ETV Bharat / sports

ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচের তকমা পেলেন গুয়ার্দিওলা - FIFA Best Mens Player

Lionel Messi Becomes FIFA Best Men's Player: আরও একটি খেতাব লিওনেল মেসির নামে ৷ টানটান লড়াইয়ে এরলিন হ্যালান্ডকে পরাস্ত করে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিও ৷ বর্ষসেরার ভোটিংয়ে দুই তারকাই 48 পয়েন্ট পেয়েছিলেন ৷ পরে টাইব্রেকারে বর্ষসেরা ঘোষিত হয় ৷

Image Courtesy: FIFA X
Image Courtesy: FIFA X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:15 AM IST

Updated : Jan 16, 2024, 10:24 AM IST

লন্ডন, 16 জানুয়ারি: ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব এবার লিওনেল মেসির নামে ৷ এ নিয়ে তৃতীয়বার এই খেতাব নিজের নামে করলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ তবে, তৃতীয়বারের বর্ষসেরার খেতাব জয় অতটাও সহজে আসেনি ৷ এর জন্য সেয়ানে-সেয়ানে লড়াই হয়েছে নরওয়ের তথা ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার এরলিন হ্যালান্ডের সঙ্গে ৷ ভোটিংয়ে দুই তারকাই 48 পয়েন্ট পেয়েছিলেন ৷ শেষে টাইব্রেকারে সকল জাতীয় দলের অধিনায়করা ভোট দেন ৷ সেখানে মেসি 107-64 পয়েন্ট পেয়ে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ৷

জাতীয় দলের অধিনায়কদের ভোটিংয়ে সর্বাধিক একজন 5 পয়েন্ট দিতে পারতেন ৷ সেই নিরিখে মেসি টাইব্রেকারে 107 পয়েন্ট পান ৷ সেখানে 64 পয়েন্ট পান এরলিন হ্যালান্ড ৷ এ দিন ট্রফি হাতে মেসি সকল জাতীয় দলের অধিনায়কদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে সমর্থন করার জন্য ৷ উল্লেখ্য, ফিফার বর্ষসেরা ফুটবলার, কোচ, গোলকিপার-সহ অন্যান্য পুরস্কারের ভোটিংয়ের দায়িত্বে থাকে একটি গ্লোবাল প্যানেল ৷ যেখানে জাতীয় দলের কোচ, অধিনায়ক, বাছাই করা সাংবাদিক এবং নির্দিষ্ট সংখ্যক অনুরাগী ৷

তবে, ফিফার বর্ষসেরা পুরস্কারের এই অনুষ্ঠানে কোনও ফুটবলারই উপস্থিত ছিলেন না ৷ তৃতীয় ফাইনালিস্ট কিলিয়ান এমবাপে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলো থিয়েটারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি ৷ এ দিন মেসির হয়ে থিয়েরি অঁরি বর্ষসেরার ট্রফি গ্রহণ করেন ৷ তিনি এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বেও ছিলেন ৷ ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন পেপ গুয়ার্দিওলা, দল হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলের মহিলা ফুটবলার মারতা ৷

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন গুইলহার্মে মাদ্রুগা ও ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন এডারসন ৷ ফিফা বর্ষসেরা মহিলা গোলকিপারের খেতাব জিতেছেন ইংল্যান্ডের ম্যারি এরাপস ৷ ফিফা বর্ষসেরা মহিলা কোচ সারিনা উইগম্যান ৷ আর ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের খেতাব জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি ৷

আরও পড়ুন:

  1. ভিনির হ্যাটট্রিকে পরাস্ত কাতালানরা, স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল
  2. কিউয়িদের হারিয়ে অলিম্পিক্সে যাওয়ার আশা বেঁচে রইল মহিলা হকি দলের
  3. ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়

লন্ডন, 16 জানুয়ারি: ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব এবার লিওনেল মেসির নামে ৷ এ নিয়ে তৃতীয়বার এই খেতাব নিজের নামে করলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ তবে, তৃতীয়বারের বর্ষসেরার খেতাব জয় অতটাও সহজে আসেনি ৷ এর জন্য সেয়ানে-সেয়ানে লড়াই হয়েছে নরওয়ের তথা ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার এরলিন হ্যালান্ডের সঙ্গে ৷ ভোটিংয়ে দুই তারকাই 48 পয়েন্ট পেয়েছিলেন ৷ শেষে টাইব্রেকারে সকল জাতীয় দলের অধিনায়করা ভোট দেন ৷ সেখানে মেসি 107-64 পয়েন্ট পেয়ে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ৷

জাতীয় দলের অধিনায়কদের ভোটিংয়ে সর্বাধিক একজন 5 পয়েন্ট দিতে পারতেন ৷ সেই নিরিখে মেসি টাইব্রেকারে 107 পয়েন্ট পান ৷ সেখানে 64 পয়েন্ট পান এরলিন হ্যালান্ড ৷ এ দিন ট্রফি হাতে মেসি সকল জাতীয় দলের অধিনায়কদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে সমর্থন করার জন্য ৷ উল্লেখ্য, ফিফার বর্ষসেরা ফুটবলার, কোচ, গোলকিপার-সহ অন্যান্য পুরস্কারের ভোটিংয়ের দায়িত্বে থাকে একটি গ্লোবাল প্যানেল ৷ যেখানে জাতীয় দলের কোচ, অধিনায়ক, বাছাই করা সাংবাদিক এবং নির্দিষ্ট সংখ্যক অনুরাগী ৷

তবে, ফিফার বর্ষসেরা পুরস্কারের এই অনুষ্ঠানে কোনও ফুটবলারই উপস্থিত ছিলেন না ৷ তৃতীয় ফাইনালিস্ট কিলিয়ান এমবাপে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলো থিয়েটারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি ৷ এ দিন মেসির হয়ে থিয়েরি অঁরি বর্ষসেরার ট্রফি গ্রহণ করেন ৷ তিনি এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বেও ছিলেন ৷ ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন পেপ গুয়ার্দিওলা, দল হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলের মহিলা ফুটবলার মারতা ৷

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন গুইলহার্মে মাদ্রুগা ও ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন এডারসন ৷ ফিফা বর্ষসেরা মহিলা গোলকিপারের খেতাব জিতেছেন ইংল্যান্ডের ম্যারি এরাপস ৷ ফিফা বর্ষসেরা মহিলা কোচ সারিনা উইগম্যান ৷ আর ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের খেতাব জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি ৷

আরও পড়ুন:

  1. ভিনির হ্যাটট্রিকে পরাস্ত কাতালানরা, স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল
  2. কিউয়িদের হারিয়ে অলিম্পিক্সে যাওয়ার আশা বেঁচে রইল মহিলা হকি দলের
  3. ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়
Last Updated : Jan 16, 2024, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.