ETV Bharat / sports

Mohun Bagan Super Giant: এশিয়ান গেমসে ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের উপর ক্ষুব্ধ, তবু ট্রফিতেই চোখ ফেরান্দোর - Juan Ferrando eyes on trophy

প্রস্তুতি জানানোর মঞ্চ বদলে গেল ক্ষোভ প্রকাশের মঞ্চে ৷ আইএসএল মিডিয়া ডে'তে ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ অন্যান্য দলগুলো এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়ার বিষয়ে খানিক উষ্মা প্রকাশ করল কলকাতার মাটি থেকেই। বাদ গেলেন না জুয়ান ফেরান্দো ৷

Mohun Bagan Super Giant
আইএসএল মিডিয়া ডেতে ফেরান্দোর সঙ্গে বাগান ফুটবলাররা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 10:19 PM IST

Updated : Sep 13, 2023, 10:59 PM IST

ট্রফিতে চোখ ফেরান্দোর

কলকাতা, 13 সেপ্টেম্বর: ফেডারেশন বনাম ক্লাবের সংঘাতের মঞ্চ হয়ে রইল বুধবার কলকাতা আইএসএলের মিডিয়া ডে। আসন্ন আইএসএলের অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি কোন পর্যায়ে, তা জানাতে এসেছিলেন দলের কোচ এবং ফুটবলাররা। প্রস্তুতি জানানোর মঞ্চ বদলে গেল ক্ষোভ প্রকাশের মঞ্চে ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ অন্যান্য দলগুলো এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়ার বিষয়ে খানিক উষ্মা প্রকাশ করল কলকাতার মাটি থেকেই।

জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে সংঘাত ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। যা ফের শুরু হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি জানিয়ে দিয়েছে এশিয়ান গেমসের জন্য সুনীল ছেত্রীকে ছাড়লেও গুরপ্রীত সিং সান্ধুকে ছাড়বে না। মোহনবাগান বেশ ক্ষুব্ধ তাঁদের নির্ভরযোগ্য ফুটবলার আশিক কুরুনিয়ান চোট পাওয়ায়। বিষয়টি গোপন রাখার জন্য ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। বুধবার সাংবাদিক সম্মেলনে এসেও ক্ষোভ উগরে দিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, 'চোটের বিষয়ে পুরোপুরি জানি না। চিকিৎসকের থেকে জানতে হবে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব।'

কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগান উইঙ্গার আশিক কুরুনিয়ান। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। বাগান ম্যানেজমেন্টের অভিযোগ, তাদের ফুটবলারের চোট সম্পর্কে জ্ঞাত করা হয়নি তাদের ৷ ঘটনার জেরে এশিয়ান গেমসের জন্য লিস্টন কোলাসো, আশিস রাইদের ছাড়তে বেঁকে বসেছে মোহনবাগান। এশিয়াডে 19 সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেদিনই এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। 21 সেপ্টেম্বর ভারতের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর 24 সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের। পাশাপাশি 23 সেপ্টেম্বর আইএসএলে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। জুয়ান ফেরান্দো জানাচ্ছেন, ফুটবলাররা চোট যাতে না পায় সেব্যাপারে তারা সতর্ক থাকবেন।

আরও পড়ুন: জর্ডনের বিকল্পের খোঁজে লাল-হলুদ, আইএসএলের অবস্থান নিয়ে ভবিষ্যদ্বাণী করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ

আইএসএল জিতে গত মরশুম শেষ করার পরে ডুরাণ্ড কাপ জয় দিয়ে চলতি মরসুম শুরু করেছে সবুজ-মেরুন। ফলে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। বিষয়টি জানেন জুয়ান ফেরান্দো। বলেছেন, "মোহনবাগান বড় ক্লাব। বিখ্যাত ক্লাব। ওরা জিততে চায়। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ডুরাণ্ড কাপের সাফল্য অতীত। দল আইএসএল এবং এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রত্যাশা সবসময় রয়েছে। আমরা নতুন মরশুমের জন্য তৈরি। এই মরসুম প্রতিটি দলের জন্য কঠিন হবে।" আইএসএল ট্রফি ধরে রাখা যাবে কি না, এই প্রশ্নে সবুজ-মেরুন হেডস্যার অকপট। বলছেন, "কঠিন কাজ। তবে আমাদের দল শক্তিশালী। আমরা সবাই মিলে ট্রফি দখলে রাখার চেষ্টা করব।"

