ETV Bharat / sports

Mohun Bagan Day: 'আটাত্তরের বড় ম্যাচে ব্যাকভলিতে করা গোলটাই সেরা', মোহনবাগান রত্ন হাতে জানালেন শ্যাম থাপা

আটাত্তরের গোলটাই তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল ৷ মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হাতে জানালেন কিংবদন্তি শ্যাম থাপা (Legendary Shyam Thapa receives Mohun Bagan Ratna on Mohun Bagan Day)।

Mohun Bagan Day
মোহনবাগান রত্ন হাতে শ্যাম থাপা
author img

By

Published : Jul 29, 2022, 10:41 PM IST

কলকাতা, 29 জুলাই: "78-এর গোলটাই আমার জীবন বদলে দিল।" মোহনবাগান দিবসে সবুজ-মেরুন তাঁবুতে দাঁড়িয়ে মোহনবাগান রত্ন পুরস্কার পাওয়ার পর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে সেই বিখ্যাত গোলকেই বেছে নিলেন শ্যাম থাপা (Legendary Shyam Thapa receives Mohun Bagan Ratna on Mohun Bagan Day)। মোহনবাগান দিবসের দিনই সকালে আসন্ন মরশুমের জন্য অনুশীলন শুরু করল এটিকে মোহনবাগান। তারপর থেকেই শুরু হল অনুষ্ঠানের তোড়জোড়।

'মোহনবাগান রত্ন' শ্যাম থাপা তাঁবুতে আসেন যদিও বিকেলের দিকে। বাগানে যোগ দেওয়া নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ফুটবলার বলেন, ''আমি যখন মোহনবাগানে আসি তখন বিরাট প্রত্যাশার চাপ ছিল আমার উপর। সকলেই মনে করেছিল আমি ভালো খেলব।'' আর ব্যাকভলিতে করা গোল প্রসঙ্গে শ্যাম থাপা বলেন, ''1978 ওই গোলটা ছিল বড় ম্যাচে। ওই গোলের জন্যই আমরা জিতি। আমাদের সময় ডুরান্ড, রোভার্স, ডিসিএম-সহ অনেক টুর্নামেন্ট হত। তবে মানুষ কিন্তু আমার ব্যাকভলিতে করা গোলটাই মনে রেখেছে। তাই ওটাই আমার জীবনের সেরা ম্যাচ।'' স্বভাবতই মোহনবাগান রত্ন পেয়ে দারুণ খুশি শ্যাম থাপা।

মোহনবাগান রত্ন হাতে নিয়ে শ্যাম থাপা বলেন, ''খুব ভাল লাগছে। খেলোয়াড় হিসেবে এই সম্মান পাওয়া একটা বিরাট ব্যাপার আমার কাছে। ফুটবলার হিসেবে এটা সেরা পাওনা। প্রচুর মোহনবাগান সমর্থক গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।''এদিন শ্যাম থাপার হাতে মোহনবাগান রত্ন তুলে দেন সচিব দেবাশিস দত্ত। ক্লাব সভাপতি টুটু বসু প্রথম থেকেই স্বকীয় মেজাজে ছিলেন। এছাড়াও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন মঞ্চে।

Mohun Bagan Day
মোহনবাগান দিবসে লিস্টন কোলাসো

আরও পড়ুন: কার্ডিয়োলজি বিভাগে স্থানান্তরিত করা হল সমর বন্দ্যোপাধ্যায়কে

ছিলেন প্রাক্তন ফুটবলার এবং অতীতের মোহনবাগান রত্ন প্রদীপ চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার অরুণ লালও। বর্ষসেরা স্ট্রাইকার ও ফুটবলারের পুরস্কার যথাক্রমে সুভাষ ভৌমিক মেমোরিয়াল ট্রফি, শিবদাস ভাদুড়ী মেমোরিয়াল ট্রফি পেলেন এটিকে মোহনবাগানের দুই ফুটবলার কিয়ান নাসিরি এবং লিস্টন কোলাসো। বর্ষসেরা ক্রিকেটার অরুণ লাল অ্যাওয়ার্ড পেলেন পৃনান দত্ত। বর্ষসেরা অ্যাথলিটের সম্মান প্রণব বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন বাপি সেন। সেরা প্রশাসক অঞ্জন মিত্র স্মৃতি সম্মান উঠল কেরালার গোকুলাম এফসির কর্তা ভি সি প্রবীণের হাতে। জীবনকৃতি সম্মান উঠল প্রাক্তন গোলরক্ষক বলাই দে-র হাতে।

করোনার বিধিনিষেধ সরিয়ে দু'বছর পর ফের মোহনবাগান দিবস ঘিরে এদিন সকাল থেকেই সাজো-সাজো রব। সকাল থেকে গোষ্ঠ পালের মুর্তিতে মাল্যদান, পতাকা উত্তোলন, প্রাক্তন ফুটবলারদের ম্যাচ সবই হল আগের মতোই। প্রাক্তনদের খেলায় গোল করে নায়ক দীপেন্দু বিশ্বাস। সন্ধ্যায় পৌষালি বন্দ্যোপাধ্যায়ের লোকসঙ্গীতে অনুষ্ঠান এবং শেষে চন্দ্রবিন্দুর গানে সমাপ্তি অনুষ্ঠান। মাঝে হাজার তারার ঝলমল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

