির আবহ। গোষ্ঠপাল সরণিতে ডুরান্ডের বড় ম্যাচের জন্য টিকিটের যে লম্বা লাইন দেখা গেল, তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। ডার্বির টিকিট ঘিরে মাঠের বাইরে এহেন উন্মাদনার ছিটেফোঁটা মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা লিগের ম্যাচে নেই। ফুড কর্পোরেশনকে 5-0 গোলে হারিয়ে সাত ম্যাচে 19 পয়েন্ট মেরিনার্সদের ঝুলিতে। এই জয় বাস্তব রায়ের দলকে গ্রুপ শীর্ষে তুলে দিল।
এফসিআই কলকাতা লিগের নীচের সারির দল। তাদের বিরুদ্ধে গোলের লকগেট খুলতে মোহনবাগান সুপার জায়ান্টকে বিশেষ বেগ পেতে হয়নি। 27 মিনিটে রাজ বাসফোরের গোলে মোহনবাগান এগিয়ে যায়। ডান দিক থেকে ভেসে আসা সেন্টার দিব্যেন্দু বিশ্বাস হেড করে বল নামিয়ে দিলে শট করে তা জালে পাঠান রাজ। বিরতির আগেই দ্বিতীয় গোল বাগানের। গোলদাতা ভিয়ান মুরগত। প্রথমার্ধে দু'গোলের সঙ্গেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ণয় হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ডার্বির আগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, লিগে রেলওয়ে এফসি'কে হারাল লাল-হলুদ
পাঁচ গোলের তিনটি গোল এল দ্বিতীয়ার্ধে। মোহনবাগানের তিন নম্বর গোল নাওরেম নংদম্বার। চার এবং পাঁচ নম্বর গোল দিপেন্দু এবং টাইসনয়ের। গোল সংখ্যা আরও বাড়ত যদি অন্তত দু'টো সুযোগ কিয়ান নাসিরিরা নষ্ট না করতেন। পাঁচ গোলে জিতলেও মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় পরিচিত ছন্দ পাওয়া যায়নি। ম্যাচের সেরা অভিষেক।
কোচ বাস্তব রায় বলছেন, পাঁচ গোলে জয় পেলেও আত্মতুষ্টির জায়গা নেই। সুহেল ভাটকে বৃহস্পতিবার খেলাননি কোচ। অনূর্ধ্ব-23 জাতীয় দলে চলে গেলে বিকল্প পেতে অসুবিধা না-হয় সেই জন্যই সুহেল ভাটকে দলে রাখা হয়নি। কিয়ান নাসিরির পারফরম্যান্স নিয়ে অখুশি নন বাস্তব। ম্যাচের সেরা অভিষেক জানিয়েছেন ডুরান্ড কাপের পরে কলকাতা লিগ ম্যাচে সেরা হওয়ায় খুশি। আপাতত লক্ষ্য প্রথম একাদশে জায়গা পাকা করা।
আরও পড়ুন: ডুরান্ড কমিটির শর্ত শুনে ডার্বির টিকিট প্রত্যাখ্যান লাল-হলুদ কর্তাদের