ETV Bharat / sports

Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন - Ferrando continues as ATK Mohun Bagan head coach

বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

Juan Ferrando
ফের কোচের চেয়ারে ফেরান্দো
author img

By

Published : Mar 24, 2022, 9:20 PM IST

কলকাতা, 24 মার্চ : আইএসএল সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র কাছে পর্যুদস্ত হলেও পুরনো হেডস্যরেই ভরসা রাখল গঙ্গাপাড়ের ক্লাব ৷ নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই । বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

আইএসএলের মাঝমরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের হাত থেকে দায়িত্ব নেওয়ার পরে এফসি গোয়ার প্রাক্তন কোচ সবুজ-মেরুনকে শেষ চারে পৌঁছে দিয়েছিলেন । তাঁর আক্রমনাত্মক ফুটবল শুধু হুগো বুমোস, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের ভাল খেলতে সাহায্য করেনি, লিগ টেবিলের প্রথম তিনে জায়গা করে দিয়েছিল বাগানকে ।

16টি ম্যাচে ডাগ আউটে থেকে মাত্র 2টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিলেন । ফলে তাঁর ওপরেই ভরসা রাখল বাগান-ব্রিগেড ৷ 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামবে মোহনবাগান । এটিকের সঙ্গে গাঁটছড়া বাধার পর প্রথমবার ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুন ।

আরও পড়ুন : প্রয়াত দেবজ্যোতির পরিবারের পাশে ইস্টবেঙ্গল, তুলে দেওয়া হচ্ছে চুক্তির অঙ্কের টাকা

সেই ম্যাচের প্রস্তুতি শুরু হবে পয়লা এপ্রিল । প্রতিদ্বন্ধী ঠিক না হলেও ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না এটিকে মোহনবাগান । পুনরায় দলের কোচের পদে নিযুক্ত হয়ে ফেরান্দো বলেছেন, “ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বিশদে ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে । আমরা মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি ।”

কলকাতা, 24 মার্চ : আইএসএল সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র কাছে পর্যুদস্ত হলেও পুরনো হেডস্যরেই ভরসা রাখল গঙ্গাপাড়ের ক্লাব ৷ নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই । বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

আইএসএলের মাঝমরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের হাত থেকে দায়িত্ব নেওয়ার পরে এফসি গোয়ার প্রাক্তন কোচ সবুজ-মেরুনকে শেষ চারে পৌঁছে দিয়েছিলেন । তাঁর আক্রমনাত্মক ফুটবল শুধু হুগো বুমোস, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের ভাল খেলতে সাহায্য করেনি, লিগ টেবিলের প্রথম তিনে জায়গা করে দিয়েছিল বাগানকে ।

16টি ম্যাচে ডাগ আউটে থেকে মাত্র 2টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিলেন । ফলে তাঁর ওপরেই ভরসা রাখল বাগান-ব্রিগেড ৷ 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামবে মোহনবাগান । এটিকের সঙ্গে গাঁটছড়া বাধার পর প্রথমবার ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুন ।

আরও পড়ুন : প্রয়াত দেবজ্যোতির পরিবারের পাশে ইস্টবেঙ্গল, তুলে দেওয়া হচ্ছে চুক্তির অঙ্কের টাকা

সেই ম্যাচের প্রস্তুতি শুরু হবে পয়লা এপ্রিল । প্রতিদ্বন্ধী ঠিক না হলেও ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না এটিকে মোহনবাগান । পুনরায় দলের কোচের পদে নিযুক্ত হয়ে ফেরান্দো বলেছেন, “ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বিশদে ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে । আমরা মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.