ETV Bharat / sports

German Open final : ফাইনালে 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

স্ট্রেট গেমে (15-21, 18-21) হেরে জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বের 12 নম্বর শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen loses in Final of German Open Super 300) ৷

German Open Super 300 final
রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে
author img

By

Published : Mar 14, 2022, 7:39 AM IST

মিউনিখ, 14 মার্চ : টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী এবং টুর্নামেন্টের প্রথম বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন । শেষ পর্যন্ত তাইল্যান্ডের উদীয়মান তারকা কুনলাভুত ভিতিদসর্নের কাছে ফাইনালে স্ট্রেট গেমে হেরে সোনা হাতছাড়া হল লক্ষ্য সেনের । বিশ্বের কুড়ি নম্বর শাটলারের কাছে 15-21, 18-21 গেমে হেরে জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় তারকাকে (Lakshya Sen loses in Final of German Open Super 300) ৷

গত বছর হাইলো ওপেনে শেষবার মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য-ভিতিদসর্ন । কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে শেষ হাসি হেসেছিলেন বিশ্বের 12 নম্বর লক্ষ্য সেন । ছ'বারের মুখোমুখি সাক্ষাতে এর আগে দু'জনের ঝুলিতেই ছিল তিনটি করে জয় । লক্ষ্যভেদ করে এদিন নামের পাশে জয়ের সংখ্যা বাড়িয়ে নিলেন তাই শাটলার ।

Lakshya Sen
স্ট্রেট গেমে হেরে গেলেন লক্ষ্য সেন

আরও পড়ুন : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

প্রথম গেমে একসময় 11-6 ব্যবধানে এগিয়ে যান ভিতিদসর্ন । তারপরেই খেলার গতি বাড়িয়ে (15-16) ব্যবধান কমিয়ে গেমের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী লক্ষ্য । কিন্তু এর পর পায়ে ফোস্কা পড়ায় দু'বার খেলা থামিয়ে ডাক্তারের সাহায্য নেন ভারতীয় শাটলার । মনোসংযোগে ব্যঘাত ঘটায় প্রথম গেম হাতছাড়া হয় লক্ষ্যের ৷ দ্বিতীয় গেমেও পিছিয়ে পড়ে একসময় পরপর চার পয়েন্ট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু ফের বাধা হয়ে দাঁড়ায় পায়ের চোট । তারপর আর ম্যাচে ফিরতে পারেননি লক্ষ্য । মাত্র 57 মিনিটে ম্যাচ হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতীয় শাটলারের ।

মিউনিখ, 14 মার্চ : টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী এবং টুর্নামেন্টের প্রথম বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন । শেষ পর্যন্ত তাইল্যান্ডের উদীয়মান তারকা কুনলাভুত ভিতিদসর্নের কাছে ফাইনালে স্ট্রেট গেমে হেরে সোনা হাতছাড়া হল লক্ষ্য সেনের । বিশ্বের কুড়ি নম্বর শাটলারের কাছে 15-21, 18-21 গেমে হেরে জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় তারকাকে (Lakshya Sen loses in Final of German Open Super 300) ৷

গত বছর হাইলো ওপেনে শেষবার মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য-ভিতিদসর্ন । কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে শেষ হাসি হেসেছিলেন বিশ্বের 12 নম্বর লক্ষ্য সেন । ছ'বারের মুখোমুখি সাক্ষাতে এর আগে দু'জনের ঝুলিতেই ছিল তিনটি করে জয় । লক্ষ্যভেদ করে এদিন নামের পাশে জয়ের সংখ্যা বাড়িয়ে নিলেন তাই শাটলার ।

Lakshya Sen
স্ট্রেট গেমে হেরে গেলেন লক্ষ্য সেন

আরও পড়ুন : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

প্রথম গেমে একসময় 11-6 ব্যবধানে এগিয়ে যান ভিতিদসর্ন । তারপরেই খেলার গতি বাড়িয়ে (15-16) ব্যবধান কমিয়ে গেমের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী লক্ষ্য । কিন্তু এর পর পায়ে ফোস্কা পড়ায় দু'বার খেলা থামিয়ে ডাক্তারের সাহায্য নেন ভারতীয় শাটলার । মনোসংযোগে ব্যঘাত ঘটায় প্রথম গেম হাতছাড়া হয় লক্ষ্যের ৷ দ্বিতীয় গেমেও পিছিয়ে পড়ে একসময় পরপর চার পয়েন্ট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু ফের বাধা হয়ে দাঁড়ায় পায়ের চোট । তারপর আর ম্যাচে ফিরতে পারেননি লক্ষ্য । মাত্র 57 মিনিটে ম্যাচ হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতীয় শাটলারের ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.