ETV Bharat / sports

Lovlina Borgohain: কাতি বিহুতে মাতলেন লভলিনা, সন্ধ্যায় দিয়া জ্বালালেন তুলসি মন্দিরে - Lovlina Borgohain

কাতি বিহু'র উৎসবে মাতলেন পদকজয়ী বক্সার লভলিনা ৷ অসমের এই মেয়ে গতকাল, বুধবার সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জেলে এই উৎসবে অংশ নেন ৷ সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করেছেন এশিয়াডে রুপো পদকজয়ী অ্যাছলিট ৷

পদকজয়ী বক্সার লভলিনা
Lovlina Borgohain
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 2:53 PM IST

সরুপাথার (অসম), 19 অক্টোবর: অসমের কৃষি লোক উৎসব 'কাতি বিহু' উৎসবে অংশ নিলেন ভারতের তারকা বক্সার লভলিনা বর্গহাইন ৷ বুধবার ছিল অসমের কাতি উৎসব ৷ রীতি অনুযায়ী সন্ধ্যায় তুলসী মন্দিরে প্রদীপ জালিয়ে উৎসবে মাতলেন ৷ কার্তিক মাস শুরুর আগের দিন এই উৎসব পালন করা হয় ৷ সদ্য সমাপ্ত হওয়া হ্যাংঝাউ এশিয়াডে রুপোজয়ী বক্সার তাঁর ফেসবুক থেকে কাতি বিহু পালনের ছবিগুলি শেয়ার করেছেন ৷

কাতি বিহু কঙালি বিহু নামেও পরিচিত ৷ এটি কৃষি লোক উৎসব যা অসমে আহিন-কাতি (বাংলায়: আশ্বিন-কার্তিক) সংক্রান্তিতে উদযাপিত হয়। অসমের তিনটি জাতীয় উৎসবের মধ্যে একটি ভোগালি বিহু, আরেকটি রঙ্গালি বিহু এবং অন্যটি কাতি বিহু ৷ ধান রোপণ হওয়ার পর তাজা ফসল কাটার ঋতুর সূচনাকে চিহ্নিত করে এই উৎসবটি ৷ এই উৎসবকে অনেকেই দরিদ্র বিহুও বলে থাকেন কারণ এটি বছরের সেই সময়ে খালি শস্যভাণ্ডার এবং খাবারের কম প্রাপ্যতার প্রতীক হিসাবে ধরা হয় ৷ তারকা বক্সার গতকাল, অসমের গোলাঘাট জেলার সরুপাথার গ্রামে অর্থাৎ নিজের বাড়ির তুলসি মন্দিরে প্রদীপ জ্বালান ৷

লভলিনা কাতি বিহু উদযাপনের ছবিগুলি শেয়ার করে লিখেছেন, "আজ কাতি বিহু উপলক্ষে আমি আপনাদের সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি। তুলসি গাছের নীচে প্রদীপ সকলের আশা-আকাঙ্খাকে আলোকিত করুক। সবুজ মাঠ সোনার বীজে ভরে উঠুক। সমৃদ্ধির সুসংবাদ বয়ে আনুক। কৃষক..."

উল্লেখ্য়, সদ্য সমাপ্ত হওয়া এশিয়ান গেমসে এবার সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতের বক্সার লভলিনা বর্গহাইন। তবে তিনি দেশকে সোনা দিতে পারেননি ৷ ফাইনালে চিনা প্রতিযোগীর কাছে হেরে রুপো জিতেছেন লভলিনা। মহিলাদের 75 কেজির বিভাগে খেলতে নেমেছিলেন তিনি। সেখানে খেলতে নেমে তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। ফাইনালে তিনি 5-0 তে পরাস্ত হন। চলতি বছর লভলিনা বিশ্ব চ্য়াম্পিয়নশিপের সোনা জেতেন। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর তিনি বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সোনা জিতে ব্রোঞ্জের খরা কাটান। আশা করা হয়েছিল এশিয়ান গেমসেও তিনি সেই ছবি বদলাবেন। সোনা আনবেন, তবে তিনি ব্যর্থ হয়েছেন ৷

