ETV Bharat / sports

WTC final : জন সিনার ইনস্টা পোস্টে কোহলি , কী ব্যাপার ? - বিরাট কোহলি

কিন্তু কেন এই পোস্ট? জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা সেটা খোলসা করেননি ৷ কোনও ক্যাপশন দেননি ৷

virat kohli
virat kohli
author img

By

Published : Jun 13, 2021, 10:41 PM IST

নয়াদিল্লি, 13 জুন : ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ৷ 18 জুন সাউদাম্পটনে মুখোমুখি হবে দুই দল ৷ তার আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন আমেরিকার ডব্লিউডব্লিউই তারকা জন সিনা ৷ ইনস্টা পোস্টে কোহলির ছবি পোস্ট করলেন তিনি ৷

কিন্তু কেন এই পোস্ট? জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা সেটা খোলসা করেননি ৷ কোনও ক্যাপশন দেননি ৷ শুধুমাত্র ব্যাট হাতে কোহলির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ কোহলির ছবি পোস্টের নেপথ্যের কারণ কিছু না জানালেও ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি অ্যান্ড কম্পানিকে সমর্থন করতে চলেছেন জন সিনা ৷ ক্যাপশন না দিলেও এই ছবির মাধ্যমে সমর্থনের কথা জানিয়েছেন তিনি ৷ কিছু না বলেই ভারতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ৷

তবে এমনটা যে প্রথম তা নয় ৷ 2019 সালের 50 ওভারের বিশ্বকাপের আগেও কোহলির ছবি শেয়ার করেছিলেন এই ডব্লিউডব্লিউই তারকা ৷ ছবিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে পোস্ট করেছিলেন ৷ সেবারও কোনও ক্যাপশন দেননি ৷ বোঝাই যাচ্ছে জন সিনা ভারতীয় দল এবং বিশেষ করে বিরাট কোহলির অনুরাগী ৷ তাই মেজর টুর্নামেন্টের আগে ভারতের সমর্থনে ছবি পোস্ট করেন তিনি ৷

আরও পড়ুন : WTC final : ইংল্যান্ডের বিরুদ্ধে কিউয়িদের পারফরম্যান্স কতটা চিন্তায় রাখবে কোহলিদের ?

তবে সেবার কিউয়িদের বিরুদ্ধে হার হজম করে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ ফের একবার বড় মঞ্চে আমনে সামনে দুই দল ৷ সেবারের মতো এবারও জন সিনা ভারতের সমর্থনে কোহলির ছবি পোস্ট করলেন ৷ তবে ফরম্যাট আলাদা ৷ টেস্ট বিশ্বে অন্যতম সেরা ভারতীয় দলের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হবে ৷ তাই বিশ্বকাপের মঞ্চে যে ফলাফল হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে তার উল্টোটা হোক, প্রার্থনা ভারতীয় সমর্থকদের ৷

নয়াদিল্লি, 13 জুন : ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ৷ 18 জুন সাউদাম্পটনে মুখোমুখি হবে দুই দল ৷ তার আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন আমেরিকার ডব্লিউডব্লিউই তারকা জন সিনা ৷ ইনস্টা পোস্টে কোহলির ছবি পোস্ট করলেন তিনি ৷

কিন্তু কেন এই পোস্ট? জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা সেটা খোলসা করেননি ৷ কোনও ক্যাপশন দেননি ৷ শুধুমাত্র ব্যাট হাতে কোহলির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ কোহলির ছবি পোস্টের নেপথ্যের কারণ কিছু না জানালেও ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি অ্যান্ড কম্পানিকে সমর্থন করতে চলেছেন জন সিনা ৷ ক্যাপশন না দিলেও এই ছবির মাধ্যমে সমর্থনের কথা জানিয়েছেন তিনি ৷ কিছু না বলেই ভারতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ৷

তবে এমনটা যে প্রথম তা নয় ৷ 2019 সালের 50 ওভারের বিশ্বকাপের আগেও কোহলির ছবি শেয়ার করেছিলেন এই ডব্লিউডব্লিউই তারকা ৷ ছবিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে পোস্ট করেছিলেন ৷ সেবারও কোনও ক্যাপশন দেননি ৷ বোঝাই যাচ্ছে জন সিনা ভারতীয় দল এবং বিশেষ করে বিরাট কোহলির অনুরাগী ৷ তাই মেজর টুর্নামেন্টের আগে ভারতের সমর্থনে ছবি পোস্ট করেন তিনি ৷

আরও পড়ুন : WTC final : ইংল্যান্ডের বিরুদ্ধে কিউয়িদের পারফরম্যান্স কতটা চিন্তায় রাখবে কোহলিদের ?

তবে সেবার কিউয়িদের বিরুদ্ধে হার হজম করে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ ফের একবার বড় মঞ্চে আমনে সামনে দুই দল ৷ সেবারের মতো এবারও জন সিনা ভারতের সমর্থনে কোহলির ছবি পোস্ট করলেন ৷ তবে ফরম্যাট আলাদা ৷ টেস্ট বিশ্বে অন্যতম সেরা ভারতীয় দলের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হবে ৷ তাই বিশ্বকাপের মঞ্চে যে ফলাফল হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে তার উল্টোটা হোক, প্রার্থনা ভারতীয় সমর্থকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.