নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : মণিকা বাত্রা বনাম জাতীয় টেবিল টেনিস ফেডারেশনের দ্বন্দ অস্বস্তিকর জায়গায় পৌঁছে গিয়েছে । আর্ন্তজাতিক প্রতিযোগিতায় জাতীয় দলে সুযোগ পেতে শিবিরে যোগদান আবিশ্যিক, টিটিএফআই-এর এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট । আদালতের রায়ে স্বস্তিতে দেশের একনম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড় । ফেডারেশনের বিরুদ্ধে তাঁর আনা অভিযোগ তদন্ত করার জন্য ক্রীড়ামন্ত্রককে নির্দেশও দিয়েছে হাইকোর্ট । দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি বলেছেন, "ক্রীড়ামন্ত্রক প্রয়োজনে টিটিএফআই-এর কাজে হস্তক্ষেপ করতে পারে ।"
মনিকা বাত্রাকে বাইরে রেখে টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করা হয়েছে । কারণ দিল্লিতে ভারতীয় দলের শিবিরে যোগ দেননি তিনি । টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের কাছ থেকে পরামর্শ নিতে এবং কোচিং করতে অস্বীকার করেছিলেন মণিকা । এই বিষয়ে টিটিএফআই শোকজ করলে জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ হেনেছিলেন তিনি । মণিকার অভিযোগ ছিল, অলিম্পিকসের যোগ্যতা অর্জনের ম্যাচে সৌম্যদীপ নাকি তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ যাতে সৌম্যদীপের অ্যাকাডেমির খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের টোকিয়ো যাওয়া নিশ্চিত হয় ।
আরও পড়ুন : Indian Chess : অতনু লাহিড়িকে বহিষ্কার করল জাতীয় দাবা সংস্থা
তাঁর সেই অভিযোগে টালমাটাল পরিস্থিতি ভারতীয় টেবিল টেনিসে । ইতিমধ্যে টিটিএফআই পাঁচ সদস্যের কমিটি গড়ে ছয় সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । কিন্তু মণিকা পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন । বিচারপতি রেখা পাল্লি তাঁর নির্দেশে বলেন, মণিকাকে এমন একটি সময়ে জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে যখন অভিযোগের নিষ্পত্তি হয়নি ।কমনওয়েলথ গেমসে সোনা জয়ী প্যাডলার ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক দল গঠনের অভিযোগ করেছেন । একই সঙ্গে সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগও করেছেন । কারণ জাতীয় কোচ হয়ে সৌম্যদীপ ব্যক্তিগত অ্যাকাডেমি পরিচালনা করেন ।