ETV Bharat / sports

UCL Semifinal : ভিল্লারিয়াল 'গেরো' টপকে খেতাবি লড়াইয়ে রিয়ালকে চাইছেন সালাহ - Villarreal vs Liverpool

দ্বিতীয়ার্ধে লিভারপুলের 'পালটা মারে' খড়কুটোর মত উড়ে গেল উনাই এমেরির দল ৷ আর ভিল্লারিয়াল গেরো টপকে লিভারপুল তারকা সালাহ জানালেন ফাইনালে রিয়াল মাদ্রিদকে সামনে চান তিনি (Mohamed Salah says he want to face Real Madrid in UCL final) ৷

UCL Semifinal
ভিল্লারিয়াল 'গেরো' টপকে খেতাবি লড়াইয়ে রিয়ালকে চাইছেন সালাহ
author img

By

Published : May 4, 2022, 4:06 PM IST

ভিল্লারিয়াল, 4 মে : চ্যাম্পিয়ন্স সেমিফাইনালের ফিরতি লেগে নামার আগে জুর্গেন ক্লপের আশঙ্কা মঙ্গলবার সত্যি প্রমাণিত হল মাঠে ৷ প্রথম লেগে 2-0 এগিয়ে থাকা লিভারপুল যতটা সহজে ফাইনালে পা রাখবে মনে করা হচ্ছিল, সালাহদের ফাইনাল যাত্রা ততটা সহজ হল না ৷ মরণকামড় দিয়ে সেমিফাইনালের ফিরতি লেগে এদিন সমতা ফিরিয়ে এনেছিল ভিল্লারিয়াল ৷ তবে দ্বিতীয়ার্ধে লিভারপুলের 'পালটা মারে' খড়কুটোর মত উড়ে গেল উনাই এমেরির দল (Liverpool reached Champions League final) ৷ আর ভিল্লারিয়াল গেরো টপকে লিভারপুল তারকা সালাহ জানান, ফাইনালে রিয়াল মাদ্রিদকে সামনে চান তিনি (Mohamed Salah says he want to face Real Madrid in UCL final) ৷

এল মাদ্রিগালে এদিন প্রথমার্ধে 'রেডস'-দের দু'গোল ফিরিয়ে দেয় ভিল্লারিয়াল ৷ 3 মিনিটে বোউলায়া দিয়া এবং 41 মিনিটে ফ্রান্সিস কুকেলিনের গোলে কপালে চিন্তার ভাঁজ পড়ে ক্লপের ৷ তবে সেই প্রত্যাঘাত সামলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ছ'বারের চ্যাম্পিয়নরা ৷ 62 মিনিটে ফ্যাবিনহো, 67 মিনিটে লুইস দিয়াজ এবং 74 মিনিটে গোল করেন সাদিও মানে ৷ 12 মিনিটের ছোট্ট স্পেলে ফাইনাল নিশ্চিত করে লিভারপুল (Liverpool beat Villarreal 5-2 on aggregate) ৷

আরও পড়ুন : অ্যাডভান্টেজ, তবু ভিল্লারিয়ালের বিরুদ্ধে ফিরতি লেগে সতর্ক ক্লপ

এগ্রিগেটে 5-2 ব্যবধানে জিতে ম্যাচ শেষে লিভারপুল তারকা সালাহ বলেন, "ফাইনালে রিয়াল মাদ্রিদকে সামনে চাই ৷ ওরা ভীষণই শক্তিশালী দল ৷ চলতি মরসুমে বেশ কয়েকবার আমরা ওদের মুখোমুখি হয়েছি ৷ আমার ব্যক্তিগত ইচ্ছে ফাইনালে মাদ্রিদের মুখোমুখি হওয়া ৷" একইসঙ্গে 2017-18 ফাইনালের প্রসঙ্গও উঠে আসে ৷ সেবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল সমৃদ্ধ রিয়ালের বিরুদ্ধে 1-3 হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল লিভারপুলকে ৷ সালাহ বলেন, "এবার মুখোমুখি হলে আশাকরি ট্রফিটা ছিনিয়ে আনতে পারব ৷"

ভিল্লারিয়াল, 4 মে : চ্যাম্পিয়ন্স সেমিফাইনালের ফিরতি লেগে নামার আগে জুর্গেন ক্লপের আশঙ্কা মঙ্গলবার সত্যি প্রমাণিত হল মাঠে ৷ প্রথম লেগে 2-0 এগিয়ে থাকা লিভারপুল যতটা সহজে ফাইনালে পা রাখবে মনে করা হচ্ছিল, সালাহদের ফাইনাল যাত্রা ততটা সহজ হল না ৷ মরণকামড় দিয়ে সেমিফাইনালের ফিরতি লেগে এদিন সমতা ফিরিয়ে এনেছিল ভিল্লারিয়াল ৷ তবে দ্বিতীয়ার্ধে লিভারপুলের 'পালটা মারে' খড়কুটোর মত উড়ে গেল উনাই এমেরির দল (Liverpool reached Champions League final) ৷ আর ভিল্লারিয়াল গেরো টপকে লিভারপুল তারকা সালাহ জানান, ফাইনালে রিয়াল মাদ্রিদকে সামনে চান তিনি (Mohamed Salah says he want to face Real Madrid in UCL final) ৷

এল মাদ্রিগালে এদিন প্রথমার্ধে 'রেডস'-দের দু'গোল ফিরিয়ে দেয় ভিল্লারিয়াল ৷ 3 মিনিটে বোউলায়া দিয়া এবং 41 মিনিটে ফ্রান্সিস কুকেলিনের গোলে কপালে চিন্তার ভাঁজ পড়ে ক্লপের ৷ তবে সেই প্রত্যাঘাত সামলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ছ'বারের চ্যাম্পিয়নরা ৷ 62 মিনিটে ফ্যাবিনহো, 67 মিনিটে লুইস দিয়াজ এবং 74 মিনিটে গোল করেন সাদিও মানে ৷ 12 মিনিটের ছোট্ট স্পেলে ফাইনাল নিশ্চিত করে লিভারপুল (Liverpool beat Villarreal 5-2 on aggregate) ৷

আরও পড়ুন : অ্যাডভান্টেজ, তবু ভিল্লারিয়ালের বিরুদ্ধে ফিরতি লেগে সতর্ক ক্লপ

এগ্রিগেটে 5-2 ব্যবধানে জিতে ম্যাচ শেষে লিভারপুল তারকা সালাহ বলেন, "ফাইনালে রিয়াল মাদ্রিদকে সামনে চাই ৷ ওরা ভীষণই শক্তিশালী দল ৷ চলতি মরসুমে বেশ কয়েকবার আমরা ওদের মুখোমুখি হয়েছি ৷ আমার ব্যক্তিগত ইচ্ছে ফাইনালে মাদ্রিদের মুখোমুখি হওয়া ৷" একইসঙ্গে 2017-18 ফাইনালের প্রসঙ্গও উঠে আসে ৷ সেবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল সমৃদ্ধ রিয়ালের বিরুদ্ধে 1-3 হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল লিভারপুলকে ৷ সালাহ বলেন, "এবার মুখোমুখি হলে আশাকরি ট্রফিটা ছিনিয়ে আনতে পারব ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.