প্রাগ, 2 জানুয়ারি: গলা এবং স্তন ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova) ৷ উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে সফল টেনিস প্লেয়ারের জোড়া ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর স্বভাবতই উৎকণ্ঠায় অনুরাগীমহলে (Martina Navratilova diagnosed with two forms of cancer) ৷ এর আগে 2010-এও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর ৷ সে যাত্রায় সেরে উঠলেও 66-তে এসে ফের কর্কট রোগের শিকার 18টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের মালকিন ৷
ক্যানসার নিয়ে বলতে গিয়ে নাভ্রাতিলোভা বলেছেন, "এই জোড়া অভিশাপের বিষয়টি গুরুগম্ভীর তবে সেরে ওঠা সম্ভব ৷ আমি সম্পূর্ণ সুস্থতার প্রত্যাশা করছি ৷ অনেকটা সময় ধরে জ্বালাতন সহ্য করতে হবে তবে সবটা দিয়ে আমি লড়াই করতে প্রস্তুত ৷"
চলতি মাসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল নাভ্রাতিলোভার ৷ কিন্তু তা বাদ রেখে আপাতত ক্যানসারের চিকিৎসা শুরু করতে চলেছেন বর্ষীয়ান কিংবদন্তি ৷ 59টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব বিজেতার গলার ক্যানসার প্রথম স্তরে রয়েছে বলে কিংবদন্তির প্রতিনিধি মারফৎ এক বিবৃতিতে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্ত
নাভ্রাতিলোভার এই ক্যানসার হিউম্যান প্যাপিলোমাভাইরাস প্রজাতির ৷ যা চিকিৎসায় ভালো সাড়া দেয় বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে ৷ ডব্লিউটিএ ফাইনালস চলাকালীন নাভ্রাতিলোভার গলায় একটি লিম্ফ হয়,যা বায়োপসির রিপোর্টে ক্যানসার বলে উল্লেখ করা হয় ৷ গলার পরীক্ষা চলাকালীনই স্তনের সমস্যা সামনে আসে ৷ সেটিও পরবর্তীতে ক্যানসার হিসেবে পরিগণিত হয় ৷