ETV Bharat / sports

Messi wins FIFA Award: লিও'ই সেরা ! এমবাপে-বেঞ্জেমাকে টপকে ফিফা'র সেরা ফুটবলার মেসি

36 বছর পর আর্জেন্তিনাকে বিশ্বকাপ দিয়েছিলেন মারাদোনার উত্তরসূরী । এবার ফের সম্মানিত লিওনেল মেসি । 2022 সালের ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার জিতলেন তিনি (Lionel Messi wins FIFA best mens player award 2022) ।

Messi wins FIFA Award
Messi wins FIFA Award
author img

By

Published : Feb 28, 2023, 7:10 AM IST

Updated : Feb 28, 2023, 8:06 AM IST

প্যারিস, 28 ফেব্রুয়ারি: লিও মেসির মুকুটে নয়া পালক (Lionel Messi) । একই সঙ্গে ফের একবার এমবাপেকে ছাপিয়ে গেলেন তিনি । 2022 সালের ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার (The Best FIFA Men's Player) জিতলেন গ্রহের অন্যতম সেরা ফুটবল তারকা । এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরস্কার গেল মেসির ঝুলিতে (Lionel Messi wins FIFA Best Mens Player Award 2022) ।

গত বছর 18 ডিসেম্বর কাতারে ফ্রান্সের বিরুদ্ধে মহাকাব্যিক ফাইনালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ দিয়েছিলেন মারাদোনার উত্তরসূরী । 36 বছর পর বিশ্ব ফুটবলের সেরার তখতে বসিয়েছেন লা অ্যালবেসেলেস্তা'কে । সেই পুরস্কারই এদিন মিলল । লিও'র সঙ্গেই সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমা । চোটের কারণে বিশ্বকাপে বেঞ্জেমা না-খেলায় লড়াইটা মূলত ছিল দুই প্যারিস সাঁ জা তারকার মধ্যেই । সেখানেই বাজিমাত করলেন মেসি ।

Messi wins FIFA Award
ফের সম্মানিত লিওনেল মেসি

জাতীয় দলের অধিনায়ক এবং কোচের একটি প্যানেল, ফিফার 211টি সদস্য দেশের প্রতিটিতে নির্বাচিত সাংবাদিক এবং সমর্থকদের ভোটে তিন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা তৈরি হয় । আট শতাংশ ভোট বেশি পেয়ে এমবাপেকে টপকে যান মেসি (World Cup winner Lionel Messi edged Kylian Mbapp again) ।

আরও পড়ুন: 'এখনও বিশ্বাস হচ্ছে না', বিশ্বজয়ের একমাস পূর্তিতে লিখলেন লিও

অন্যদিকে, ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি । ডিসেম্বরে দলকে বিশ্বকাপ জেতানোর পর সেরার শিরোপা উঠল মেসি-ডি মারিয়াদের হেডস্যরের মাথায় । পদকপ্রাপ্তির 24 ঘণ্টা আগেই জাতীয় দলের কোচ হিসাবে তার চুক্তি 2026 বিশ্বকাপের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে । ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ।

এক নজরে ফিফা'র বর্ষসেরা:

বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ): লিওনেল মেসি

বর্ষসেরা খেলোয়াড় (মহিলা): অ্যালেস্কিয়া পুতেলাস

বর্ষসেরা কোচ (পুরুষ): লিওনেল স্কালোনি

বর্ষসেরা কোচ (মহিলা): সারিনা উইগম্যান

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ): এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা গোলরক্ষক (মহিলা): মেরি ইরাপ্স

প্যারিস, 28 ফেব্রুয়ারি: লিও মেসির মুকুটে নয়া পালক (Lionel Messi) । একই সঙ্গে ফের একবার এমবাপেকে ছাপিয়ে গেলেন তিনি । 2022 সালের ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার (The Best FIFA Men's Player) জিতলেন গ্রহের অন্যতম সেরা ফুটবল তারকা । এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরস্কার গেল মেসির ঝুলিতে (Lionel Messi wins FIFA Best Mens Player Award 2022) ।

গত বছর 18 ডিসেম্বর কাতারে ফ্রান্সের বিরুদ্ধে মহাকাব্যিক ফাইনালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ দিয়েছিলেন মারাদোনার উত্তরসূরী । 36 বছর পর বিশ্ব ফুটবলের সেরার তখতে বসিয়েছেন লা অ্যালবেসেলেস্তা'কে । সেই পুরস্কারই এদিন মিলল । লিও'র সঙ্গেই সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমা । চোটের কারণে বিশ্বকাপে বেঞ্জেমা না-খেলায় লড়াইটা মূলত ছিল দুই প্যারিস সাঁ জা তারকার মধ্যেই । সেখানেই বাজিমাত করলেন মেসি ।

Messi wins FIFA Award
ফের সম্মানিত লিওনেল মেসি

জাতীয় দলের অধিনায়ক এবং কোচের একটি প্যানেল, ফিফার 211টি সদস্য দেশের প্রতিটিতে নির্বাচিত সাংবাদিক এবং সমর্থকদের ভোটে তিন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা তৈরি হয় । আট শতাংশ ভোট বেশি পেয়ে এমবাপেকে টপকে যান মেসি (World Cup winner Lionel Messi edged Kylian Mbapp again) ।

আরও পড়ুন: 'এখনও বিশ্বাস হচ্ছে না', বিশ্বজয়ের একমাস পূর্তিতে লিখলেন লিও

অন্যদিকে, ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি । ডিসেম্বরে দলকে বিশ্বকাপ জেতানোর পর সেরার শিরোপা উঠল মেসি-ডি মারিয়াদের হেডস্যরের মাথায় । পদকপ্রাপ্তির 24 ঘণ্টা আগেই জাতীয় দলের কোচ হিসাবে তার চুক্তি 2026 বিশ্বকাপের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে । ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ।

এক নজরে ফিফা'র বর্ষসেরা:

বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ): লিওনেল মেসি

বর্ষসেরা খেলোয়াড় (মহিলা): অ্যালেস্কিয়া পুতেলাস

বর্ষসেরা কোচ (পুরুষ): লিওনেল স্কালোনি

বর্ষসেরা কোচ (মহিলা): সারিনা উইগম্যান

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ): এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা গোলরক্ষক (মহিলা): মেরি ইরাপ্স

Last Updated : Feb 28, 2023, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.