ETV Bharat / sports

Manchester United wins : হাফডজন গোলের ম্যাচে লিডসকে উড়িয়ে দিল ম্যান ইউ - Manchester United in Premier League

এই মুহূর্তে 26 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United in Premier League)। এক ম্যাচ কম খেলে 50 পয়েন্ট নিয়ে তিনে চেলসি । 57 পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল । 63 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷

Man U
লিডসকে উড়িয়ে দিল ম্যান ইউ
author img

By

Published : Feb 21, 2022, 2:04 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : হাফডজন গোলের ম্য়াচে শেষ হাসি হাসল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ 4-2 গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল রেড ডেভিলসরা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি অ্যান্টনি এলেঙ্গা, হ্যারি ম্যাগুয়েরদের (Manchester United beat leeds united) ৷

বিরতির আগেই ম্যাগুয়ের, ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ ৷ যদিও বিরতির পরেই পরপর দু'বার জালে বল জড়ায় লিডসও ৷ রদ্রিগো মোরেনোর গোলের পর সমতা ফেরান রাফিনিয়া ৷ 70 মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ৷ শেষ মুহূর্তে লিডসের কফিনে শেষ পেরেক মারেন অ্যান্টনি এলেঙ্গা ৷ যদিও 26 মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন রোনাল্ডো ৷

এই মুহূর্তে 26 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । এক ম্যাচ কম খেলে 50 পয়েন্ট নিয়ে তিনে চেলসি । 57 পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল । 63 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷

আরও পড়ুন : Mason Greenwood : ধর্ষণে অভিযুক্ত ম্যান ইউ তারকা, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নাইকির

অন্যদিকে, দু'ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনাও ৷ লা লিগার শেষ ম্যাচে এস্প্যানিয়লের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে দলের হার বাঁচিয়েছিলেন লুক দে জং ৷ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলল তাঁরা ৷ প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় কাতালুনিয়ান ক্লাব ৷ শেষ পর্যন্ত 4-1 গোলে জেতে জাভির ছেলেরা ৷ বার্সার হয়ে জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ৷ একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি ।

কলকাতা, 21 ফেব্রুয়ারি : হাফডজন গোলের ম্য়াচে শেষ হাসি হাসল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ 4-2 গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল রেড ডেভিলসরা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি অ্যান্টনি এলেঙ্গা, হ্যারি ম্যাগুয়েরদের (Manchester United beat leeds united) ৷

বিরতির আগেই ম্যাগুয়ের, ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ ৷ যদিও বিরতির পরেই পরপর দু'বার জালে বল জড়ায় লিডসও ৷ রদ্রিগো মোরেনোর গোলের পর সমতা ফেরান রাফিনিয়া ৷ 70 মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ৷ শেষ মুহূর্তে লিডসের কফিনে শেষ পেরেক মারেন অ্যান্টনি এলেঙ্গা ৷ যদিও 26 মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন রোনাল্ডো ৷

এই মুহূর্তে 26 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । এক ম্যাচ কম খেলে 50 পয়েন্ট নিয়ে তিনে চেলসি । 57 পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল । 63 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷

আরও পড়ুন : Mason Greenwood : ধর্ষণে অভিযুক্ত ম্যান ইউ তারকা, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নাইকির

অন্যদিকে, দু'ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনাও ৷ লা লিগার শেষ ম্যাচে এস্প্যানিয়লের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে দলের হার বাঁচিয়েছিলেন লুক দে জং ৷ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলল তাঁরা ৷ প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় কাতালুনিয়ান ক্লাব ৷ শেষ পর্যন্ত 4-1 গোলে জেতে জাভির ছেলেরা ৷ বার্সার হয়ে জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ৷ একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.