প্যারিস, 13 অগস্ট: লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দেড় দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবল কাপাচ্ছে প্রতিভা এবং পরিশ্রমের মিশেল ৷ ব্যালন ডি'অরের মঞ্চে সেই যাত্রা শুরু হয়েছিল 2008 সালে ৷ টানা দশ বছর সেরা ফুটবলারের পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন দুই কিংবদন্তি ৷ মাঝে লুকা মদ্রিচ সেই মঞ্চ আলোকিত করলেও ফের দু'বছর পুরস্কার গিয়েছে মেসির ঝুলিতেই (Lionel Messi misses out for the first time since 2005) ৷
চলতি বছরে ব্যালন ডি'অর মনোনয়নের 30 জনের তালিকা প্রকাশ করেছে ফিফা ৷ তাতে প্রথম তিনে নেই মেসি-রোনাল্ডো ৷ সিআর সেভেন-এর নাম তালিকায় থাকলেও নেই মেসির নাম ৷ সাতবার এই পুরস্কার পেয়েছেন লিও ৷ তাঁকে বাদ দিয়েই এবার সেজেছে ব্যালন ডি'অরের মনোনয়নের তালিকা ৷ 1956 সাল থেকে এই পুরস্কার দিচ্ছে ফ্রান্সের একটি পত্রিকা । 2009 সালে যার সঙ্গে যুক্ত হয় ফিফা ৷ 2005-এর পর এই প্রথম পুরস্কারের প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসি । কিন্তু গতবারের বিজয়ীর এক বছরের মধ্যে পারফর্ম্যান্সের এমন হল যে প্রথম তিরিশেই তিনি নেই ?
আর্তেমিয়ো ফ্রানসি কাপ ৷ বর্তমানের লা ফাইনালিসিমা ৷ যার পোশাকি নাম কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স ৷ যার পোশাকি নাম কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স ৷ পুনর্জন্মের প্রথম বছরেই সেই ট্রফি ঘরে তুললেন লিওনেল ৷ কোপা আমেরিকার পর দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টেও নীল-সাদা জার্সির ধ্বজা উড়িয়েছেন ৷ তাহলে ?
আরও পড়ুন : লা ফাইনালিসিমা ! ‘ম-এ মেসি, ম-এ ম্যাজিক’
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, বার্সেলোনা থেকে পিএসজি-তে যোগ দেওয়ার পর প্রথম মরশুমে কার্যত ব্যর্থ লিও । মাত্র 11টি গোল করেছেন । লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের কাছে হেরেছে দল ৷ অন্যদিকে, ব্যালন ডি'অরের মনোনয়নের জন্য বিচার্য পারফর্ম্যান্সের সময়কালে কোপা বা লা ফাইনালিসিমা পড়ছে না ৷ ফলে নাম 'কাটা' গিয়েছে মেসির ৷ অন্যদিকে ম্যাঞ্চেস্টারের সাদা-কালো পারফর্ম্যান্সেও উজ্জ্বল রোনাল্ডো ৷ দলকে একার হাতে ম্যাচ জিতিয়েছেন । তাঁর পা থেকে মরশুমে গোল এসেছে 24টি ৷ যদিও সেই নৈপুণ্য কোনওভাবেই প্রথম তিনে আসার মতো নয়