ETV Bharat / sports

Crystal Palace vs Manchester City : ইপিএলে সিটিকে আটকাল ক্রিস্টাল প্যালেস, ফের ট্রফির দৌড়ে লিভারপুল - Manchester City Draw Against Crystal Palace

ইংলিশ প্রিমিয়র লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ড্র করল ম্যানচেস্টার সিটি (Manchester City Draw Against Crystal Palace) ৷ সেই সঙ্গে ফের বেঁচে উঠেছে লিভারপুলের লিগ জয়ের আশা (Liverpool Gets Back in EPL Title Race) ৷ সোমবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 0-0 ড্র করে সিটি ৷ পেপ গুয়ার্দিওলার দলের থেকে এক ম্যাচ কম খেলে 4 পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে য়ুগেন ক্লপের লিভারপুল ৷

manchester-city-draw-against-crystal-palace-liverpool-gets-back-in-epl-title-race
manchester-city-draw-against-crystal-palace-liverpool-gets-back-in-epl-title-race
author img

By

Published : Mar 15, 2022, 11:26 AM IST

লন্ডন, 15 মার্চ : জমে উঠেছে ইলিংশ প্রিমিয়র লিগের লড়াই ৷ লিগের 29নং ম্যাচে ফের একবার ক্রিস্টাল প্যালেসের কাছে আটকে গেল ম্যানচেস্টার সিটি’র বিজয় রথ (Manchester City Draw Against Crystal Palace) ৷ আর সেই সঙ্গে ইপিএল ট্রফি জয়ের দৌড়ে ফের একবার সামিল হল লিভারপুল (Liverpool Gets Back in EPL Title Race) ৷ এই মুহূর্তে সিটির থেকে এক ম্যাচ কম খেলে 66 পয়েন্টে রয়েছে লিভারপুল ৷ আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট 70 ৷ ফলে মাত্র 4 পয়েন্টের ব্যবধান যে কোনও মুহূর্তে পেরিয়ে যেতে পারে য়ুগেন ক্লপের দল ৷

সোমবার ইপিএল’র ম্যাচে ক্রিস্টাল প্যালেসর বিরুদ্ধে নিজেদের 29তম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি (Crystal Palace vs Manchester City) ৷ কিন্তু, ম্যাচে গোলের দরজা খুলতে ব্যর্থ হন ফিল ফডেন, রিয়াদ মহারেজরা ৷ এ দিন গ্যাব্রিয়েল জেসুস এবং রহিম স্টার্লিনদের রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন পেপ গুয়ার্দিওলা ৷ এমনকি ফুটবলাররা যখন গোল করতে ব্যর্থ ৷ তখনও প্রথম সারির ফুটবলারদের মাঠে নামাননি পেপ ৷ প্রসঙ্গত, পুরো 90 মিনিটে প্রথম একাদশের কোনও ফুটবলারই পরিবর্তন করেননি সিটির ম্যানেজার ৷

আরও পড়ুন : ATKMB vs HFC : দ্বিতীয় লেগে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মোহনবাগান

তবে, কাকতালীয়ভাবে শেষবার এই ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচে কোনও গোল না করে মাঠ ছেড়ে ছিল ম্যানচেস্টার সিটি ৷ সেবার 0-2 স্কোরে প্যালেসের বিরুদ্ধে হারতে হয়েছিল সিটিকে ৷ এ বার গোল শূন্য ড্র করে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওলার দল ৷ এই মুহূর্তে সিটি এবং লিভারপুলের মধ্যে 4 পয়েন্টের ব্যবধান রয়েছে ৷ সেই ব্যবধান কমানোর একটা সুযোগ লিভারপুলের কাছে রয়েছে ৷

আরও পড়ুন : Mohun Bagan Election : তিন দশক পর বাগানে 'ব্রাত্য' বসু পরিবার, নেপথ্যে কি 'অনুপ্রেরণা'

আগামী বুধবার 17 মার্চ আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল ৷ সেই ম্যাত জিততে পারলে য়ুগেন ক্লপের দল সিটির সঙ্গে সমসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকবে ৷ এর পর 2 এপ্রিল ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে বার্নলের বিরুদ্ধে ৷ বার্নলে লিগে 19 নম্বর দল ৷ ফলে এই ম্যাচে সহজ জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকবে সিটির কাছে ৷ কিন্তু, তার পর 10 এপ্রিল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিভারপুল ৷ সেই ম্যাচই ঠিক করে দিতে পারে এবারের ইপিএল চ্যাম্পিয়ন কারা হবে ৷