কলকাতা, 29 জুলাই: "78-এর গোলটাই আমার জীবন বদলে দিল।" মোহনবাগান দিবসে সবুজ-মেরুন তাঁবুতে দাঁড়িয়ে মোহনবাগান রত্ন পুরস্কার পাওয়ার পর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে সেই বিখ্যাত গোলকেই বেছে নিলেন শ্যাম থাপা (Legendary Shyam Thapa receives Mohun Bagan Ratna on Mohun Bagan Day)। মোহনবাগান দিবসের দিনই সকালে আসন্ন মরশুমের জন্য অনুশীলন শুরু করল এটিকে মোহনবাগান। তারপর থেকেই শুরু হল অনুষ্ঠানের তোড়জোড়।

'মোহনবাগান রত্ন' শ্যাম থাপা তাঁবুতে আসেন যদিও বিকেলের দিকে। বাগানে যোগ দেওয়া নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ফুটবলার বলেন, ''আমি যখন মোহনবাগানে আসি তখন বিরাট প্রত্যাশার চাপ ছিল আমার উপর। সকলেই মনে করেছিল আমি ভালো খেলব।'' আর ব্যাকভলিতে করা গোল প্রসঙ্গে শ্যাম থাপা বলেন, ''1978 ওই গোলটা ছিল বড় ম্যাচে। ওই গোলের জন্যই আমরা জিতি। আমাদের সময় ডুরান্ড, রোভার্স, ডিসিএম-সহ অনেক টুর্নামেন্ট হত। তবে মানুষ কিন্তু আমার ব্যাকভলিতে করা গোলটাই মনে রেখেছে। তাই ওটাই আমার জীবনের সেরা ম্যাচ।'' স্বভাবতই মোহনবাগান রত্ন পেয়ে দারুণ খুশি শ্যাম থাপা।

মোহনবাগান রত্ন হাতে নিয়ে শ্যাম থাপা বলেন, ''খুব ভাল লাগছে। খেলোয়াড় হিসেবে এই সম্মান পাওয়া একটা বিরাট ব্যাপার আমার কাছে। ফুটবলার হিসেবে এটা সেরা পাওনা। প্রচুর মোহনবাগান সমর্থক গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।''এদিন শ্যাম থাপার হাতে মোহনবাগান রত্ন তুলে দেন সচিব দেবাশিস দত্ত। ক্লাব সভাপতি টুটু বসু প্রথম থেকেই স্বকীয় মেজাজে ছিলেন। এছাড়াও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন মঞ্চে।

Mohun Bagan Day
মোহনবাগান দিবসে লিস্টন কোলাসো

আরও পড়ুন: কার্ডিয়োলজি বিভাগে স্থানান্তরিত করা হল সমর বন্দ্যোপাধ্যায়কে

ছিলেন প্রাক্তন ফুটবলার এবং অতীতের মোহনবাগান রত্ন প্রদীপ চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার অরুণ লালও। বর্ষসেরা স্ট্রাইকার ও ফুটবলারের পুরস্কার যথাক্রমে সুভাষ ভৌমিক মেমোরিয়াল ট্রফি, শিবদাস ভাদুড়ী মেমোরিয়াল ট্রফি পেলেন এটিকে মোহনবাগানের দুই ফুটবলার কিয়ান নাসিরি এবং লিস্টন কোলাসো। বর্ষসেরা ক্রিকেটার অরুণ লাল অ্যাওয়ার্ড পেলেন পৃনান দত্ত। বর্ষসেরা অ্যাথলিটের সম্মান প্রণব বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন বাপি সেন। সেরা প্রশাসক অঞ্জন মিত্র স্মৃতি সম্মান উঠল কেরালার গোকুলাম এফসির কর্তা ভি সি প্রবীণের হাতে। জীবনকৃতি সম্মান উঠল প্রাক্তন গোলরক্ষক বলাই দে-র হাতে।

করোনার বিধিনিষেধ সরিয়ে দু'বছর পর ফের মোহনবাগান দিবস ঘিরে এদিন সকাল থেকেই সাজো-সাজো রব। সকাল থেকে গোষ্ঠ পালের মুর্তিতে মাল্যদান, পতাকা উত্তোলন, প্রাক্তন ফুটবলারদের ম্যাচ সবই হল আগের মতোই। প্রাক্তনদের খেলায় গোল করে নায়ক দীপেন্দু বিশ্বাস। সন্ধ্যায় পৌষালি বন্দ্যোপাধ্যায়ের লোকসঙ্গীতে অনুষ্ঠান এবং শেষে চন্দ্রবিন্দুর গানে সমাপ্তি অনুষ্ঠান। মাঝে হাজার তারার ঝলমল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.