ETV Bharat / sports

Koustav Chatterjee: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ - Chess

ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা । নয়াদিল্লিতে অনুষ্ঠিত 59তম জাতীয় দাবা প্রতিযোগিতায় এই তাজ মাথায় পড়লেন কৌস্তভ চট্টোপাধ্যায় (Koustav Chatterjee becomes Indias 78th Grandmaster)। দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন তিনি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 7:32 AM IST

কলকাতা, 2 জানুয়ারি: দাবার হাত ধরে বছরের শুরুতেই সুখবর এল বাংলার ক্রীড়া মহলে। গ্র্যান্ডমাস্টার হলেন 19 বছরের বাঙালি দাবাড়ু কৌস্তভ চট্টোপাধ্যায় (Koustav Chatterjee) । তরুণ দাবাড়ুর গ্র্যান্ডমাস্টার হওয়ার খবরে খুশির হাওয়া বাংলার দাবায় (Koustav Chatterjee becomes Indias 78th Grandmaster) ।

তিনি দেশের 78তম এবং বাংলার দশম গ্র্যান্ডমাস্টার । এর আগে 2019 সালে তিনি ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছিলেন । কোনও প্রশিক্ষক ছাড়াই এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি । 2021 সালের অক্টোবরে বাংলাদেশের প্রতিযোগিতায় কৌস্তভ তাঁর প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পান । দ্বিতীয় নর্ম আসে গত নভেম্বরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ।

তাঁর গ্র্যান্ডমাস্টার হওয়ার সঙ্গে জড়িয়ে গেল বাংলার আরেক তারকা দাবাড়ু মিত্রাভ গুহর (GM Mitrabha Guha) নাম । গত শনিবার দিল্লিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার মিত্রাভর সঙ্গে কৌস্তভের খেলা ছিল । সেই খেলায় ড্র করার পরই কৌস্তভ তাঁর তৃতীয় নর্ম পেয়ে যান । এর আগে অগস্টেই তিনি ফিডে রেটিংয়ে 2500-এর গণ্ডি পার হয়ে গিয়েছিলেন । আপাতত অভিজিৎ গুপ্তের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছেন কৌস্তভ । 10 রাউন্ডে তাঁর সংগ্রহ 8 পয়েন্ট ।

  • 19-year-old Koustav Chatterjee becomes India's 78th Grandmaster

    Kolkata and West Bengal got its 10th Grandmaster in the form of Koustav on the last day of 2022 at MPL 59th National Senior Chess Championship
    ➡️https://t.co/IKvYGrKp5C

    Congratulations to Koustav and his family🎉👏 pic.twitter.com/bR5pP7VqD4

    — ChessBase India (@ChessbaseIndia) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফিডের নিষেধাজ্ঞা, দাবা অলিম্পিয়াডে নেই কাসপারভ-কারপভের দেশ

কৌস্তভের গ্র্যান্ডমাস্টার হওয়ার খবরে খুশি দীব্যেন্দু বড়ুয়া (GM Dibyendu Barua)। বাংলার এই প্রথম গ্র্যান্ডমাস্টার বলেন, “মিত্রাভর পরে কৌস্তভ, বাংলায় গ্র্যান্ডমাস্টারের সংখ্যা বাড়ছে । দাবা খেলার জনপ্রিয়তাও বাড়ছে । প্রচুর শিক্ষার্থী আসছে এই খেলায় । আগামী দিনে গ্র্যান্ডমাস্টারের সংখ্যাটা বাড়বে, সে বিষয়ে আমি আশাবাদী ।”

আরও পড়ুন: তোলপাড় ফুটবল দুনিয়া, দাবা যুদ্ধে মুখোমুখি মেসি রোনাল্ডো !

দীব্যেন্দু বড়ুয়া পরবর্তী সময়ে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, সন্দীপন চন্দ, নীলোৎপল দাস, দীপ্তায়ন ঘোষ, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায়চৌধুরী, সপ্তর্ষি রায়, মিত্রাভ গুহরা গ্র্যান্ডমাস্টার হয়েছেন । সেই তালিকাতেই এবার যোগ হল কৌস্তভের নাম । চৌষট্টি খোপের প্রাক্তনীরা বলছেন, কোনও সন্দেহ নেই কলকাতা ক্রমেই দেশের দাবার অন্যতম পাওয়ার হাউজ হয়ে উঠছে । দাবা নিয়ে বাড়ছে উৎসাহ । প্রতিযোগিতার সংখ্যাও বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগীর সংখ্যা, মান । যার ফলে মিত্রাভ, কৌস্তভের মত দাবাড়ুরা দাবার সর্বোচ্চ নর্ম পাওয়ার স্বপ্ন দেখছেন । মাত্র কয়েকদিন আগে একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে বিশ্বনাথন আনন্দও জানিয়েছিলেন সামগ্রিকভাবে দাবায় ভারতের সম্ভবনা যথেষ্ট উজ্জ্বল ।

