ETV Bharat / sports

UEFA Champions League: ইতিহাস রচনা ম্যান সিটির! মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে ইউরোপ সেরা পেপের দল - মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে

প্রিমিয়ার লিগ, এফএ কাপ জেতার পর থেকেই ম্যাঞ্চেস্টার সিটির চলতি মরশুমে ত্রিমুকুট হয়ে গেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার রাতে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে অধরা কাপ নিয়ে স্বপ্নপূরণ করল পেপ গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।

UEFA Champions League
ম্যানচেস্টার সিটি
author img

By

Published : Jun 11, 2023, 9:10 AM IST

ইস্তানবুল (তুরস্ক), 11 জুন: গত এক যুগে সাতবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনেই পাঁচবার। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই মুখ থুবড়ে পড়ছিল দলটি। হয়েও যেন হচ্ছিল না। অবশেষে গেরো খুলতে পারল তারা। ইস্তানবুলে আয়োজিত রদ্রিগোর একমাত্র গোলে ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের অধরা শিরোপা ঘরে তুলল তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম বার শিরোপা জিতল ম্যান সিটি। তারা এই মরশুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এফএ কাপ জিতেছে। সব শেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও তারা দখল করে গড়ে ফেলল নজির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি।

ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের ফাইনালে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টারমিলান ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল চরমে ৷ ম্যান সিটি এদিন নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিল ৷ অন্যদিকে, ইন্টারমিলানদের কাছেও ছিল এক মনোভাব ৷ প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি পেপ গার্দিওলার ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি এসেছে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছ থেকে। ম্যাচের 68 মিনিটে 'সোনার গোল'ই ট্রফি এনে দিল তাদের। তবে কেন বিশ্বের সেরা কোচ বলা হয় পেপকে, তিনি কৌশলে বুঝিয়ে দিলেন। পুরো দলকে এমন রণকৌশলে সাজিয়েছিলেন যে ইন্টারের সাধের রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেল।

আরও পড়ুন: 450 মিলিয়ন দর্শক, রবিবার রাতের ফাইনালে নয়া রেকর্ডের সামনে উয়েফা

ইস্তানবুলে ম্যান সিটি যে একরকম একপেশে খেলে ইন্টার মিলানকে উড়িয়ে দেবে, এমন চর্চা আগে থেকেই ছিল। তবে প্রথমার্ধে কোনও দলই রং ছড়াতে পারেনি। কার্যত ম্যাড়ম্যাড়ে ছিল পুরো প্রথমার্ধ। তার মাঝে অবশ্য ইন্টার মিলানই কিছুটা নজর কেড়েছিল। সিটিকে দেখে বোঝাই যাচ্ছিল না, তাদের ম্যাচ জেতার কোনও তাগিদ আছে বলে। কিন্তু সময় শেষে সবটাই পালটে গেল ৷ 1998-99 সালে সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এক মরশুমে ত্রিমুকুট জিতেছিল।

তার প্রায় 25 বছর পর ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার হাত ধরে সেই বিরল কৃতিত্ব ফের একবার ছুঁয়ে দেখাল ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি। উল্লেখ্য, ম্যান সিটি প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে থেকে মুকুট ছিনিয়েছে, এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ৷ পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে যেতে রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েটদের হারিয়েছে ৷

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

ইস্তানবুল (তুরস্ক), 11 জুন: গত এক যুগে সাতবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনেই পাঁচবার। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই মুখ থুবড়ে পড়ছিল দলটি। হয়েও যেন হচ্ছিল না। অবশেষে গেরো খুলতে পারল তারা। ইস্তানবুলে আয়োজিত রদ্রিগোর একমাত্র গোলে ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের অধরা শিরোপা ঘরে তুলল তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম বার শিরোপা জিতল ম্যান সিটি। তারা এই মরশুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এফএ কাপ জিতেছে। সব শেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও তারা দখল করে গড়ে ফেলল নজির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি।

ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের ফাইনালে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টারমিলান ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল চরমে ৷ ম্যান সিটি এদিন নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিল ৷ অন্যদিকে, ইন্টারমিলানদের কাছেও ছিল এক মনোভাব ৷ প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি পেপ গার্দিওলার ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি এসেছে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছ থেকে। ম্যাচের 68 মিনিটে 'সোনার গোল'ই ট্রফি এনে দিল তাদের। তবে কেন বিশ্বের সেরা কোচ বলা হয় পেপকে, তিনি কৌশলে বুঝিয়ে দিলেন। পুরো দলকে এমন রণকৌশলে সাজিয়েছিলেন যে ইন্টারের সাধের রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেল।

আরও পড়ুন: 450 মিলিয়ন দর্শক, রবিবার রাতের ফাইনালে নয়া রেকর্ডের সামনে উয়েফা

ইস্তানবুলে ম্যান সিটি যে একরকম একপেশে খেলে ইন্টার মিলানকে উড়িয়ে দেবে, এমন চর্চা আগে থেকেই ছিল। তবে প্রথমার্ধে কোনও দলই রং ছড়াতে পারেনি। কার্যত ম্যাড়ম্যাড়ে ছিল পুরো প্রথমার্ধ। তার মাঝে অবশ্য ইন্টার মিলানই কিছুটা নজর কেড়েছিল। সিটিকে দেখে বোঝাই যাচ্ছিল না, তাদের ম্যাচ জেতার কোনও তাগিদ আছে বলে। কিন্তু সময় শেষে সবটাই পালটে গেল ৷ 1998-99 সালে সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এক মরশুমে ত্রিমুকুট জিতেছিল।

তার প্রায় 25 বছর পর ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার হাত ধরে সেই বিরল কৃতিত্ব ফের একবার ছুঁয়ে দেখাল ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি। উল্লেখ্য, ম্যান সিটি প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে থেকে মুকুট ছিনিয়েছে, এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ৷ পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে যেতে রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েটদের হারিয়েছে ৷

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.