ETV Bharat / sports

Srikanth in Semis : বিশ্বের তিন নম্বরকে হারিয়ে সুইস ওপেনের শেষ চারে শ্রীকান্ত - Srikanth in Semis

শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ীর সামনে এশিয়াডে সোনাজয়ী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি (Srikanth will face Jonatan Christie in SF) ৷ ইতিমধ্যেই সুইস ওপেনের শেষ চারের টিকিট পাকা করেছেন আরও দুই ভারতীয় তারকা পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং এইচএস প্রণয় ৷

Srikanth in Swiss Open
বিশ্বের তিন নম্বরকে হারিয়ে সুইস ওপেনের শেষ চারে শ্রীকান্ত
author img

By

Published : Mar 26, 2022, 10:15 PM IST

Updated : Mar 27, 2022, 12:19 PM IST

বাসেল, 26 মার্চ : রুদ্ধশ্বাস ম্যাচে বিশ্বের তিন নম্বর এবং প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইকে হারিয়ে সুইস ওপেনের সেমিফাইনালে প্রবেশ করলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভাইরাস থেকে সেরে ওঠার পর বাসেলে দ্বিতীয় টুর্নামেন্ট খেলছেন বিশ্বের 12 নম্বর ৷ তবে চলতি সুইস ওপেনে ভাল ছন্দেই রয়েছেন ভারতীয় শাটলার ৷ কোয়ার্টার ফাইনালে তারই প্রতিচ্ছবি তুলে ধরে বিশ্বের তিন নম্বর আন্দের্স আন্তোনসেনকে 21-19, 19-21, 22-20 ব্যবধানে পরাজিত করলেন অন্ধ্রের শাটলার (Kidambi Srikanth beats world no 3 to reach into the SF of Swiss Open) ৷

শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ীর সামনে এশিয়াডে সোনাজয়ী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি (Srikanth will face Jonatan Christie in SF) ৷ ইতিমধ্যেই সুইস ওপেনের শেষ চারের টিকিট পাকা করেছেন আরও দুই ভারতীয় তারকা পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং এইচএস প্রণয় ৷ আন্তোনসেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে একসময় 9-1 এগিয়ে ছিলেন শ্রীকান্ত ৷ সেখান থেকে ড্যানিশ তারকা দুরন্ত লড়াই ছুঁড়ে দিলেও শেষ হাসি হাসেন শ্রীকান্তই ৷

আরও পড়ুন : অ্যাক্সেলসেনের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসেনি, খেতাব খুইয়ে জানালেন লক্ষ্য

দ্বিতীয় গেমে শ্রীকান্ত 9-6 এগিয়ে থেকেও অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ হন ৷ তবে তৃতীয় গেমে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে যোগ্য পাল্টা দেন দক্ষিণী শাটলার ৷ 7-13 ব্যবধানে পিছিয়ে থেকেও নির্ণায়ক গেমে বাজিমাত করেন শ্রীকান্ত ৷ একইসঙ্গে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ৷ দিনকয়েক আগে অল ইংল্যান্ড ওপেনে আন্তোনসেনকে হারিয়েছিলেন লক্ষ্য সেন ৷

বাসেল, 26 মার্চ : রুদ্ধশ্বাস ম্যাচে বিশ্বের তিন নম্বর এবং প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইকে হারিয়ে সুইস ওপেনের সেমিফাইনালে প্রবেশ করলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভাইরাস থেকে সেরে ওঠার পর বাসেলে দ্বিতীয় টুর্নামেন্ট খেলছেন বিশ্বের 12 নম্বর ৷ তবে চলতি সুইস ওপেনে ভাল ছন্দেই রয়েছেন ভারতীয় শাটলার ৷ কোয়ার্টার ফাইনালে তারই প্রতিচ্ছবি তুলে ধরে বিশ্বের তিন নম্বর আন্দের্স আন্তোনসেনকে 21-19, 19-21, 22-20 ব্যবধানে পরাজিত করলেন অন্ধ্রের শাটলার (Kidambi Srikanth beats world no 3 to reach into the SF of Swiss Open) ৷

শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ীর সামনে এশিয়াডে সোনাজয়ী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি (Srikanth will face Jonatan Christie in SF) ৷ ইতিমধ্যেই সুইস ওপেনের শেষ চারের টিকিট পাকা করেছেন আরও দুই ভারতীয় তারকা পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং এইচএস প্রণয় ৷ আন্তোনসেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে একসময় 9-1 এগিয়ে ছিলেন শ্রীকান্ত ৷ সেখান থেকে ড্যানিশ তারকা দুরন্ত লড়াই ছুঁড়ে দিলেও শেষ হাসি হাসেন শ্রীকান্তই ৷

আরও পড়ুন : অ্যাক্সেলসেনের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসেনি, খেতাব খুইয়ে জানালেন লক্ষ্য

দ্বিতীয় গেমে শ্রীকান্ত 9-6 এগিয়ে থেকেও অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ হন ৷ তবে তৃতীয় গেমে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে যোগ্য পাল্টা দেন দক্ষিণী শাটলার ৷ 7-13 ব্যবধানে পিছিয়ে থেকেও নির্ণায়ক গেমে বাজিমাত করেন শ্রীকান্ত ৷ একইসঙ্গে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ৷ দিনকয়েক আগে অল ইংল্যান্ড ওপেনে আন্তোনসেনকে হারিয়েছিলেন লক্ষ্য সেন ৷

Last Updated : Mar 27, 2022, 12:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.