ETV Bharat / sports

Investigation Against Ronaldo : ক্ষমা চেয়েও মিলল না রেহাই, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে - ক্ষমা চেয়েও পার পেলেন না, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে

শনিবারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর হতাশার বহিঃপ্রকাশের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo issued an apology for his outburst on Saturday) ৷ যদিও পুলিশি তদন্ত এড়াতে পারলেন না তিনি ৷

Investigation Against Ronaldo
ক্ষমা চেয়েও পার পেলেন না, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে
author img

By

Published : Apr 11, 2022, 4:29 PM IST

ম্যাঞ্চেস্টার, 11 এপ্রিল : তিনি বদমেজাজি ৷ তিনি অহংকারি ৷ অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা বড়াই করেন তাঁর এই স্বভাবের জন্যই ৷ কিন্তু শনিবার গুডিসন পার্কে ম্যাচ হারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মহাতারকা যা করলেন, তার নিন্দা না করে পারবেন না ক্রিশ্চিয়ানোর অতিবড় সমর্থকও ৷ এভারটনের কাছে হারের পর শনিবার মাঠ ছাড়ার সময় এক খুদে সমর্থকের মোবাইল আছড়ে ফেলে দেন পর্তুগিজ মহাতারকা ৷ ঘটনায় এবার ম্যান ইউ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করল মার্সিসাইড পুলিশ (Merseyside police investigate Ronaldo phone incident in United loss) ৷

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর হতাশার বহিঃপ্রকাশের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo issued an apology for his outburst on Saturday) ৷ যদিও পুলিশি তদন্ত এড়াতে পারলেন না তিনি ৷ গ্যালারিতে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং খুদে সমর্থকের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্সিসাইড পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে তাঁর সন্তান অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন অটিস্টিক আক্রান্ত সমর্থকের মা ৷

মার্সিসাইড পুলিশের মুখপাত্র ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে বলেন, "অনুসন্ধান চলছে ৷ আমাদের আধিকারিকরা লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে আলোচনা করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন ৷ পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে আদৌ কোনও অপরাধ সেখানে হয়েছে কি না ৷"

আরও পড়ুন : ‘লাইব’-এ না-খুশ অনুরাগীরা, ব্যাপক ট্রোলের মুখে বিশ্বকাপের ম্যাসকট

এদিকে ভুল বুঝতে পেরে রোনাল্ডো আগেই ইনস্টায় ক্ষমা চেয়ে লেখেন, "কঠিন সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ দুরহ একটি কাজ ৷ তা সত্ত্বেও আগামী প্রজন্মের কাছে উদাহরণ রেখে যেতে আমাদের আরও সহনশীল, শ্রদ্ধাশীল হওয়া উচিৎ ৷ তাই আমি ওই সমর্থকের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ পাশাপাশি সম্ভব হলে ফেয়ার-প্লে'র নিদর্শন হিসেবে সংশ্লিষ্ট সমর্থককে আগামিদিনে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাতে চাই ৷"

ম্যাঞ্চেস্টার, 11 এপ্রিল : তিনি বদমেজাজি ৷ তিনি অহংকারি ৷ অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা বড়াই করেন তাঁর এই স্বভাবের জন্যই ৷ কিন্তু শনিবার গুডিসন পার্কে ম্যাচ হারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মহাতারকা যা করলেন, তার নিন্দা না করে পারবেন না ক্রিশ্চিয়ানোর অতিবড় সমর্থকও ৷ এভারটনের কাছে হারের পর শনিবার মাঠ ছাড়ার সময় এক খুদে সমর্থকের মোবাইল আছড়ে ফেলে দেন পর্তুগিজ মহাতারকা ৷ ঘটনায় এবার ম্যান ইউ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করল মার্সিসাইড পুলিশ (Merseyside police investigate Ronaldo phone incident in United loss) ৷

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর হতাশার বহিঃপ্রকাশের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo issued an apology for his outburst on Saturday) ৷ যদিও পুলিশি তদন্ত এড়াতে পারলেন না তিনি ৷ গ্যালারিতে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং খুদে সমর্থকের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্সিসাইড পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে তাঁর সন্তান অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন অটিস্টিক আক্রান্ত সমর্থকের মা ৷

মার্সিসাইড পুলিশের মুখপাত্র ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে বলেন, "অনুসন্ধান চলছে ৷ আমাদের আধিকারিকরা লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে আলোচনা করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন ৷ পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে আদৌ কোনও অপরাধ সেখানে হয়েছে কি না ৷"

আরও পড়ুন : ‘লাইব’-এ না-খুশ অনুরাগীরা, ব্যাপক ট্রোলের মুখে বিশ্বকাপের ম্যাসকট

এদিকে ভুল বুঝতে পেরে রোনাল্ডো আগেই ইনস্টায় ক্ষমা চেয়ে লেখেন, "কঠিন সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ দুরহ একটি কাজ ৷ তা সত্ত্বেও আগামী প্রজন্মের কাছে উদাহরণ রেখে যেতে আমাদের আরও সহনশীল, শ্রদ্ধাশীল হওয়া উচিৎ ৷ তাই আমি ওই সমর্থকের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ পাশাপাশি সম্ভব হলে ফেয়ার-প্লে'র নিদর্শন হিসেবে সংশ্লিষ্ট সমর্থককে আগামিদিনে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাতে চাই ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.