আরও পড়ুন: সাংবাদিক-অনুরাগীদের ভিসা নিয়ে ঢিলেমি, ভারতের বিরুদ্ধে অভিযোগে আইসিসি'র দ্বারস্থ পাকিস্তান

সরুপাথার (অসম), 19 অক্টোবর: অসমের কৃষি লোক উৎসব 'কাতি বিহু' উৎসবে অংশ নিলেন ভারতের তারকা বক্সার লভলিনা বর্গহাইন ৷ বুধবার ছিল অসমের কাতি উৎসব ৷ রীতি অনুযায়ী সন্ধ্যায় তুলসী মন্দিরে প্রদীপ জালিয়ে উৎসবে মাতলেন ৷ কার্তিক মাস শুরুর আগের দিন এই উৎসব পালন করা হয় ৷ সদ্য সমাপ্ত হওয়া হ্যাংঝাউ এশিয়াডে রুপোজয়ী বক্সার তাঁর ফেসবুক থেকে কাতি বিহু পালনের ছবিগুলি শেয়ার করেছেন ৷

কাতি বিহু কঙালি বিহু নামেও পরিচিত ৷ এটি কৃষি লোক উৎসব যা অসমে আহিন-কাতি (বাংলায়: আশ্বিন-কার্তিক) সংক্রান্তিতে উদযাপিত হয়। অসমের তিনটি জাতীয় উৎসবের মধ্যে একটি ভোগালি বিহু, আরেকটি রঙ্গালি বিহু এবং অন্যটি কাতি বিহু ৷ ধান রোপণ হওয়ার পর তাজা ফসল কাটার ঋতুর সূচনাকে চিহ্নিত করে এই উৎসবটি ৷ এই উৎসবকে অনেকেই দরিদ্র বিহুও বলে থাকেন কারণ এটি বছরের সেই সময়ে খালি শস্যভাণ্ডার এবং খাবারের কম প্রাপ্যতার প্রতীক হিসাবে ধরা হয় ৷ তারকা বক্সার গতকাল, অসমের গোলাঘাট জেলার সরুপাথার গ্রামে অর্থাৎ নিজের বাড়ির তুলসি মন্দিরে প্রদীপ জ্বালান ৷

লভলিনা কাতি বিহু উদযাপনের ছবিগুলি শেয়ার করে লিখেছেন, "আজ কাতি বিহু উপলক্ষে আমি আপনাদের সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি। তুলসি গাছের নীচে প্রদীপ সকলের আশা-আকাঙ্খাকে আলোকিত করুক। সবুজ মাঠ সোনার বীজে ভরে উঠুক। সমৃদ্ধির সুসংবাদ বয়ে আনুক। কৃষক..."

উল্লেখ্য়, সদ্য সমাপ্ত হওয়া এশিয়ান গেমসে এবার সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতের বক্সার লভলিনা বর্গহাইন। তবে তিনি দেশকে সোনা দিতে পারেননি ৷ ফাইনালে চিনা প্রতিযোগীর কাছে হেরে রুপো জিতেছেন লভলিনা। মহিলাদের 75 কেজির বিভাগে খেলতে নেমেছিলেন তিনি। সেখানে খেলতে নেমে তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। ফাইনালে তিনি 5-0 তে পরাস্ত হন। চলতি বছর লভলিনা বিশ্ব চ্য়াম্পিয়নশিপের সোনা জেতেন। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর তিনি বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সোনা জিতে ব্রোঞ্জের খরা কাটান। আশা করা হয়েছিল এশিয়ান গেমসেও তিনি সেই ছবি বদলাবেন। সোনা আনবেন, তবে তিনি ব্যর্থ হয়েছেন ৷

আরও পড়ুন: সাংবাদিক-অনুরাগীদের ভিসা নিয়ে ঢিলেমি, ভারতের বিরুদ্ধে অভিযোগে আইসিসি'র দ্বারস্থ পাকিস্তান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.