ETV Bharat / sports

Khelo India in Bengal: শনি-রবিতে বাংলায় খেলো ইন্ডিয়া রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ

বঙ্গে খেলো ইন্ডিয়া (Khelo India) রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে 25 ও 26 মার্চ ৷ ইতিমধ্যেই 90 জন সাইক্লিস্ট তাতে নাম দিয়েছেন ৷

author img

By

Published : Mar 24, 2023, 8:09 PM IST

Etv Bharat
খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ

কলকাতা, 24 মার্চ: 'খেলো ইন্ডিয়া খেলো'-রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ এবার বাংলায় (Khelo India Road Cycling Championship)। আগামিকাল এবং পরশু নিউটাউনের ইকো পার্কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । কলকাতার মাটিতে প্রথমবার আধুনিক সাইকেল রেসের যাবতীয় নিয়ম মেনে এই প্রতিযোগিতা হবে । যা বাংলার সাইক্লিংয়ের পক্ষে আশার আলো । সাইক্লিং নিয়ে আগ্রহ থাকলেও পরিকাঠামোর অভাব ছিল । এই নিয়ে অভিযোগ অবশ্য পুরানো । প্রতিভাবান সাইক্লিস্টরা ব্যক্তিগত ইচ্ছেয় ভর দিয়ে জাতীয় পর্যায়ে মেলে ধরার চেষ্টা করেন নিজেদের । তাঁদের এই চেষ্টা সত্যিই প্রশংসনীয় । এবার সেই চেষ্টাকে ইতিবাচকভাবে মেলে ধরার জন্য উদ্যোগী ওয়েস্টবেঙ্গল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ।

বিষয়টি নিয়ে সংস্থার প্রেসিডেন্ট রাজীব মেহরা এবং সচিব অভিজিৎ শেঠ দু'জনেই বলছেন বাংলায় প্রতিভার অভাব নেই । অতীতে এই রাজ্য থেকে চারজন অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছে । অথচ তারপরেও সাইক্লিং নিয়ে সেভাবে নজর দেওয়া হয়নি । যা রাজ্যের সামগ্রিক খেলাধূলার পক্ষে মোটেও উজ্জ্বল ছবি নয় । তবে অতীতের দিকে তাকিয়ে নয় সামনে এগোনোর কথা চিন্তা করছে এবার রাজ্য সাইক্লিং সংস্থা । মদনপুরের তিয়াশা পাল এই মুহূর্তে রাজ্য সাইক্লিংয়ের সবচেয়ে উজ্জ্বল মুখ । নদিয়া জেলার এই মেয়ে এখন কায়রোতে আর্ন্তজাতিক সাইক্লিংয়ে অংশ নিচ্ছেন । এরকমই শান্তি বিশ্বাস আরও একটি উজ্জ্বল মুখ ।

গতবছর সেপ্টেম্বর মাসে জাতীয় গেমসে তিনটি পদক পেয়েছিল বাংলার সাইক্লিস্টরা । ইতিমধ্যে রাজ্যে সাইক্লিংয়ের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভেলোড্রাম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে । তারই ফলশ্রুতিতে সাই (SAI) ও ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের উদ্যোগে 25-26 মার্চ সাত রাজ্যের মহিলা দলকে নিয়ে হবে লিগ 3 সাইকেল রোড চ্যাম্পিয়নশিপ ।

ইতিমধ্যে 90জন সাইক্লিস্ট নাম নথিভুক্ত করেছে বলে জানান রাজ্য সাইকেল সংস্থার সচিব অভিজিৎ শেঠ । কেএসসিএইচের সভাপতি অর্পিতা মুখোপাধ্যায় বলেন, "সাইক্লিং দূষণমুক্ত পরিবহণ । সর্বত্র দূষণ বাড়ছে । এই অবস্থায় পরিবেশ রক্ষা একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিংয়ে জোর দেওয়া জরুরি । ইতিমধ্যে নিউটাউনে সাইকেলের জন্য পৃথক লেন তৈরি হয়েছে । তাতে যথেষ্ট সাড়া মিলছে । এই উদ্যোগকে ছড়িয়ে দেওয়া জরুরি । দুই দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবে মণিপুর, অসম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ইউপি ও বাংলা । এই প্রথম ইলেট্রনিক টাইমিং সিস্টেমে প্রতিযোগিতা হবে । ফলে সাইক্লিং নিয়ে হারিয়ে যাওয়া সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে । আগামী দু'দিনের প্রতিযোগিতা তার অন্যতম পদক্ষেপ ।

