ETV Bharat / sports

FIFA World Cup 2022: কাতার-মেক্সিকোর মেলবন্ধন ! দিয়েগোর জামাইয়ের কাঁধে চেপে মারাদোনাকে মনে করালেন মেসি - মেসি

ফাইনালে কাপ জিতে সতীর্থদের কাঁধে চেপেছিলেন বিশ্বজয়ের নায়ক । মারাদোনাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিলেন নীল-সাদা জার্সিধারীরা । 36 বছর পর দেশকে কাপ দিয়েছেন লিও (Messi reminds of Maradona) । তারপরেই একই ভঙ্গিতে ফুটবলের রাজপুত্র উত্তরসূরিকে নিয়ে মাঠ ঘুরলেন আগুয়েরোরা ।

FIFA World Cup
মারাদোনাকে মনে করালেন মেসি
author img

By

Published : Dec 19, 2022, 7:39 AM IST

Updated : Dec 19, 2022, 10:28 AM IST

লুসেইল, 19 ডিসেম্বর: রবিবাসরীয় গভীর রাতের লুসেইল যেন তিন যুগ আগের মেক্সিকোর এস্তাদিও অ্য়াজতেকা । 86'র ফাইনালে কাপ জিতে সতীর্থদের কাঁধে চেপেছিলেন বিশ্বজয়ের নায়ক (FIFA World Cup 2022) । মারাদোনাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিলেন নীল-সাদা জার্সিধারীরা । 36 বছর পর দেশকে কাপ দিয়েছেন লিও । তারপরেই একই ভঙ্গিতে ফুটবলের রাজপুত্র উত্তরসূরিকে নিয়ে মাঠ ঘুরলেন আগুয়েরোরা (Messi reminds of Maradona) । খানিকক্ষণের জন্য একাকার হয়ে গেল সীমান্তের বেড়াজাল, এক লহমায় এক সুতোয় গাঁথল কাতার-মেক্সিকো ।

অঘটন, তারকা বিদায়ের আবহ কাতার বিশ্বকাপ জুড়ে । তারমধ্যেই বেঁচেছিল মেসির কাপ স্বপ্ন । আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বকাপ জয় সেই স্বপ্নপূরণের সমাপতন । প্রয়াত মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘের সর্বোচ্চ ডালি । এদিন ম্যাচ জেতার পর মারাদোনার সেই সেলিব্রেশনই অনুকরণ করলেন মেসিরা । লিও'কে কাঁধে তুলে নিলেন একসময়ের সতীর্থ সের্জিয়ো আগুয়েরো ।

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।

লুসেইল, 19 ডিসেম্বর: রবিবাসরীয় গভীর রাতের লুসেইল যেন তিন যুগ আগের মেক্সিকোর এস্তাদিও অ্য়াজতেকা । 86'র ফাইনালে কাপ জিতে সতীর্থদের কাঁধে চেপেছিলেন বিশ্বজয়ের নায়ক (FIFA World Cup 2022) । মারাদোনাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিলেন নীল-সাদা জার্সিধারীরা । 36 বছর পর দেশকে কাপ দিয়েছেন লিও । তারপরেই একই ভঙ্গিতে ফুটবলের রাজপুত্র উত্তরসূরিকে নিয়ে মাঠ ঘুরলেন আগুয়েরোরা (Messi reminds of Maradona) । খানিকক্ষণের জন্য একাকার হয়ে গেল সীমান্তের বেড়াজাল, এক লহমায় এক সুতোয় গাঁথল কাতার-মেক্সিকো ।

অঘটন, তারকা বিদায়ের আবহ কাতার বিশ্বকাপ জুড়ে । তারমধ্যেই বেঁচেছিল মেসির কাপ স্বপ্ন । আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বকাপ জয় সেই স্বপ্নপূরণের সমাপতন । প্রয়াত মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘের সর্বোচ্চ ডালি । এদিন ম্যাচ জেতার পর মারাদোনার সেই সেলিব্রেশনই অনুকরণ করলেন মেসিরা । লিও'কে কাঁধে তুলে নিলেন একসময়ের সতীর্থ সের্জিয়ো আগুয়েরো ।

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।

Last Updated : Dec 19, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.