কলকাতা, 29 অক্টোবর: ফুটবলের মক্কায় আইএসএলের প্রথম কলকাতা ডার্বি (ISL Kolkata Derby) ৷ শনিবাসরীয় যুবভারতীতে সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল শনিবার সন্ধে 7টা 30 মিনিটে ৷ কিন্তু সেই ম্যাচ পিছিয়ে গেল অন্তত 20 মিনিট ৷ গাচ্চিবৌলিতে এদিন ডাবল হেডারের প্রথম ম্যাচে বিদ্যুৎ-বিভ্রাটের জেরে পিছোল ডার্বি শুরুর সময় (ISL Kolkata Derby to start delayed at least for 20 minutes) ৷ উল্লেখ্য, হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে শনিবাসরীয় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়া ৷ সেই ম্যাচ বিদ্যুৎ-বিভ্রাটের জেরে বন্ধ থাকে কিছুক্ষণ ৷ আর সে কারণেই স্টেডিয়ামে উপস্থিত কিংবা টেলিভিশন-মোবাইল স্ক্রিনে চোখ রাখা দু'প্রধানের সমর্থকদের ধৈর্য্য ধরতে হবে আরও কিছুক্ষণ ৷
টানা ছ'টি ডার্বি হেরে কলকাতায় প্রথম আইএসএল ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল ৷ শেষ সাক্ষাৎ চলতি বছর ডুরান্ড কাপে ৷ যে ম্যাচে সুমিত পাসির (Sumit Passi) আত্মঘাতী গোলে নিভেছিল মশাল ৷ যদিও চলটি আইএসএলে গত ম্যাচে নর্থ-ইস্টের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে ৷ অন্যদিকে আইএসএল ডার্বিতে পাঁচে পাঁচ করা লক্ষ্য এটিকে মোহনবাগানের ৷ গত ম্যাচে কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয়ে আত্মবিশ্বাসী ফেরান্দোর দলও ৷ ম্যাচ দেরিতে শুরু হলেও দু'দলের প্রথম একাদশ সামনে এসেছে ইতিমধ্যেই ৷
আরও পড়ুন: হাফডজন ডার্বি হেরে যুবভারতীতে নামছে লাল-হলুদ, বড় ম্যাচের আগে ফুটবল-জ্বরে ফুটছে তিলোত্তমা
-
🚨TEAM NEWS 🚨@KotalPritam leads the line up in the first derby of Hero ISL 2022-23!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/5IBewH9onT
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🚨TEAM NEWS 🚨@KotalPritam leads the line up in the first derby of Hero ISL 2022-23!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/5IBewH9onT
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 29, 2022🚨TEAM NEWS 🚨@KotalPritam leads the line up in the first derby of Hero ISL 2022-23!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/5IBewH9onT
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 29, 2022
একনজরে এটিকে মোহনবাগান একাদশ: বিশাল, হামিল, কাউকো, পেত্রাতোস, বুমোস, মনবীর, শুভাশিস, লিস্টন, প্রীতম, টাংরি, আশিস ৷
-
Here's how we line-up for the Derby tonight 💪#JoyEastBengal #ATKMBEBFC #HeroISL #আমাগোমশাল #KolkataDerby pic.twitter.com/Hdqc1WXNxU
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's how we line-up for the Derby tonight 💪#JoyEastBengal #ATKMBEBFC #HeroISL #আমাগোমশাল #KolkataDerby pic.twitter.com/Hdqc1WXNxU
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2022Here's how we line-up for the Derby tonight 💪#JoyEastBengal #ATKMBEBFC #HeroISL #আমাগোমশাল #KolkataDerby pic.twitter.com/Hdqc1WXNxU
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2022
একনজরে ইস্টবেঙ্গল একাদশ: কমলজিৎ, ইভান, সার্থক, কিরিয়াকু, লালচুংনুঙ্গা, জেরি, দোহার্তি, নাওরেম, হাওকিপ, ক্লেইটন, সুহের ৷