কলকাতা, 2 জানুয়ারি: দাবার হাত ধরে বছরের শুরুতেই সুখবর এল বাংলার ক্রীড়া মহলে। গ্র্যান্ডমাস্টার হলেন 19 বছরের বাঙালি দাবাড়ু কৌস্তভ চট্টোপাধ্যায় (Koustav Chatterjee) । তরুণ দাবাড়ুর গ্র্যান্ডমাস্টার হওয়ার খবরে খুশির হাওয়া বাংলার দাবায় (Koustav Chatterjee becomes Indias 78th Grandmaster) ।

তিনি দেশের 78তম এবং বাংলার দশম গ্র্যান্ডমাস্টার । এর আগে 2019 সালে তিনি ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছিলেন । কোনও প্রশিক্ষক ছাড়াই এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি । 2021 সালের অক্টোবরে বাংলাদেশের প্রতিযোগিতায় কৌস্তভ তাঁর প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পান । দ্বিতীয় নর্ম আসে গত নভেম্বরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ।

তাঁর গ্র্যান্ডমাস্টার হওয়ার সঙ্গে জড়িয়ে গেল বাংলার আরেক তারকা দাবাড়ু মিত্রাভ গুহর (GM Mitrabha Guha) নাম । গত শনিবার দিল্লিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার মিত্রাভর সঙ্গে কৌস্তভের খেলা ছিল । সেই খেলায় ড্র করার পরই কৌস্তভ তাঁর তৃতীয় নর্ম পেয়ে যান । এর আগে অগস্টেই তিনি ফিডে রেটিংয়ে 2500-এর গণ্ডি পার হয়ে গিয়েছিলেন । আপাতত অভিজিৎ গুপ্তের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছেন কৌস্তভ । 10 রাউন্ডে তাঁর সংগ্রহ 8 পয়েন্ট ।

  • 19-year-old Koustav Chatterjee becomes India's 78th Grandmaster

    Kolkata and West Bengal got its 10th Grandmaster in the form of Koustav on the last day of 2022 at MPL 59th National Senior Chess Championship
    ➡️https://t.co/IKvYGrKp5C

    Congratulations to Koustav and his family🎉👏 pic.twitter.com/bR5pP7VqD4

    — ChessBase India (@ChessbaseIndia) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফিডের নিষেধাজ্ঞা, দাবা অলিম্পিয়াডে নেই কাসপারভ-কারপভের দেশ

কৌস্তভের গ্র্যান্ডমাস্টার হওয়ার খবরে খুশি দীব্যেন্দু বড়ুয়া (GM Dibyendu Barua)। বাংলার এই প্রথম গ্র্যান্ডমাস্টার বলেন, “মিত্রাভর পরে কৌস্তভ, বাংলায় গ্র্যান্ডমাস্টারের সংখ্যা বাড়ছে । দাবা খেলার জনপ্রিয়তাও বাড়ছে । প্রচুর শিক্ষার্থী আসছে এই খেলায় । আগামী দিনে গ্র্যান্ডমাস্টারের সংখ্যাটা বাড়বে, সে বিষয়ে আমি আশাবাদী ।”

আরও পড়ুন: তোলপাড় ফুটবল দুনিয়া, দাবা যুদ্ধে মুখোমুখি মেসি রোনাল্ডো !

দীব্যেন্দু বড়ুয়া পরবর্তী সময়ে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, সন্দীপন চন্দ, নীলোৎপল দাস, দীপ্তায়ন ঘোষ, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায়চৌধুরী, সপ্তর্ষি রায়, মিত্রাভ গুহরা গ্র্যান্ডমাস্টার হয়েছেন । সেই তালিকাতেই এবার যোগ হল কৌস্তভের নাম । চৌষট্টি খোপের প্রাক্তনীরা বলছেন, কোনও সন্দেহ নেই কলকাতা ক্রমেই দেশের দাবার অন্যতম পাওয়ার হাউজ হয়ে উঠছে । দাবা নিয়ে বাড়ছে উৎসাহ । প্রতিযোগিতার সংখ্যাও বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগীর সংখ্যা, মান । যার ফলে মিত্রাভ, কৌস্তভের মত দাবাড়ুরা দাবার সর্বোচ্চ নর্ম পাওয়ার স্বপ্ন দেখছেন । মাত্র কয়েকদিন আগে একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে বিশ্বনাথন আনন্দও জানিয়েছিলেন সামগ্রিকভাবে দাবায় ভারতের সম্ভবনা যথেষ্ট উজ্জ্বল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.