ETV Bharat / sports

UCL Final : প্যারিসে মহারণ ! বদলার মেজাজে সালাহ, 14তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে বদ্ধপরিকর বেঞ্জেমা - Real Madrid vs Liverpool in UEFA Champions League 2022 final

‘রিয়াল-বধ’ করে 4 বছর আগের ক্ষতে প্রলেপ দিতে চাইছেন মহম্মদ সালাহ ৷ অন্যদিকে 14 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া ‘বেঞ্জেমা অ্যান্ড কোং’ (UEFA Champions League final) ৷

UCL Final
UCL Final
author img

By

Published : May 28, 2022, 10:20 AM IST

প্যারিস, 28 মে : 2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল-রিয়াল মাদ্রিদ ৷ সেবার বেল-বেঞ্জেমার গোলে ‘দ্য রেডস’দের হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল রিয়াল ৷ ম্যাচের প্রথমার্ধে ব়্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়ে ছিটকে যান সালাহ ৷ অন্যদিকে, মাত্র চলতি মরশুমে 2 পয়েন্টের জন্য় প্রিমিয়র লিগ হাতছাড়া হয়েছে লিভারপুলের ৷ সবমিলিয়ে শনিবারের হাইভোল্টেজ ফাইনালে ‘রিয়াল-বধ’ করে দুই ক্ষতেই প্রলেপ দিতে চাইছে জুর্গেন ক্লপের ছেলেরা (Real Madrid vs Liverpool in UEFA Champions League 2022 final) ৷

একদিকে যেমন ট্রফি জিততে মরিয়া 2019 সালের চ্য়াম্পিয়ন লিভারপুল ৷ অন্যদিকে 14 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে বদ্ধপরিকর ‘বেঞ্জেমা অ্যান্ড কোং’ ৷ বদলার মেজাজে রয়েছেন ‘মিশরীয় ম্যাজিশিয়ান’ ৷ অন্যদিকে বেঞ্জেমার সামনেও রয়েছে নজির গড়ার হাতছানি ৷ শনিবার ফাইনালে নামলে ইউরোপ সেরা হওয়ার টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে রাউলের রেকর্ড ছোঁবেন ফরাসি জাদুকর ৷ 1 গোল করতে পারলেই লেওয়ানডস্কিকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 3 নম্বরে উঠে আসবেন তিনি ৷

2015 সালে দায়িত্বগ্রহণের পর থেকে লিভারপুলকে ধারাবাহিক সাফল্য দিয়ে এসেছেন জুর্গেন ক্লপ ৷ দায়িত্ব নেওয়ার পর থেকে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি প্রিমিয়র লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ক্যাবারো কাপ মোটামুটি সব সাফল্যই ধরা দিয়েছে লিভারপুলকে ৷ 2024 পর্যন্ত রেডস-দের সঙ্গে চুক্তি ছিল তাঁর ৷ সম্প্রতি অ্যানফিল্ডের সঙ্গে আরও দু'বছর চুক্তি বাড়িয়েছেন জার্মান কোচ ৷ ম্যাচের আগে ক্লপ জানিয়ে দিয়েছেন, দলের ক্যাবিনেটে আরও একটা ট্রফি দেওয়াই শুধু তাঁদের লক্ষ্য় নয় ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতেও শনিবারের মহারণে নামবে তাঁর ছেলেরা ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

কোচ হিসেবে সবচেয়ে বেশিবার দলকে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন আন্সেলোত্তি ৷ ম্যান সিটির সঙ্গে সেমিফাইনালের আগে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড ছিল পাঁচ কোচের দখলে ৷ আন্সোলোত্তি ছাড়াও তালিকায় ছিলেন মার্সেল্লো লিপ্পি, স্যর অ্যালেক্স ফার্গুসন, মিগুয়েল মুনোজ ৷ ভিলারিয়ালকে হারিয়ে সেই তালিকায় ঢুকে পড়েছিলেন জুর্গেন ক্লপও ৷ শেষ মুহূর্তের ঝড়ে ফাইনাল নিশ্চিত করে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হটসিটে বসবেন আন্সেলোত্তি ৷

