ETV Bharat / sports

দুর্গানগরে ক্যারাটে প্রতিযোগিতা - দুর্গানগর

এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেইগো কাই ক্যারাটে অ্যান্ড কিক বক্সিং অ্যাকাডেমি-র তরফে ৷ 100 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে ৷

দুর্গানগরে ক্যারাটে প্রতিযোগিতা
দুর্গানগরে ক্যারাটে প্রতিযোগিতা
author img

By

Published : Mar 30, 2021, 8:18 PM IST

কলকাতা, 30 মার্চ : সম্প্রতি এক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উত্তর দমদম পুরসভা এলাকার দুর্গানগরে ৷ 100 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে ৷ সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ক্যারাটের পরবর্তী ধাপে যাওয়ার ছাড়পত্র ৷

এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেইগো কাই ক্যারাটে অ্যান্ড কিক বক্সিং অ্যাকাডেমি-র তরফে ৷ ওই অ্যাকাডেমির তরফে সেনসি দেবল বোস জানান, ক্যারাটের প্রশিক্ষণ নিতে এলে শিক্ষার্থীদের হোয়াইট বা সাদা বেল্ট দেওয়া হয় ৷ তার পর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা ব্ল্যাক বেল্ট পর্যন্ত পৌঁছায় ৷

উল্লেখ্য, সাদা বেল্টের পরের ধাপ ইয়োলো বা হলুদ বেল্ট ৷ গত 20 মার্চ প্রতিযোগিতার দিন বেল্ট থেকে ব্রাউন ব্ল্যাক বেল্টে উন্নীত হওয়ার পরীক্ষা হয় ৷ সেনসি দেবল বোসের তত্ত্ববধানেই ওই ক্যারাটে প্রতিযোগিতা হয় ৷ পরীক্ষা নেন সেনসি মনোরঞ্জন সর্দার ও সেনসি রাজু কর্মকার ৷

দুর্গানগর স্পোর্টিং ক্লাব চত্বরে আয়োজিত ওই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেইগো কাই ক্যারাটে ডু ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিহান দেবাশিস মণ্ডল ৷

কলকাতা, 30 মার্চ : সম্প্রতি এক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উত্তর দমদম পুরসভা এলাকার দুর্গানগরে ৷ 100 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে ৷ সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ক্যারাটের পরবর্তী ধাপে যাওয়ার ছাড়পত্র ৷

এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেইগো কাই ক্যারাটে অ্যান্ড কিক বক্সিং অ্যাকাডেমি-র তরফে ৷ ওই অ্যাকাডেমির তরফে সেনসি দেবল বোস জানান, ক্যারাটের প্রশিক্ষণ নিতে এলে শিক্ষার্থীদের হোয়াইট বা সাদা বেল্ট দেওয়া হয় ৷ তার পর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা ব্ল্যাক বেল্ট পর্যন্ত পৌঁছায় ৷

উল্লেখ্য, সাদা বেল্টের পরের ধাপ ইয়োলো বা হলুদ বেল্ট ৷ গত 20 মার্চ প্রতিযোগিতার দিন বেল্ট থেকে ব্রাউন ব্ল্যাক বেল্টে উন্নীত হওয়ার পরীক্ষা হয় ৷ সেনসি দেবল বোসের তত্ত্ববধানেই ওই ক্যারাটে প্রতিযোগিতা হয় ৷ পরীক্ষা নেন সেনসি মনোরঞ্জন সর্দার ও সেনসি রাজু কর্মকার ৷

দুর্গানগর স্পোর্টিং ক্লাব চত্বরে আয়োজিত ওই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেইগো কাই ক্যারাটে ডু ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিহান দেবাশিস মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.