ETV Bharat / sports

Pele in Kolkata: ইডেনে আলপনা আঁকবেন পেলে ! ফুটবল ঈশ্বরকে দেখতে সেদিন 30 টাকার টিকিট বিকিয়েছিল 500 টাকায় - Mohun Bagan

1977 কসমসে তখন আক্ষরিক অর্থেই চাঁদের হাট । কিন্তু খুব স্বাভাবিকভাবেই যাবতীয় আলো কেড়ে নিয়েছিলেন কালো হীরে, পেলে (Pele Played against Mohun Bagan)। ফলে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । ত্রিশ টাকার টিকিট সেদিন বিক্রি হয়েছিল পাঁচশো টাকাতেও ।

Etv Bharat
ত্রিশ টাকার টিকিট সেদিন বিক্রি হয়েছিল পাঁচশো টাকাতেও
author img

By

Published : Dec 30, 2022, 10:16 PM IST

Updated : Dec 30, 2022, 10:44 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: তারকাখচিত দল নিয়েও ইস্টবেঙ্গলের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল মোহনবাগান ৷ গঙ্গাপাড়ের ক্লাবে সেদিন হতাশার সুর । খেলা হয়েছিল মোহনবাগানের মাঠেই । ফলে কার্যত শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করেছিল ক্লাব তাঁবুকে । মোহনবাগান সচিব ধীরেন দে'ও সমান মরমে মরেছিলেন সেদিন (Pele Played against Mohun Bagan)।

দল মাঠে নামার আগে ভেবেছিলেন, ডার্বি জিতলে উপহারস্বরূপ একটা সুখবর দেবেন । কিন্তু দলের হতাশা দেখে ফুটবলারদের চাঙ্গা করতে সেই সুখবরটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন তিনি । ঘোষণা করলেন, মোহনবাগানের আমন্ত্রণে কসমসের হয়ে কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন পেলে । কসমসের বিপক্ষে খেলবে মোহনবাগান । ওমনি উল্লাসে ফেটে পড়লেন মহম্মদ হাবিব, সুভাষ, সুব্রত, গৌতম সরকাররা । তাঁদের ফুটবল কেরিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কসমসের বিপক্ষে মাঠে নামা । কার্লোস আলবোর্তো, ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার, জুয়ান কান্তিলিয়া, জর্জিয়ো চিনাগলিয়া এবং সর্বোপরি পেলে । 1977-এর কসমসে তখন আক্ষরিক অর্থেই চাঁদের হাট (Mohun Bagan vs Cosmos) ।

শুরু হল প্রতীক্ষায় দিন গোনা । শুরু হল ফুটবলের সম্রাটকে ঘিরে সংবাদপত্রে লেখালিখি । এই ঘোষণার ঠিক তিন মাস পর কলকাতায় খেলতে এসেছিলেন পেলে । হাতের নাগালে স্বপ্নালোকের নায়ককে পাওয়ার আনন্দ ধরে রাখতে পারেনি কলকাতাবাসী । এয়ারপোর্ট থেকে ইডেন, জনজোয়ারে ভেসেছিল কলকাতা । স্বভাবতই খেলার টিকিট বিক্রি সামলেছিল মোহনবাগান ক্লাব ।

Pele in Kolkata
30 টাকার টিকিট বিকিয়েছিল 500 টাকায়

আরও পড়ুন: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ

সেই ঘটনারই স্মৃতিচারণা করলেন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা ফুটবল ভাষ্যকার বিপ্লব দাশগুপ্ত । তাঁর কাছ থেকেই জানা গেল, সেই সময় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি হত 3 টাকায় । সেখানে 1977 সালের 24 সেপ্টেম্বর পেলের ম্যাচের টিকিটের দাম ছিল 30 টাকা । সেদিন টিকিটের এমন আকাল ছিল যে অনেকেই টিকিট না-পেয়ে দাঁড়িয়েছিলেন মাঠের বাইরে, একবার পেলেকে দেখবেন বলে । 30 টাকার টিকিট ব্ল্যাক হয়েছিল 200, 300 এমনকী 500 টাকায় । একটা সময় ব্ল্যাকারদের কাছেও টিকিট ফুরিয়ে গিয়েছিল, তাও চাহিদা ফুরোয়নি । দেশের বিভিন্ন রাজ্য এমনকী বিদেশ থেকে আগত মানুষের সংখ্যাই বেশি, যাঁরা চড়া দামে সেদিন টিকিট কিনেছিলেন ।