এর আগে 2013-15 মাদ্রিদের কোচ ছিলেন আন্সেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won La Decima under Carlo Ancelotti) ৷ 2002-03, 2006-07 সালে দু'বার ইউরোপ সেরা করেছিলেন এসি মিলানকে ৷ প্যারিসে সেই সংখ্যাটাই আরও একটু বাড়িয়ে নিতে বদ্ধপরিকর আন্সেলোত্তি ৷

প্যারিস, 28 মে : 2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল-রিয়াল মাদ্রিদ ৷ সেবার বেল-বেঞ্জেমার গোলে ‘দ্য রেডস’দের হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল রিয়াল ৷ ম্যাচের প্রথমার্ধে ব়্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়ে ছিটকে যান সালাহ ৷ অন্যদিকে, মাত্র চলতি মরশুমে 2 পয়েন্টের জন্য় প্রিমিয়র লিগ হাতছাড়া হয়েছে লিভারপুলের ৷ সবমিলিয়ে শনিবারের হাইভোল্টেজ ফাইনালে ‘রিয়াল-বধ’ করে দুই ক্ষতেই প্রলেপ দিতে চাইছে জুর্গেন ক্লপের ছেলেরা (Real Madrid vs Liverpool in UEFA Champions League 2022 final) ৷

একদিকে যেমন ট্রফি জিততে মরিয়া 2019 সালের চ্য়াম্পিয়ন লিভারপুল ৷ অন্যদিকে 14 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে বদ্ধপরিকর ‘বেঞ্জেমা অ্যান্ড কোং’ ৷ বদলার মেজাজে রয়েছেন ‘মিশরীয় ম্যাজিশিয়ান’ ৷ অন্যদিকে বেঞ্জেমার সামনেও রয়েছে নজির গড়ার হাতছানি ৷ শনিবার ফাইনালে নামলে ইউরোপ সেরা হওয়ার টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে রাউলের রেকর্ড ছোঁবেন ফরাসি জাদুকর ৷ 1 গোল করতে পারলেই লেওয়ানডস্কিকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 3 নম্বরে উঠে আসবেন তিনি ৷

2015 সালে দায়িত্বগ্রহণের পর থেকে লিভারপুলকে ধারাবাহিক সাফল্য দিয়ে এসেছেন জুর্গেন ক্লপ ৷ দায়িত্ব নেওয়ার পর থেকে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি প্রিমিয়র লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ক্যাবারো কাপ মোটামুটি সব সাফল্যই ধরা দিয়েছে লিভারপুলকে ৷ 2024 পর্যন্ত রেডস-দের সঙ্গে চুক্তি ছিল তাঁর ৷ সম্প্রতি অ্যানফিল্ডের সঙ্গে আরও দু'বছর চুক্তি বাড়িয়েছেন জার্মান কোচ ৷ ম্যাচের আগে ক্লপ জানিয়ে দিয়েছেন, দলের ক্যাবিনেটে আরও একটা ট্রফি দেওয়াই শুধু তাঁদের লক্ষ্য় নয় ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতেও শনিবারের মহারণে নামবে তাঁর ছেলেরা ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

কোচ হিসেবে সবচেয়ে বেশিবার দলকে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন আন্সেলোত্তি ৷ ম্যান সিটির সঙ্গে সেমিফাইনালের আগে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড ছিল পাঁচ কোচের দখলে ৷ আন্সোলোত্তি ছাড়াও তালিকায় ছিলেন মার্সেল্লো লিপ্পি, স্যর অ্যালেক্স ফার্গুসন, মিগুয়েল মুনোজ ৷ ভিলারিয়ালকে হারিয়ে সেই তালিকায় ঢুকে পড়েছিলেন জুর্গেন ক্লপও ৷ শেষ মুহূর্তের ঝড়ে ফাইনাল নিশ্চিত করে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হটসিটে বসবেন আন্সেলোত্তি ৷

এর আগে 2013-15 মাদ্রিদের কোচ ছিলেন আন্সেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won La Decima under Carlo Ancelotti) ৷ 2002-03, 2006-07 সালে দু'বার ইউরোপ সেরা করেছিলেন এসি মিলানকে ৷ প্যারিসে সেই সংখ্যাটাই আরও একটু বাড়িয়ে নিতে বদ্ধপরিকর আন্সেলোত্তি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.