কলকাতা, 21 ফেব্রুয়ারি : বল গড়াল মেয়েদের ফুটবলে । শুরু হল কন্যাশ্রী কাপ (Kanyashree Cup 2022 starts today)। যদিও চলতি বছর এই প্রতিযোগিতায় নেই কলকাতার তিন প্রধানের কেউই ৷ তবে নিজেদের ক্লাব অংশ না নিলেও সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, দেবব্রত সরকার এবং কামারঊদ্দিন। এ বছর নানা সমস্যার কারণে অংশ নেওয়া সম্ভব না-হলেও তবে আগামী বছর কন্যাশ্রী কাপে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
জয় দিয়ে এবারের কন্যাশ্রী কাপ অভিযান শুরু করল গত দু'বারের চ্যাম্পিয়ন এসএসবি উইমেন্স এফসি । উদ্বোধনী ম্যাচে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে হাফডজন গোলে হারাল তারা । এসএসবি'র হয়ে জোড়া গোল রঞ্জিতা দেবীর ৷ এছাড়া দুলের মান্ডি, মুনেশ কুমারী, পূর্ণিমা লিন্ডা, অনিতা রানি একটি করে গোল করেছেন ৷ সোমবার কন্যাশ্রী কাপের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas inaugrates Kanyashree Cup at Rabindra Sarobar stadium) । উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বেশ কিছু প্রাক্তন ফুটবলারও ।
অতীতে এই প্রতিযোগিতার নাম ছিল ক্যালকাটা উইমেন্স ফুটবল লিগ । কিন্তু দু'বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের অনুপ্রেরণায় এই লিগের নামকরণ করা হয় কন্যাশ্রী কাপ । প্রসঙ্গত, আইএফএ-এর প্রাক্তন সচিব প্রয়াত প্রদ্যোৎ দত্ত যখন মহিলা ফুটবলারদের নিয়ে ফুটবল লিগ শুরু করেন তখন দলবদলের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই প্রতীকী সই করানো হয়েছিল ।
আরও পড়ুন : Manchester United wins : হাফডজন গোলের ম্যাচে লিডসকে উড়িয়ে দিল ম্যান ইউ
এবছরের কন্যাশ্রী কাপে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ও দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেছে । এছাড়া মতুয়াদের একটি দলও এবার কন্যাশ্রী কাপে অংশ নিচ্ছে । এবার কন্যাশ্রী কাপের সব ম্যাচ পরিচালনার দায়িত্ব বর্তেছে মহিলা রেফারিদের উপর । চ্যাম্পিয়ন দল 50 হাজার এবং রানার্স দল 25 হাজার টাকা পুরস্কারমূল্য পাবে ।