তবে, লিভারপুল জিতলেও গোল ব্যবধান 1 পয়েন্টেরই থাকবে ৷ তবে, লিভারপুলের কাছে একটি ম্যাচ কম খেলার সুবিধা থাকবে ৷ ফলে পরের ম্যাচগুলি না হারলে সিটিকে টপকে এক নম্বর হওয়ার সুবর্ণ সুযোগ থাকবে মহম্মদ সালহাদের কাছে ৷

লন্ডন, 15 মার্চ : জমে উঠেছে ইলিংশ প্রিমিয়র লিগের লড়াই ৷ লিগের 29নং ম্যাচে ফের একবার ক্রিস্টাল প্যালেসের কাছে আটকে গেল ম্যানচেস্টার সিটি’র বিজয় রথ (Manchester City Draw Against Crystal Palace) ৷ আর সেই সঙ্গে ইপিএল ট্রফি জয়ের দৌড়ে ফের একবার সামিল হল লিভারপুল (Liverpool Gets Back in EPL Title Race) ৷ এই মুহূর্তে সিটির থেকে এক ম্যাচ কম খেলে 66 পয়েন্টে রয়েছে লিভারপুল ৷ আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট 70 ৷ ফলে মাত্র 4 পয়েন্টের ব্যবধান যে কোনও মুহূর্তে পেরিয়ে যেতে পারে য়ুগেন ক্লপের দল ৷

সোমবার ইপিএল’র ম্যাচে ক্রিস্টাল প্যালেসর বিরুদ্ধে নিজেদের 29তম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি (Crystal Palace vs Manchester City) ৷ কিন্তু, ম্যাচে গোলের দরজা খুলতে ব্যর্থ হন ফিল ফডেন, রিয়াদ মহারেজরা ৷ এ দিন গ্যাব্রিয়েল জেসুস এবং রহিম স্টার্লিনদের রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন পেপ গুয়ার্দিওলা ৷ এমনকি ফুটবলাররা যখন গোল করতে ব্যর্থ ৷ তখনও প্রথম সারির ফুটবলারদের মাঠে নামাননি পেপ ৷ প্রসঙ্গত, পুরো 90 মিনিটে প্রথম একাদশের কোনও ফুটবলারই পরিবর্তন করেননি সিটির ম্যানেজার ৷

আরও পড়ুন : ATKMB vs HFC : দ্বিতীয় লেগে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মোহনবাগান

তবে, কাকতালীয়ভাবে শেষবার এই ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচে কোনও গোল না করে মাঠ ছেড়ে ছিল ম্যানচেস্টার সিটি ৷ সেবার 0-2 স্কোরে প্যালেসের বিরুদ্ধে হারতে হয়েছিল সিটিকে ৷ এ বার গোল শূন্য ড্র করে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওলার দল ৷ এই মুহূর্তে সিটি এবং লিভারপুলের মধ্যে 4 পয়েন্টের ব্যবধান রয়েছে ৷ সেই ব্যবধান কমানোর একটা সুযোগ লিভারপুলের কাছে রয়েছে ৷

আরও পড়ুন : Mohun Bagan Election : তিন দশক পর বাগানে 'ব্রাত্য' বসু পরিবার, নেপথ্যে কি 'অনুপ্রেরণা'

আগামী বুধবার 17 মার্চ আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল ৷ সেই ম্যাত জিততে পারলে য়ুগেন ক্লপের দল সিটির সঙ্গে সমসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকবে ৷ এর পর 2 এপ্রিল ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে বার্নলের বিরুদ্ধে ৷ বার্নলে লিগে 19 নম্বর দল ৷ ফলে এই ম্যাচে সহজ জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকবে সিটির কাছে ৷ কিন্তু, তার পর 10 এপ্রিল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিভারপুল ৷ সেই ম্যাচই ঠিক করে দিতে পারে এবারের ইপিএল চ্যাম্পিয়ন কারা হবে ৷

তবে, লিভারপুল জিতলেও গোল ব্যবধান 1 পয়েন্টেরই থাকবে ৷ তবে, লিভারপুলের কাছে একটি ম্যাচ কম খেলার সুবিধা থাকবে ৷ ফলে পরের ম্যাচগুলি না হারলে সিটিকে টপকে এক নম্বর হওয়ার সুবর্ণ সুযোগ থাকবে মহম্মদ সালহাদের কাছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.