ট্রফিতে চোখ ফেরান্দোর

কলকাতা, 13 সেপ্টেম্বর: ফেডারেশন বনাম ক্লাবের সংঘাতের মঞ্চ হয়ে রইল বুধবার কলকাতা আইএসএলের মিডিয়া ডে। আসন্ন আইএসএলের অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি কোন পর্যায়ে, তা জানাতে এসেছিলেন দলের কোচ এবং ফুটবলাররা। প্রস্তুতি জানানোর মঞ্চ বদলে গেল ক্ষোভ প্রকাশের মঞ্চে ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ অন্যান্য দলগুলো এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়ার বিষয়ে খানিক উষ্মা প্রকাশ করল কলকাতার মাটি থেকেই।

জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে সংঘাত ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। যা ফের শুরু হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি জানিয়ে দিয়েছে এশিয়ান গেমসের জন্য সুনীল ছেত্রীকে ছাড়লেও গুরপ্রীত সিং সান্ধুকে ছাড়বে না। মোহনবাগান বেশ ক্ষুব্ধ তাঁদের নির্ভরযোগ্য ফুটবলার আশিক কুরুনিয়ান চোট পাওয়ায়। বিষয়টি গোপন রাখার জন্য ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। বুধবার সাংবাদিক সম্মেলনে এসেও ক্ষোভ উগরে দিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, 'চোটের বিষয়ে পুরোপুরি জানি না। চিকিৎসকের থেকে জানতে হবে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব।'

কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগান উইঙ্গার আশিক কুরুনিয়ান। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। বাগান ম্যানেজমেন্টের অভিযোগ, তাদের ফুটবলারের চোট সম্পর্কে জ্ঞাত করা হয়নি তাদের ৷ ঘটনার জেরে এশিয়ান গেমসের জন্য লিস্টন কোলাসো, আশিস রাইদের ছাড়তে বেঁকে বসেছে মোহনবাগান। এশিয়াডে 19 সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেদিনই এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। 21 সেপ্টেম্বর ভারতের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর 24 সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের। পাশাপাশি 23 সেপ্টেম্বর আইএসএলে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। জুয়ান ফেরান্দো জানাচ্ছেন, ফুটবলাররা চোট যাতে না পায় সেব্যাপারে তারা সতর্ক থাকবেন।

আরও পড়ুন: জর্ডনের বিকল্পের খোঁজে লাল-হলুদ, আইএসএলের অবস্থান নিয়ে ভবিষ্যদ্বাণী করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ

আইএসএল জিতে গত মরশুম শেষ করার পরে ডুরাণ্ড কাপ জয় দিয়ে চলতি মরসুম শুরু করেছে সবুজ-মেরুন। ফলে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। বিষয়টি জানেন জুয়ান ফেরান্দো। বলেছেন, "মোহনবাগান বড় ক্লাব। বিখ্যাত ক্লাব। ওরা জিততে চায়। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ডুরাণ্ড কাপের সাফল্য অতীত। দল আইএসএল এবং এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রত্যাশা সবসময় রয়েছে। আমরা নতুন মরশুমের জন্য তৈরি। এই মরসুম প্রতিটি দলের জন্য কঠিন হবে।" আইএসএল ট্রফি ধরে রাখা যাবে কি না, এই প্রশ্নে সবুজ-মেরুন হেডস্যার অকপট। বলছেন, "কঠিন কাজ। তবে আমাদের দল শক্তিশালী। আমরা সবাই মিলে ট্রফি দখলে রাখার চেষ্টা করব।"

Last Updated : Sep 13, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.