কলকাতা, 21 ফেব্রুয়ারি : হাফডজন গোলের ম্য়াচে শেষ হাসি হাসল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ 4-2 গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল রেড ডেভিলসরা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি অ্যান্টনি এলেঙ্গা, হ্যারি ম্যাগুয়েরদের (Manchester United beat leeds united) ৷
বিরতির আগেই ম্যাগুয়ের, ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ ৷ যদিও বিরতির পরেই পরপর দু'বার জালে বল জড়ায় লিডসও ৷ রদ্রিগো মোরেনোর গোলের পর সমতা ফেরান রাফিনিয়া ৷ 70 মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ৷ শেষ মুহূর্তে লিডসের কফিনে শেষ পেরেক মারেন অ্যান্টনি এলেঙ্গা ৷ যদিও 26 মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন রোনাল্ডো ৷
-
Sunday's victory over Leeds was a significant one 🙌#MUFC | #LEEMUN
— Manchester United (@ManUtd) February 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sunday's victory over Leeds was a significant one 🙌#MUFC | #LEEMUN
— Manchester United (@ManUtd) February 21, 2022Sunday's victory over Leeds was a significant one 🙌#MUFC | #LEEMUN
— Manchester United (@ManUtd) February 21, 2022
এই মুহূর্তে 26 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । এক ম্যাচ কম খেলে 50 পয়েন্ট নিয়ে তিনে চেলসি । 57 পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল । 63 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷
আরও পড়ুন : Mason Greenwood : ধর্ষণে অভিযুক্ত ম্যান ইউ তারকা, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নাইকির
-
🚨 𝙏𝙃𝙄𝙎 𝙅𝙐𝙎𝙏 𝙄𝙉 !!! The referee of today's #ValenciaBarça has given @Pedri's goal to @Auba!
— FC Barcelona (@FCBarcelona) February 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
... 𝘼 𝙃𝘼𝙏 𝙏𝙍𝙄𝘾𝙆 𝙁𝙊𝙍 𝙏𝙃𝙀 𝙉𝙀𝙒𝘾𝙊𝙈𝙀𝙍 !!! 🙌 pic.twitter.com/hYVdY8X2S4
">🚨 𝙏𝙃𝙄𝙎 𝙅𝙐𝙎𝙏 𝙄𝙉 !!! The referee of today's #ValenciaBarça has given @Pedri's goal to @Auba!
— FC Barcelona (@FCBarcelona) February 20, 2022
... 𝘼 𝙃𝘼𝙏 𝙏𝙍𝙄𝘾𝙆 𝙁𝙊𝙍 𝙏𝙃𝙀 𝙉𝙀𝙒𝘾𝙊𝙈𝙀𝙍 !!! 🙌 pic.twitter.com/hYVdY8X2S4🚨 𝙏𝙃𝙄𝙎 𝙅𝙐𝙎𝙏 𝙄𝙉 !!! The referee of today's #ValenciaBarça has given @Pedri's goal to @Auba!
— FC Barcelona (@FCBarcelona) February 20, 2022
... 𝘼 𝙃𝘼𝙏 𝙏𝙍𝙄𝘾𝙆 𝙁𝙊𝙍 𝙏𝙃𝙀 𝙉𝙀𝙒𝘾𝙊𝙈𝙀𝙍 !!! 🙌 pic.twitter.com/hYVdY8X2S4
অন্যদিকে, দু'ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনাও ৷ লা লিগার শেষ ম্যাচে এস্প্যানিয়লের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে দলের হার বাঁচিয়েছিলেন লুক দে জং ৷ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলল তাঁরা ৷ প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় কাতালুনিয়ান ক্লাব ৷ শেষ পর্যন্ত 4-1 গোলে জেতে জাভির ছেলেরা ৷ বার্সার হয়ে জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ৷ একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি ।