নয়াদিল্লি, 1 জানুয়ারি: পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে নববর্ষে আবেগপ্রবণ বার্তা দিলেন লিওনেল মেসি ৷ 2022 সালের অন্তিম লগ্নের সেই বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি (Lionel Messi Pens A Emotional Message for Family Friends and Fans) ৷ ধন্যবাদ জানিয়েছেন, তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্নের দৌড়ে সর্বদা পাশে থাকার জন্য ৷ আর সেই সমর্থনের কারণেই 2022 কাতার বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে বলে সেই বার্তায় উল্লেখ করেছেন মেসি ৷ উল্লেখ্য, বিশ্বকাপ বাদে ফুটবলের এমন কোনও ট্রফি নেই যা মেসির ক্যাবিনেটে ছিল না ৷ অন্তত মেসি টুর্নামেন্টগুলি খেলেছেন সেগুলি ৷ 2022 সালের 19 ডিসেম্বর ক্যাবিনেটে খালি থাকা একটি জায়গাও পূরণ করে দিয়েছেন লিও মেসি ৷ আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ জিতে ৷
মেসি তাঁর আবেগপ্রবণ বার্তায় লিখেছেন, "এমন একটা বছর শেষ হচ্ছে, যা আমি কোনওদিন ভুলতে পারব না ৷ যে স্বপ্নের পিছনে আমি রোজ দৌড়তাম, সেটা অবশেষে সফল হয়েছে ৷ তবে, এই জয় কোনও মূল্যই থাকবে না, যদি না আমি এই সাফল্যকে আমার পরিবারের সঙ্গে ভাগ না করি ৷ যাঁরা আমার জীবনের সেরা পাওনা ৷ যাঁরা আমাকে সর্বদা সমর্থন করে গিয়েছে ৷ আরও একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি, তা হল বন্ধু ৷ যাঁরা আমাকে সবসময় সমর্থন করে গিয়েছে ৷ যখনই আমি ভেঙে পড়েছি, তাঁরা আমাকে মাটিতে পড়ে যেতে দেননি ৷"
সোশাল মিডিয়ায় মেসির এই আবেগঘন বার্তায় অভিভূত তাঁর অনুরাগীরাও ৷ অনুরাগীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ৷ আর্জেন্তাইন মহাতারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি সবসময় তাঁদের জন্য ভালো ও বিশেষ স্মৃতি রেখে যেতে চাই, যাঁরা আমাকে ভালোবাসেন এবং আমার সঙ্গে সর্বদা রয়েছেন ৷ আর আমি নিজেকে ধন্য বলে মনে করি, যে তাঁদের সবার সঙ্গে আমি এই সফরকে ভাগ করে নিতে পেরেছি ৷ আর আমি যতদূর আসতে পেরেছি, ততটা হয় তো আসতে পারতাম না ৷ যদি না আমি সেই সব মানুষগুলির থেকে এত ভালোবাসা এবং অনুপ্রেরণা পেতাম ৷ তা সে আর্জেন্তিনার মানুষ হোক, কিংবা বার্সেলোনা, প্যারিস এবং বিশ্বের অন্যান্য শহর, যেখানকার মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ৷"
আরও পড়ুন: তিন ফরম্যাটে সেরাদের তালিকা প্রকাশ বিসিসিআই’র, টেস্ট ও টি-20’তে সেরা ঋষভ-সূর্য
সবশেষে সবাইকে 2023 সালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি ৷ লিখেছেন, ‘‘আমি আশা করব এই বছরটাও সবার জন্য খুব সুন্দর হয়ে উঠবে এবং আমি এটাই প্রার্থনা করছি 2023 সালে সকলে সুস্থ, সবল এবং খুশি থাকুক ৷’’