ETV Bharat / sports

CFL 2022: ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান - Mohammedan Sporting is close to winning the CFL

দুর্দান্ত খেলে কলকাতা লিগ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং(CFL 2022)৷ দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিপক্ষের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল আন্দ্রে চেরিনশভের দল ।

ETV Bharat
কলকাতা লিগ জয়ের নিকটে মহমেডান স্পোর্টিং
author img

By

Published : Oct 16, 2022, 9:18 PM IST

কলকাতা, 16 অক্টোবর: টানা দ্বিতীয়বার কলকাতা লিগ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল মহামেডান স্পোর্টিং(Mohammedan Sporting is close to winning the CFL)। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবকে 3-0 গোলে হারাল সাদা-কালো শিবির । এই জয়ের ফলে দু'ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিপক্ষের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল আন্দ্রে চেরনিশভের দল(Mohammedan Sporting Club)। মহামেডানের পক্ষে এদিন জোড়া গোল মার্কাস জোসেফের । একটি গোল ওসুমানে এনডিয়াসের ।

রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণাধীন ভবানীপুর ক্লাব এদিন সুপার সিক্সে তাদের প্রথম ম্যাচ খেলল । কিন্তু মার্কাস জোসেফ, শেখ ফৈয়াজ, অভিষেক আম্বেকর, প্রীতম সিংদের ধারাবাহিক আক্রমণের সামনে ভবানীপুর শুরু থেকেই ব্যাকফুটে । দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন ত্রিনিদাদের মার্কাস জোসেফ । আই লিগের আগে দলকে তৈরি করে নিতে কলকাতা লিগকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করছেন আন্দ্রে চেরনিশভ । আর সেই লক্ষ্যে তিনি যে সঠিক পথে এগোচ্ছেন, তা পরপর দু'টো জয়ে প্রমাণিত ।

আরও পড়ুন : খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের, 3-0 দাপুটে জয় মহমেডানের

বিরতির আগে প্রথম গোল মার্কাস জোসেফের । পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলও তিনিই করেন ৷ মহমেডান স্পোর্টিংয়ের তৃতীয় গোল ওসুমানের । ব্যবধান আরও বাড়ত যদি না একটি গোল রেফারি অফসাইডের কারণে বাতিল করতেন । তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভবানীপুর । কিন্তু গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে । পরপর দু'টো বড় ব্যবধানে জয় । স্বাভাবিকভাবেই খুশি মহমেডান স্পোর্টিং ।

কোচ জানাচ্ছেন, তাঁরা ধাপে ধাপে এগোতে চান । ফুটবলাররা পরিকল্পনা মত খেলায় জয় সহজ হয়েছে । ব্ল্যাক-প্যান্থার্স সমর্থকরা অবশ্য টানা লিগ জয়ের আগাম গন্ধেই উৎসবে মাতলেন ।

আরও পড়ুন : মোহনবাগানের বায়নাক্কার জের, চূড়ান্ত সূচি করতে পারল না আইএফএ

কলকাতা, 16 অক্টোবর: টানা দ্বিতীয়বার কলকাতা লিগ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল মহামেডান স্পোর্টিং(Mohammedan Sporting is close to winning the CFL)। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবকে 3-0 গোলে হারাল সাদা-কালো শিবির । এই জয়ের ফলে দু'ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিপক্ষের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল আন্দ্রে চেরনিশভের দল(Mohammedan Sporting Club)। মহামেডানের পক্ষে এদিন জোড়া গোল মার্কাস জোসেফের । একটি গোল ওসুমানে এনডিয়াসের ।

রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণাধীন ভবানীপুর ক্লাব এদিন সুপার সিক্সে তাদের প্রথম ম্যাচ খেলল । কিন্তু মার্কাস জোসেফ, শেখ ফৈয়াজ, অভিষেক আম্বেকর, প্রীতম সিংদের ধারাবাহিক আক্রমণের সামনে ভবানীপুর শুরু থেকেই ব্যাকফুটে । দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন ত্রিনিদাদের মার্কাস জোসেফ । আই লিগের আগে দলকে তৈরি করে নিতে কলকাতা লিগকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করছেন আন্দ্রে চেরনিশভ । আর সেই লক্ষ্যে তিনি যে সঠিক পথে এগোচ্ছেন, তা পরপর দু'টো জয়ে প্রমাণিত ।

আরও পড়ুন : খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের, 3-0 দাপুটে জয় মহমেডানের

বিরতির আগে প্রথম গোল মার্কাস জোসেফের । পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলও তিনিই করেন ৷ মহমেডান স্পোর্টিংয়ের তৃতীয় গোল ওসুমানের । ব্যবধান আরও বাড়ত যদি না একটি গোল রেফারি অফসাইডের কারণে বাতিল করতেন । তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভবানীপুর । কিন্তু গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে । পরপর দু'টো বড় ব্যবধানে জয় । স্বাভাবিকভাবেই খুশি মহমেডান স্পোর্টিং ।

কোচ জানাচ্ছেন, তাঁরা ধাপে ধাপে এগোতে চান । ফুটবলাররা পরিকল্পনা মত খেলায় জয় সহজ হয়েছে । ব্ল্যাক-প্যান্থার্স সমর্থকরা অবশ্য টানা লিগ জয়ের আগাম গন্ধেই উৎসবে মাতলেন ।

আরও পড়ুন : মোহনবাগানের বায়নাক্কার জের, চূড়ান্ত সূচি করতে পারল না আইএফএ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.