নয়াদিল্লি, 12 অক্টোবর: নিষিদ্ধে স্টেরয়েড স্ট্যানোজোলোল (Stanozolol) নেওয়ার দায়ে নিষিদ্ধ হলেন কমলপ্রীত কউর ৷ দেশের মহিলা ডিসকাস থ্রোয়ারকে তিন বছরের জন্য নির্বাসনে পাঠাল অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট (Kamalpreet Kaur banned for three years) ৷ চলতি বছর মার্চে একটি প্রতিযোগিতা চলাকালীন তাঁর রক্তে নিষিদ্ধ ড্রাগের নমুনা পাওয়া গিয়েছিল ৷ এরপর থেকেই বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা (WADA) স্বীকৃত নয়াদিল্লির ল্যাবরেটরিতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ৷
ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর যদিও নিষিদ্ধ ওষুধ সেবনের কথা স্বীকার করে নিয়েছিলেন পঞ্জাবের অ্যাথলিট ৷ কমলপ্রীত জানিয়েছিলেন, চলতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে 5 মার্চ পর্যন্ত সপ্তাহে পাঁচদিন তিনি নিষিদ্ধ স্টেরয়েডটি গ্রহণ করেছেন ৷ চলতি বছর 29 মার্চ থেকে কমলপ্রীতের নির্বাসন লাগু করা হয়েছে বলে জানিয়েছে অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট ৷
-
The AIU has banned Kamalpreet Kaur of India for 3 years for the Presence/Use of a Prohibited Substance (Stanozolol), starting from 29 March 2022. DQ results from 7 March 2022.
— Athletics Integrity Unit (@aiu_athletics) October 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details here: https://t.co/WBnlo0dVey
">The AIU has banned Kamalpreet Kaur of India for 3 years for the Presence/Use of a Prohibited Substance (Stanozolol), starting from 29 March 2022. DQ results from 7 March 2022.
— Athletics Integrity Unit (@aiu_athletics) October 12, 2022
Details here: https://t.co/WBnlo0dVeyThe AIU has banned Kamalpreet Kaur of India for 3 years for the Presence/Use of a Prohibited Substance (Stanozolol), starting from 29 March 2022. DQ results from 7 March 2022.
— Athletics Integrity Unit (@aiu_athletics) October 12, 2022
Details here: https://t.co/WBnlo0dVey
প্রাথমিকভাবে চার বছর নির্বাসনের সম্ভাবনা তৈরি হলেও কমলপ্রীত ঘটনার কথা স্বীকার করে নেওয়ায় নির্বাসন কমিয়ে তিন বছর করা হয় ৷ এর আগে সাম্প্রতিক অতীতে জ্যাভলিন থ্রোয়ার শিবপাল যাদবও (Shivpal Yadav) ডোপিংয়ে অভিযুক্ত হয়ে চার বছর নির্বাসনের সম্মুখীন হয়েছেন ৷
আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে আট গোল হজম ভারতের মেয়েদের
দেশের একমাত্র মহিলা ডিসকাস থ্রোয়ার হিসেবে 65 মিটারের বেশি দূরত্ব ছোড়ার নজির রয়েছে কমলপ্রীতের ৷ 2021 ইন্ডিয়ান গ্রাঁ-পি'তে ছোড়া তাঁর 66.59 মিটার জাতীয় রেকর্ড মহিলাদের ডিসকাস থ্রোয়িংয়ে ৷ যদিও গতবছর টোকিয়ো অলিম্পিক্সের মঞ্চে ষষ্ঠস্থানে শেষ করে হতাশ করেছিলেন কমলপ্রীত ৷