কোচি, 7 অক্টোবর: গ্যালারিতে ফিরল দর্শক (Indian Super League) । আইএসএল ফিরল তার নিজস্ব গর্জনে । ঘরের মাঠে সেই গর্জনেই তাল মেলাল কেরালা ব্লাস্টার্স ৷ শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চেপে ধরেছিল ইভান ভুকোমানোভিচের ছেলেরা (ISL 2022) ৷ কিন্তু কাজের কাজটা করতে লেগে গেল 72 মিনিট ৷ হরমনজ্যোত খাবররা লং রেঞ্জার ফলো করে লাল-হলুদের জালে বল জড়িয়ে গেলেন আদ্রিয়ান লুনা (Kerala Blasters FC beat East Bengal) ৷
দশমিনিট পরে ব্যবধান বাড়ালেন ইভান কাল্যুঝনি ৷ 89 মিনিটে দুরপাল্লার ভলিতে ফের গোল করে যান ইউক্রেনীয় মিডফিল্ডার ৷ পদ্মাপাড়ের ক্লাবের একমাত্র সান্ত্বনা পুরস্কার 88 মিনিটে অ্যালেক্সের গোল ৷ 3-1 গোলের ব্যবধানের হেরে আইএসএল অভিযান শুরু করল 'স্টিফেন কনস্ট্যানটাইন অ্যান্ড কোং' ৷
আরও পড়ুন: আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন
প্রথম একাদশ গঠনের ত্রুটি, ফিটনেস সমস্যার কারণে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল বিবর্ণ । রক্ষণ সামলে এদিন পয়েন্টের খোঁজে নেমেছিলেন কনস্ট্যান্টাইন । কিন্তু শুধুমাত্র রক্ষণভাগ শক্ত করে হলুদ জার্সির আক্রমণের চাপ সামলানো কঠিন । জেসেল, লুনা, আব্দুল সামাদ সাহালরা কেরালার মাঝমাঠের প্রাণভোমরা । ইস্টবেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে রাখার কাজটি এই ত্রিমুর্তি করে গেলেন ।
-
First 70 mins: 😕😢🙄
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Last 20 mins: 🤩🥵😎
A quality performance from @KeralaBlasters to grab all 3️⃣ points in the #HeroISL 2022-23 season opener! 👏#KBFCEBFC #LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/SFHwpBK8vb
">First 70 mins: 😕😢🙄
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
Last 20 mins: 🤩🥵😎
A quality performance from @KeralaBlasters to grab all 3️⃣ points in the #HeroISL 2022-23 season opener! 👏#KBFCEBFC #LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/SFHwpBK8vbFirst 70 mins: 😕😢🙄
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
Last 20 mins: 🤩🥵😎
A quality performance from @KeralaBlasters to grab all 3️⃣ points in the #HeroISL 2022-23 season opener! 👏#KBFCEBFC #LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/SFHwpBK8vb
শুরুতেই ক্লেইটন সিলভার শটে কেরলের রক্ষণ অস্বস্তিতে পড়েছিল । তারপর যত খেলা গড়িয়েছে ততই 'মেন ইন ইয়েলো'রা ম্যাচের রাশ তুলে নেন । গোলরক্ষক কমলজিৎ সিং এবং ইভান গঞ্জালেসরা রুখে না-দাঁড়ালে বিরতির আগেই পিছিয়ে পড়ত ইস্টবেঙ্গল । একাধিকবার অসাধারণ তৎপরতায় দলের পতন রুখেছেন লাল-হলুদের শেষ প্রহরী । কিন্তু 72 মিনিটে তাঁর ভুলকে কাজে লাগিয়ে গোলের মুখ খুলে ফেলেন কেরালা ব্লাস্টার্সের আদ্রিয়ান লুনা । এরপর হঠাৎ করেই লাল-হলুদের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ইভান দু'টো গোল করে যান । তাঁর প্রথম গোলটি যদি প্রতিপক্ষ রক্ষণকে নড়িয়ে দিয়ে হয়, দ্বিতীয় গোলটি অবশ্যই বিশ্বমানের শটের ফসল । এই সময় ব্যবধান কমান অ্যালেক্স লিমা । ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে তিনিই ছিলেন একমাত্র রূপালি রেখা ।
হার দিয়ে আইএসএলে অভিযান শুরু ইস্টবেঙ্গলের । ছ'সপ্তাহের প্রস্তুতিতে ফাঁক অনেক । কেরালা ব্লাস্টার্স তা দেখিয়ে দিয়েছে । কনস্ট্যান্টাইন নিজেই বলেছিলেন, এই দল নক-আউটে পৌঁছলে মিরাক্যাল হবে । প্রথম ম্যাচের স্কোরবোর্ডে যেন তারই পূর্বাভাস ।