ETV Bharat / sports

Asian TT Championship : সুতীর্থা থাকলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ মনিকা বাত্রা - ভারতীয় দল থেকে বাদ মণিকা বাত্রা

কোচ সৌম্যদীপ রায়ের সঙ্গে বিতর্কের জের ! টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা ৷

Asian TT Championship
Asian TT Championship
author img

By

Published : Sep 16, 2021, 6:49 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : মনিকা বাত্রাকে ছাড়াই এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল বেছে ফেললেন নির্বাচকরা । তাঁরা যে চার সদস্যের মহিলা দল ঘোষণা করেছেন তাতে মনিকাকে বাদ দেওয়া হলেও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় রয়েছেন । কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন অরূপ বসাক এবং মোনালিসা বড়ুয়া মেহতা । দোহায় 28 সেপ্টেম্বর থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে । শেষ পাঁচ অক্টোবর ।

টোকিয়ো অলিম্পিকসের পর ভারতীয় টেবিল টেনিস দল ফের আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে । মাঝের সময়টা বিতর্কে জর্জরিত হয়েছে ভারতীয় টেবিল টেনিস । কোচ সৌম্যদীপ রায়ের উপর ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগ হেনেছেন মণিকা বাত্রা ৷ মনে করা হচ্ছে, এই বিতর্কের জেরেই দেশের একনম্বর মহিলা প্যাডলার মনিকা বাত্রাকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়নি । এমনকি ভারতীয় দলের শিবিরেও তাকে যোগ না দিতে বলা হয়েছে ।

নির্বাচকরা যে দল বেছেছেন তাতে পাঁচ সদস্যের পুরুষ দলে রয়েছেন মানব থাক্কার, শরথ কমল, জি সাথিয়ান, হরমীত দেশাই, সানিল শেঠী । ডাবলস দলে সানিল শেঠিকে রাখা হয়নি । চার সদস্যের মহিলা দলে সুতীর্থা মুখোপাধ্যায়, শ্রীজা আকুলা, ঐহিকা মুখোপাধ্যায়, অর্চনা কামাথ রয়েছেন । এই চারজনই ডাবলস খেলবেন । মিক্সড ডাবলস দলে মানব থাক্কার অর্চনা কামাথ এবং হরমীত দেশাই শ্রীজা আকুলা খেলবেন । নির্বাচকরা কয়েকদিন আগেও মেয়েদের জাতীয় দল গঠন করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন । কারণ মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়, মাধুরিকা পাটেকর শিবিরে যোগ দেননি । অবস্থা সামাল দিতে সাইয়ের থেকে টেকমি সরকার, কৃত্তিকা সিনহা রায়কে যোগ দিতে বলা হয়েছিল ।

আরও পড়ুন : Neeraj Chopra : লালবাজারে এসে আবেগে ভাসলেন 'সোনার ছেলে'

টোকিয়ো অলিম্পিকসের বিতর্ক শেষ হয়নি । কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মনিকা বাত্রার অভিযোগ নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে টিটিএফআই । ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তারা জমা দেবেন । এই বিতর্কে সুতীর্থা মুখোপাধ্যায়ও জড়িয়ে পড়েছেন । তবে দেশের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে বাদ দিয়ে দল গঠন করার সাহস নির্বাচকরা নিতে পারেননি । মনিকাকে শিবিরে যোগ না দিতে বলা হয়েছিল বলে শোনা গিয়েছে । মাধুরিকা পাটেকর, সুতীর্থাও ছিলেন না । এই অবস্থায় সুতীর্থা দলে নেওয়া হলেও বাকি দুজন বিবেচিত হননি । মনিকার নাম বিবেচনা না করার কারণ তদন্তাধীন বিতর্ক । মাধুরিকা পাটেকর কেন বাদ পড়লেন তার ব্যাখ্যা মেলেনি ।

কলকাতা, 16 সেপ্টেম্বর : মনিকা বাত্রাকে ছাড়াই এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল বেছে ফেললেন নির্বাচকরা । তাঁরা যে চার সদস্যের মহিলা দল ঘোষণা করেছেন তাতে মনিকাকে বাদ দেওয়া হলেও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় রয়েছেন । কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন অরূপ বসাক এবং মোনালিসা বড়ুয়া মেহতা । দোহায় 28 সেপ্টেম্বর থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে । শেষ পাঁচ অক্টোবর ।

টোকিয়ো অলিম্পিকসের পর ভারতীয় টেবিল টেনিস দল ফের আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে । মাঝের সময়টা বিতর্কে জর্জরিত হয়েছে ভারতীয় টেবিল টেনিস । কোচ সৌম্যদীপ রায়ের উপর ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগ হেনেছেন মণিকা বাত্রা ৷ মনে করা হচ্ছে, এই বিতর্কের জেরেই দেশের একনম্বর মহিলা প্যাডলার মনিকা বাত্রাকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়নি । এমনকি ভারতীয় দলের শিবিরেও তাকে যোগ না দিতে বলা হয়েছে ।

নির্বাচকরা যে দল বেছেছেন তাতে পাঁচ সদস্যের পুরুষ দলে রয়েছেন মানব থাক্কার, শরথ কমল, জি সাথিয়ান, হরমীত দেশাই, সানিল শেঠী । ডাবলস দলে সানিল শেঠিকে রাখা হয়নি । চার সদস্যের মহিলা দলে সুতীর্থা মুখোপাধ্যায়, শ্রীজা আকুলা, ঐহিকা মুখোপাধ্যায়, অর্চনা কামাথ রয়েছেন । এই চারজনই ডাবলস খেলবেন । মিক্সড ডাবলস দলে মানব থাক্কার অর্চনা কামাথ এবং হরমীত দেশাই শ্রীজা আকুলা খেলবেন । নির্বাচকরা কয়েকদিন আগেও মেয়েদের জাতীয় দল গঠন করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন । কারণ মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়, মাধুরিকা পাটেকর শিবিরে যোগ দেননি । অবস্থা সামাল দিতে সাইয়ের থেকে টেকমি সরকার, কৃত্তিকা সিনহা রায়কে যোগ দিতে বলা হয়েছিল ।

আরও পড়ুন : Neeraj Chopra : লালবাজারে এসে আবেগে ভাসলেন 'সোনার ছেলে'

টোকিয়ো অলিম্পিকসের বিতর্ক শেষ হয়নি । কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মনিকা বাত্রার অভিযোগ নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে টিটিএফআই । ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তারা জমা দেবেন । এই বিতর্কে সুতীর্থা মুখোপাধ্যায়ও জড়িয়ে পড়েছেন । তবে দেশের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে বাদ দিয়ে দল গঠন করার সাহস নির্বাচকরা নিতে পারেননি । মনিকাকে শিবিরে যোগ না দিতে বলা হয়েছিল বলে শোনা গিয়েছে । মাধুরিকা পাটেকর, সুতীর্থাও ছিলেন না । এই অবস্থায় সুতীর্থা দলে নেওয়া হলেও বাকি দুজন বিবেচিত হননি । মনিকার নাম বিবেচনা না করার কারণ তদন্তাধীন বিতর্ক । মাধুরিকা পাটেকর কেন বাদ পড়লেন তার ব্যাখ্যা মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.