ETV Bharat / sports

ISL 2023-24: বুমোসের গোলে রক্ষণ ভাঙল বেঙ্গালুরুর, টানা জয় মোহনবাগান সুপার জায়ান্টের - Mohun Bagan beats Bengaluru FC in isl 2023

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় আবারও জয় মোহনবাগান সুপারজায়ান্টের ৷ চলতি বছরের আইএসএলের প্রথম সাক্ষাতেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ী হয় সবুজ মেরুন । ম্যাচের ফল 1-0। গোলদাতা হুগো বুমোস ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:08 PM IST

Updated : Sep 27, 2023, 10:35 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: আইএসএলে দাপট দেখাতে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট । কেরালা ব্লাস্টার্সের পর মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত বেঙ্গালুরু এফসি । 68 মিনিটে শুভাশিসের সেন্টার কামিন্স তা ধরে বাড়িয়ে দেন হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডার গোল করতে ভুল করেননি ।

ঘরে-বাইরে প্রতিপক্ষ ৷ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের । গতবছর আইএসএল ফাইনালে কান্তিরাভায় হারানোর পরে চলতি বছরের আইএসএলের প্রথম সাক্ষাতেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ী হয় সবুজ-মেরুন । ম্যাচের ফল 1-0। গোলদাতা হুগো বুমোস । পরপর দু’টো ম্যাচে জয় । 3-5-2 ছকে দল সাজিয়েছিলেন জুয়ান ফেরান্দো । পঞ্জাব এফসির বিরুদ্ধে যে একাদশ নামিয়ে ছিলেন জুয়ান ৷ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পরিবর্তন করেছিলেন । হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং একাদশে রাখলেও বুধবারের সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা মন ভরাতে পারেনি ।

আরও পড়ুন: আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর

অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেতে চেয়েছিল বেঙ্গালুরু । বদলে দু’টো লাল কার্ড দেখে পুরো সময়টা নয় জনে খেলতে হল তাদের । 12 মিনিটে রোহিত কুমারে শট গোললাইন থেকে বাঁচান অনিরুদ্ধ থাপা । পুরো ম্যাচে ওই একবার ছাড়া বেঙ্গালুরু এফসি রক্ষণের খোলসে । মোহনবাগানের আক্রমণভাগ এতটাই ধারালো এবং বেঞ্চ এতটাই শক্তিশালী যে শুধুমাত্র রক্ষণ আগলে আটকানো সম্ভব নয় । তাই রক্ষণের বেড়াজাল ছড়িয়েও বেঙ্গালুরু পরাজিত ।

এদিন উনত্রিশ হাজার দর্শক মাঠে ছিলেন । দিনের শেষে প্রিয় ক্লাবের জয়ধ্বনি দিতে দিতে বাড়িমুখো হলেন তাঁরা । গোল যেকোনও ফুটবল ম্যাচের শেষ কথা । সেটা করে মোহনবাগান সুপার জায়ান্ট সফল । খেলা শেষে ভাইকিং করেন হুগো বুমোসরা । তাতে তাল মেলান সমর্থকরা । সমর্থক এবং দলের যোগসূত্র তৈরি করতেই এই উদ্যোগ । খেলার শেষে গান বাজছিল ‘চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান’ । সত্যিই মোহনবাগান মাঠ কাঁপাচ্ছে ।

কলকাতা, 27 সেপ্টেম্বর: আইএসএলে দাপট দেখাতে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট । কেরালা ব্লাস্টার্সের পর মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত বেঙ্গালুরু এফসি । 68 মিনিটে শুভাশিসের সেন্টার কামিন্স তা ধরে বাড়িয়ে দেন হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডার গোল করতে ভুল করেননি ।

ঘরে-বাইরে প্রতিপক্ষ ৷ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের । গতবছর আইএসএল ফাইনালে কান্তিরাভায় হারানোর পরে চলতি বছরের আইএসএলের প্রথম সাক্ষাতেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ী হয় সবুজ-মেরুন । ম্যাচের ফল 1-0। গোলদাতা হুগো বুমোস । পরপর দু’টো ম্যাচে জয় । 3-5-2 ছকে দল সাজিয়েছিলেন জুয়ান ফেরান্দো । পঞ্জাব এফসির বিরুদ্ধে যে একাদশ নামিয়ে ছিলেন জুয়ান ৷ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পরিবর্তন করেছিলেন । হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং একাদশে রাখলেও বুধবারের সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা মন ভরাতে পারেনি ।

আরও পড়ুন: আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর

অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেতে চেয়েছিল বেঙ্গালুরু । বদলে দু’টো লাল কার্ড দেখে পুরো সময়টা নয় জনে খেলতে হল তাদের । 12 মিনিটে রোহিত কুমারে শট গোললাইন থেকে বাঁচান অনিরুদ্ধ থাপা । পুরো ম্যাচে ওই একবার ছাড়া বেঙ্গালুরু এফসি রক্ষণের খোলসে । মোহনবাগানের আক্রমণভাগ এতটাই ধারালো এবং বেঞ্চ এতটাই শক্তিশালী যে শুধুমাত্র রক্ষণ আগলে আটকানো সম্ভব নয় । তাই রক্ষণের বেড়াজাল ছড়িয়েও বেঙ্গালুরু পরাজিত ।

এদিন উনত্রিশ হাজার দর্শক মাঠে ছিলেন । দিনের শেষে প্রিয় ক্লাবের জয়ধ্বনি দিতে দিতে বাড়িমুখো হলেন তাঁরা । গোল যেকোনও ফুটবল ম্যাচের শেষ কথা । সেটা করে মোহনবাগান সুপার জায়ান্ট সফল । খেলা শেষে ভাইকিং করেন হুগো বুমোসরা । তাতে তাল মেলান সমর্থকরা । সমর্থক এবং দলের যোগসূত্র তৈরি করতেই এই উদ্যোগ । খেলার শেষে গান বাজছিল ‘চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান’ । সত্যিই মোহনবাগান মাঠ কাঁপাচ্ছে ।

Last Updated : Sep 27, 2023, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.