কলকাতা, 18 সেপ্টেম্বর: ডুরান্ড কাপ জয়ের দু'সপ্তাহের মধ্যে এএফসি কাপের অভিযানে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। মরশুমের প্রথম দিন থেকে এএফসি কাপকে প্রাধান্যের তালিকায় সবার ওপরে রেখেছিলেন সবুজ-মেরুন কোচ। এবার সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করার লড়াই।
প্রতিপক্ষ ওড়িশা এফসি নতুন মরশুমে নতুনভাবে দল গড়েছে। কোচ হিসেবে সার্জিও লোবেরাকে দায়িত্ব দেওয়া ছাড়াও জাহু-সহ একাধিক ভারতীয় এবং বিদেশি ফুটবলার দলে নিয়েছে ওড়িশা। শুধু আইএসএল নয় এএফসি কাপেও ভালো ফল করাকে পাখির চোখ করেছে তারা। ফলে এএফসি কাপে দুই দলের লড়াই আসলে দুই স্প্যানিশ কোচের ফুটবল বুদ্ধির দ্বৈরথও বটে। ব্র্যান্ডন হামিলকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান ফেরান্দো বলেন, "আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছি। শক্তিশালী প্রতিপক্ষ। ভালো ফুটবলাররা রয়েছে। আমরা কঠোর পরিশ্রম করেছি এই ম্যাচের জন্য।"
গত মরশুম আইএসএল ট্রফি জয় দিয়ে শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবছর ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করেছে সবুজ-মেরুন। ফলে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে। সমর্থকদের আবেগ এবং প্রত্যাশাকে মান্যতা দিয়েই জুয়ান ফেরান্দো ফের বলছেন, "আমি আগেও বলেছি, ডুরান্ড কাপ কোনও টুর্নামেন্ট ছিল না। প্রাক মরশুম প্রস্তুতির টুর্নামেন্ট ছিল। ওখানের পারফরম্যান্স অতীত। আগামিকাল নতুন কোনও টুর্নামেন্টে খেলতে নামছি। দু'সপ্তাহ আগে ফুটবলে কী হয়েছিল তা গুরুত্বপূর্ণ নয়। এখানে বর্তমানে কী হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে তার ওপর সবকিছু দাঁড়িয়ে থাকে। তাই এএফসি কাপ আমাদের কাছে এই সময় গুরুত্বপূর্ণ।"
-
Kalinga, tomorrow! 👊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2de8YPX5zg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kalinga, tomorrow! 👊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2de8YPX5zg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 18, 2023Kalinga, tomorrow! 👊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2de8YPX5zg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 18, 2023
ডুরান্ড কাপ জয়ের পরে সবুজ-মেরুন হেডস্যার বলেছিলেন কাপ জয়ের আনন্দের থেকেও তিনি খুশি হয়েছেন দলে কোনও চোট আঘাত না-লাগা। যদিও শেষ পর্যন্ত চোট আঘাত সমস্যা থেকে মুক্ত হতে পারেনি মোহন বাগান সুপারজায়ান্ট। আশিক কুরুনিয়ান ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। চোটের তালিকায় রয়েছেন শুভাশিস বসু। যদিও তাঁর চোট নিয়ে আশ্বস্ত করেছেন ফেরান্দো।
"শুভাশিস ঠিক আছে। আমার দলের বাকিরাও ফিট রয়েছে আগামিকালের ম্যাচের জন্য।"
আরও পড়ুন: ইস্টবেঙ্গল ও বার্সেলোনার লড়াইয়ের লক্ষ্য এক, কাতালান ক্লাব ঘুরে অভিজ্ঞতা শোনালেন লাল-হলুদ সহসচিব