আরও পড়ুন : খেলো ইন্ডিয়া ইউথ গেমসে রাজ্য থেকে যোগাসনে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক

কলকাতা, 24 মার্চ: 'খেলো ইন্ডিয়া খেলো'-রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ এবার বাংলায় (Khelo India Road Cycling Championship)। আগামিকাল এবং পরশু নিউটাউনের ইকো পার্কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । কলকাতার মাটিতে প্রথমবার আধুনিক সাইকেল রেসের যাবতীয় নিয়ম মেনে এই প্রতিযোগিতা হবে । যা বাংলার সাইক্লিংয়ের পক্ষে আশার আলো । সাইক্লিং নিয়ে আগ্রহ থাকলেও পরিকাঠামোর অভাব ছিল । এই নিয়ে অভিযোগ অবশ্য পুরানো । প্রতিভাবান সাইক্লিস্টরা ব্যক্তিগত ইচ্ছেয় ভর দিয়ে জাতীয় পর্যায়ে মেলে ধরার চেষ্টা করেন নিজেদের । তাঁদের এই চেষ্টা সত্যিই প্রশংসনীয় । এবার সেই চেষ্টাকে ইতিবাচকভাবে মেলে ধরার জন্য উদ্যোগী ওয়েস্টবেঙ্গল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ।

বিষয়টি নিয়ে সংস্থার প্রেসিডেন্ট রাজীব মেহরা এবং সচিব অভিজিৎ শেঠ দু'জনেই বলছেন বাংলায় প্রতিভার অভাব নেই । অতীতে এই রাজ্য থেকে চারজন অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছে । অথচ তারপরেও সাইক্লিং নিয়ে সেভাবে নজর দেওয়া হয়নি । যা রাজ্যের সামগ্রিক খেলাধূলার পক্ষে মোটেও উজ্জ্বল ছবি নয় । তবে অতীতের দিকে তাকিয়ে নয় সামনে এগোনোর কথা চিন্তা করছে এবার রাজ্য সাইক্লিং সংস্থা । মদনপুরের তিয়াশা পাল এই মুহূর্তে রাজ্য সাইক্লিংয়ের সবচেয়ে উজ্জ্বল মুখ । নদিয়া জেলার এই মেয়ে এখন কায়রোতে আর্ন্তজাতিক সাইক্লিংয়ে অংশ নিচ্ছেন । এরকমই শান্তি বিশ্বাস আরও একটি উজ্জ্বল মুখ ।

গতবছর সেপ্টেম্বর মাসে জাতীয় গেমসে তিনটি পদক পেয়েছিল বাংলার সাইক্লিস্টরা । ইতিমধ্যে রাজ্যে সাইক্লিংয়ের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভেলোড্রাম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে । তারই ফলশ্রুতিতে সাই (SAI) ও ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের উদ্যোগে 25-26 মার্চ সাত রাজ্যের মহিলা দলকে নিয়ে হবে লিগ 3 সাইকেল রোড চ্যাম্পিয়নশিপ ।

ইতিমধ্যে 90জন সাইক্লিস্ট নাম নথিভুক্ত করেছে বলে জানান রাজ্য সাইকেল সংস্থার সচিব অভিজিৎ শেঠ । কেএসসিএইচের সভাপতি অর্পিতা মুখোপাধ্যায় বলেন, "সাইক্লিং দূষণমুক্ত পরিবহণ । সর্বত্র দূষণ বাড়ছে । এই অবস্থায় পরিবেশ রক্ষা একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিংয়ে জোর দেওয়া জরুরি । ইতিমধ্যে নিউটাউনে সাইকেলের জন্য পৃথক লেন তৈরি হয়েছে । তাতে যথেষ্ট সাড়া মিলছে । এই উদ্যোগকে ছড়িয়ে দেওয়া জরুরি । দুই দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবে মণিপুর, অসম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ইউপি ও বাংলা । এই প্রথম ইলেট্রনিক টাইমিং সিস্টেমে প্রতিযোগিতা হবে । ফলে সাইক্লিং নিয়ে হারিয়ে যাওয়া সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে । আগামী দু'দিনের প্রতিযোগিতা তার অন্যতম পদক্ষেপ ।

আরও পড়ুন : খেলো ইন্ডিয়া ইউথ গেমসে রাজ্য থেকে যোগাসনে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.