কলকাতা, 14 মে : শনিবার কি ধরা দেবে মহামেডান স্পোর্টিং'য়ের স্বপ্নপূরণের রাত ? যে ট্রফির জন্য ইস্টবেঙ্গল সবকিছু করেও ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রয়েই গিয়েছে, সেই অধরা মাধুরী কি শোভা পাবে সাদা-কালোর ট্রফি ক্যাবিনেটে ? উত্তর জানতে অপেক্ষা আর কয়েকঘণ্টার ৷ সুযোগটা ব্ল্যাক-প্যান্থার্সদের কাছে আসতই না, যদি না টুর্নামেন্টে টানা 16টি ম্যাচ অপরাজিত থাকা গোকুলাম কেরালাকে গত ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি হারিয়ে দিত ৷ আর এই ফলাফল খানিকটা অপ্রত্যাশিতভাবেই শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিং'য়ের সামনে এনে দিয়েছে মোক্ষম সুযোগ ৷ শনিবার শেষ ম্যাচে গোকুলাম কেরালাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন আন্দ্রে চের্নিসভের ছেলেরা (Mohammedan SC to face Gokulam Kerala FC in I-League decider today) ৷ অন্যদিকে খেতাব ধরে রাখতে ড্র-ই যথেষ্ট মালাবারিয়ানদের ৷
পরিস্থিতির নিরিখেও এগিয়ে দাক্ষিণাত্যের দলটি ৷ তবে শনিবার মাঠে নামার আগে অকুতোভয় সাদা-কালো শিবির ৷ নির্ণায়ক ম্যাচের আগে দলকে পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন সাদা-কালো কোচ। তাঁর মতে, "প্রতিপক্ষ গোকুলাম এফসির বিরুদ্ধে আগেও দল জিতেছে। তাই আই লিগের শেষ ম্যাচে জয় পাওয়া যাবে না বিষয়টি এমন নয়।" চলতি আই লিগের প্রথম সাক্ষাতে দু'দলের ম্যাচ নিষ্ফলা শেষ হয়েছিল । গোকুলামের দুরন্ত ফুটবলকে একটুও খাটো না-করেও অলিখিত ফাইনালের আগে মহমেডান কোচ জানালেন, তারা পুরো প্রতিযোগিতাতেই ভাল মানের ফুটবল খেলেছেন । আর শেষ ম্যাচে সেই ভাল মানের ফুটবলই ছেলেদের কাছে চাইছেন রুশ কোচ ৷ ফুটবলে জয় পরাজয় আবশ্যিক। কিন্তু খেলার মান যদি ভাল হয়, তাহলে সহজেই ধরা দেয় সাফল্য ৷
আরও পড়ুন : ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে 5 সংস্থার সঙ্গে চলছে আলোচনা : দেবব্রত সরকার
তাই খোলামনে ফুটবলের ডাক চের্নিসভের গলায় ৷ কোচের আর্জির বাস্তবায়ন করার দায়িত্ব এখন মার্কাস জোসেফ, নিকোলাস, শেখ ফৈয়াজ, ব্র্যান্ডনদের উপর । প্রত্যেকেই মানছেন সুযোগ কাজে লাগানোর চ্যালেঞ্জ তাঁদের হাতেই ৷ বাড়তি মোটিভেশন ঘরের মাঠে ভরা গ্যালারি ৷ সমর্থকদের সামনে লিগ জিততে পারলে সেই স্মৃতি যে আজীবন খোদাই হয়ে থাকবে ৷ তা বুঝতে পেরে নিজেদের নিংড়ে দিতে মরিয়া মহমেডান স্পোর্টিং । ইতিমধ্যে টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে উঠতে শুরু করেছে । পড়শি দুই প্রধানকেও এই ম্যাচে দলকে সমর্থনের আহ্বান করেছে সাদা-কালো শিবির ৷ এখন দেখার স্বপ্নপূরণ করার ম্যাচে সাদা-কালো ফুটবলাররা ছবিটা রঙিন করতে পারেন কি না ।