ETV Bharat / sports

Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

Juan Ferrando
ফের কোচের চেয়ারে ফেরান্দো
author img

By

Published : Mar 24, 2022, 9:20 PM IST

কলকাতা, 24 মার্চ : আইএসএল সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র কাছে পর্যুদস্ত হলেও পুরনো হেডস্যরেই ভরসা রাখল গঙ্গাপাড়ের ক্লাব ৷ নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই । বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

আইএসএলের মাঝমরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের হাত থেকে দায়িত্ব নেওয়ার পরে এফসি গোয়ার প্রাক্তন কোচ সবুজ-মেরুনকে শেষ চারে পৌঁছে দিয়েছিলেন । তাঁর আক্রমনাত্মক ফুটবল শুধু হুগো বুমোস, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের ভাল খেলতে সাহায্য করেনি, লিগ টেবিলের প্রথম তিনে জায়গা করে দিয়েছিল বাগানকে ।

16টি ম্যাচে ডাগ আউটে থেকে মাত্র 2টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিলেন । ফলে তাঁর ওপরেই ভরসা রাখল বাগান-ব্রিগেড ৷ 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামবে মোহনবাগান । এটিকের সঙ্গে গাঁটছড়া বাধার পর প্রথমবার ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুন ।

আরও পড়ুন : প্রয়াত দেবজ্যোতির পরিবারের পাশে ইস্টবেঙ্গল, তুলে দেওয়া হচ্ছে চুক্তির অঙ্কের টাকা

সেই ম্যাচের প্রস্তুতি শুরু হবে পয়লা এপ্রিল । প্রতিদ্বন্ধী ঠিক না হলেও ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না এটিকে মোহনবাগান । পুনরায় দলের কোচের পদে নিযুক্ত হয়ে ফেরান্দো বলেছেন, “ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বিশদে ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে । আমরা মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি ।”

কলকাতা, 24 মার্চ : আইএসএল সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র কাছে পর্যুদস্ত হলেও পুরনো হেডস্যরেই ভরসা রাখল গঙ্গাপাড়ের ক্লাব ৷ নতুন মরসুমেও এটিকে মোহনবাগানের কোচের চেয়ারে থাকছেন জুয়ান ফেরান্দোই । বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল (Ferrando continues as ATK Mohun Bagan head coach) ।

আইএসএলের মাঝমরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের হাত থেকে দায়িত্ব নেওয়ার পরে এফসি গোয়ার প্রাক্তন কোচ সবুজ-মেরুনকে শেষ চারে পৌঁছে দিয়েছিলেন । তাঁর আক্রমনাত্মক ফুটবল শুধু হুগো বুমোস, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের ভাল খেলতে সাহায্য করেনি, লিগ টেবিলের প্রথম তিনে জায়গা করে দিয়েছিল বাগানকে ।

16টি ম্যাচে ডাগ আউটে থেকে মাত্র 2টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিলেন । ফলে তাঁর ওপরেই ভরসা রাখল বাগান-ব্রিগেড ৷ 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামবে মোহনবাগান । এটিকের সঙ্গে গাঁটছড়া বাধার পর প্রথমবার ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুন ।

আরও পড়ুন : প্রয়াত দেবজ্যোতির পরিবারের পাশে ইস্টবেঙ্গল, তুলে দেওয়া হচ্ছে চুক্তির অঙ্কের টাকা

সেই ম্যাচের প্রস্তুতি শুরু হবে পয়লা এপ্রিল । প্রতিদ্বন্ধী ঠিক না হলেও ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না এটিকে মোহনবাগান । পুনরায় দলের কোচের পদে নিযুক্ত হয়ে ফেরান্দো বলেছেন, “ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বিশদে ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে । আমরা মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.