আরও পড়ুন: প্রয়াত ফুটবলের সম্রাট, মন ভার রাজনীতির খেলোয়াড়দেরও

বলাই বাহুল্য, সেদিনের 30 টাকার টিকিট আজকের মূল্যে অনেকটাই । এতটাই ফুটবল, সর্বোপরি পেলের প্রতি মানুষের উন্মাদনা সেদিন ছিল যে 200, 300 এমনকী 500 টাকার বিনিময়ে টিকিট কাটতেও হাত কাঁপেনি অনেকের । চিরঘুমে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট। শোকস্তব্ধ গোটা বিশ্ব ।

কলকাতা, 30 ডিসেম্বর: তারকাখচিত দল নিয়েও ইস্টবেঙ্গলের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল মোহনবাগান ৷ গঙ্গাপাড়ের ক্লাবে সেদিন হতাশার সুর । খেলা হয়েছিল মোহনবাগানের মাঠেই । ফলে কার্যত শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করেছিল ক্লাব তাঁবুকে । মোহনবাগান সচিব ধীরেন দে'ও সমান মরমে মরেছিলেন সেদিন (Pele Played against Mohun Bagan)।

দল মাঠে নামার আগে ভেবেছিলেন, ডার্বি জিতলে উপহারস্বরূপ একটা সুখবর দেবেন । কিন্তু দলের হতাশা দেখে ফুটবলারদের চাঙ্গা করতে সেই সুখবরটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন তিনি । ঘোষণা করলেন, মোহনবাগানের আমন্ত্রণে কসমসের হয়ে কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন পেলে । কসমসের বিপক্ষে খেলবে মোহনবাগান । ওমনি উল্লাসে ফেটে পড়লেন মহম্মদ হাবিব, সুভাষ, সুব্রত, গৌতম সরকাররা । তাঁদের ফুটবল কেরিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কসমসের বিপক্ষে মাঠে নামা । কার্লোস আলবোর্তো, ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার, জুয়ান কান্তিলিয়া, জর্জিয়ো চিনাগলিয়া এবং সর্বোপরি পেলে । 1977-এর কসমসে তখন আক্ষরিক অর্থেই চাঁদের হাট (Mohun Bagan vs Cosmos) ।

শুরু হল প্রতীক্ষায় দিন গোনা । শুরু হল ফুটবলের সম্রাটকে ঘিরে সংবাদপত্রে লেখালিখি । এই ঘোষণার ঠিক তিন মাস পর কলকাতায় খেলতে এসেছিলেন পেলে । হাতের নাগালে স্বপ্নালোকের নায়ককে পাওয়ার আনন্দ ধরে রাখতে পারেনি কলকাতাবাসী । এয়ারপোর্ট থেকে ইডেন, জনজোয়ারে ভেসেছিল কলকাতা । স্বভাবতই খেলার টিকিট বিক্রি সামলেছিল মোহনবাগান ক্লাব ।

Pele in Kolkata
30 টাকার টিকিট বিকিয়েছিল 500 টাকায়

আরও পড়ুন: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ

সেই ঘটনারই স্মৃতিচারণা করলেন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা ফুটবল ভাষ্যকার বিপ্লব দাশগুপ্ত । তাঁর কাছ থেকেই জানা গেল, সেই সময় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি হত 3 টাকায় । সেখানে 1977 সালের 24 সেপ্টেম্বর পেলের ম্যাচের টিকিটের দাম ছিল 30 টাকা । সেদিন টিকিটের এমন আকাল ছিল যে অনেকেই টিকিট না-পেয়ে দাঁড়িয়েছিলেন মাঠের বাইরে, একবার পেলেকে দেখবেন বলে । 30 টাকার টিকিট ব্ল্যাক হয়েছিল 200, 300 এমনকী 500 টাকায় । একটা সময় ব্ল্যাকারদের কাছেও টিকিট ফুরিয়ে গিয়েছিল, তাও চাহিদা ফুরোয়নি । দেশের বিভিন্ন রাজ্য এমনকী বিদেশ থেকে আগত মানুষের সংখ্যাই বেশি, যাঁরা চড়া দামে সেদিন টিকিট কিনেছিলেন ।

আরও পড়ুন: প্রয়াত ফুটবলের সম্রাট, মন ভার রাজনীতির খেলোয়াড়দেরও

বলাই বাহুল্য, সেদিনের 30 টাকার টিকিট আজকের মূল্যে অনেকটাই । এতটাই ফুটবল, সর্বোপরি পেলের প্রতি মানুষের উন্মাদনা সেদিন ছিল যে 200, 300 এমনকী 500 টাকার বিনিময়ে টিকিট কাটতেও হাত কাঁপেনি অনেকের । চিরঘুমে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট। শোকস্তব্ধ গোটা বিশ্ব ।

Last Updated : Dec 30, 2022, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.