ETV Bharat / sports

পাকিস্তানে কবাডি টিম, অন্ধকারে IOA - Kabaddi

ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন চলছে ৷ তার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া সম্পর্কেও ৷ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট টিম ৷ তারই মাঝে পাকিস্তানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের একটি কবাডি টিম পাকিস্তান সফরে গেছে ৷ অথচ এই বিষয়ে কোনও তথ্যই নেই ক্রীড়ামন্ত্রকের কাছে ৷

India kabaddi team
'ভারতীয়' কবাডি টিম
author img

By

Published : Feb 10, 2020, 8:25 PM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাকিস্তান সফরে গেছে ভারতের একটি কবাডি টিম ৷ শুনে হতভম্ব ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে IOA ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে IOA প্রধান নারিন্দর বাত্রা বলেছেন, কারা পাকিস্তানে গেছে সেই বিষয়ে বিন্দু-বিসর্গও জানেন না তিনি ৷

এই প্রথমবার কবাডি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে পাকিস্তান ৷ সেই প্রতিযোগিতায় অংশ নিতে ওয়াঘা বর্ডার পার করে ভারতীয় ওই কবাডি টিম পড়শি দেশে পৌঁছেছে ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷ অথচ এই বিষয়ে ক্রীড়ামন্ত্রকের কাছে কোনও তথ্যই নেই ৷ বিদেশ সফরের জন্য ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলতে হয় জাতীয় স্পোর্টস ফেডারেশনকে ৷ তাদের পক্ষ থেকে ভারতীয় কবাডি দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য কোনও অনুমতিই দেওয়া হয়নি ৷ তাহলে ভারতীয় টিম হিসেবে পাকিস্তানে যাঁরা খেলতে গেলেন, তাঁরা কারা?

IOA চিফ নারিন্দর বাত্রা তো আকাশ থেকে পড়েছেন ৷ তাঁর কথায়, "IOA তো নয়ই, ফেডারেশনও কোনও টিমকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়নি ৷ 60 বা 100 জনের যে টিম গেছে সে বিষয়ে কোনও ধারণা নেই আমাদের ৷ IOA-এর সদস্য কবাডি ফেডারেশনও নিশ্চিত করেছে যে তারা কাউকেই পাঠায়নি ৷ আমি ক্রীড়ামন্ত্রকের বিবৃতি দেখেছি ৷ যা নিশ্চিত করে যে তারা কাউকে অনুমোদন দেয়নি ৷ সুতরাং যারা পাকিস্তান গেছে তারা যে কারা এবং আসল ঘটনাটা যে কী, তার কিছুই জানি না ৷"

ভারতীয় দলকে বিদেশ সফরে যেতে হলে বেশ কিছু পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় ৷ জাতীয় স্পোর্টস ফেডারেশন প্রথমে বিষয়টি ক্রীড়ামন্ত্রককে জানায় ৷ এরপর রাজনৈতিক ছাড়পত্রের জন্য বিদেশমন্ত্রক এবং সিকিউরিটির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয় ৷ অবশিষ্ট কাজ সরকারের ৷

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে ৷ বহুদিন ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় ৷ 2020 এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত ৷ এই অবস্থায় ক্রীড়ামন্ত্রককে পুরোপুরি অন্ধকারে রেখে ভারতীয় কবাডি টিমের পাকিস্তানে যাওয়া হইচই ফেলে দিয়েছে ৷

দিল্লি, 10 ফেব্রুয়ারি : বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাকিস্তান সফরে গেছে ভারতের একটি কবাডি টিম ৷ শুনে হতভম্ব ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে IOA ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে IOA প্রধান নারিন্দর বাত্রা বলেছেন, কারা পাকিস্তানে গেছে সেই বিষয়ে বিন্দু-বিসর্গও জানেন না তিনি ৷

এই প্রথমবার কবাডি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে পাকিস্তান ৷ সেই প্রতিযোগিতায় অংশ নিতে ওয়াঘা বর্ডার পার করে ভারতীয় ওই কবাডি টিম পড়শি দেশে পৌঁছেছে ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷ অথচ এই বিষয়ে ক্রীড়ামন্ত্রকের কাছে কোনও তথ্যই নেই ৷ বিদেশ সফরের জন্য ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলতে হয় জাতীয় স্পোর্টস ফেডারেশনকে ৷ তাদের পক্ষ থেকে ভারতীয় কবাডি দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য কোনও অনুমতিই দেওয়া হয়নি ৷ তাহলে ভারতীয় টিম হিসেবে পাকিস্তানে যাঁরা খেলতে গেলেন, তাঁরা কারা?

IOA চিফ নারিন্দর বাত্রা তো আকাশ থেকে পড়েছেন ৷ তাঁর কথায়, "IOA তো নয়ই, ফেডারেশনও কোনও টিমকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়নি ৷ 60 বা 100 জনের যে টিম গেছে সে বিষয়ে কোনও ধারণা নেই আমাদের ৷ IOA-এর সদস্য কবাডি ফেডারেশনও নিশ্চিত করেছে যে তারা কাউকেই পাঠায়নি ৷ আমি ক্রীড়ামন্ত্রকের বিবৃতি দেখেছি ৷ যা নিশ্চিত করে যে তারা কাউকে অনুমোদন দেয়নি ৷ সুতরাং যারা পাকিস্তান গেছে তারা যে কারা এবং আসল ঘটনাটা যে কী, তার কিছুই জানি না ৷"

ভারতীয় দলকে বিদেশ সফরে যেতে হলে বেশ কিছু পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় ৷ জাতীয় স্পোর্টস ফেডারেশন প্রথমে বিষয়টি ক্রীড়ামন্ত্রককে জানায় ৷ এরপর রাজনৈতিক ছাড়পত্রের জন্য বিদেশমন্ত্রক এবং সিকিউরিটির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয় ৷ অবশিষ্ট কাজ সরকারের ৷

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে ৷ বহুদিন ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় ৷ 2020 এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত ৷ এই অবস্থায় ক্রীড়ামন্ত্রককে পুরোপুরি অন্ধকারে রেখে ভারতীয় কবাডি টিমের পাকিস্তানে যাওয়া হইচই ফেলে দিয়েছে ৷

New Delhi, Feb 10 (ANI): Actor Joaquin Phoenix took home the 'Best Actor' award at the 92nd Academy Awards for portrayal of Arthur Fleck in 'Joker'. With this, Phoenix became the second actor, after Heath Ledger to win an Oscar for playing the Joker. Renee Zellweger won the 'Best Actor' in the female category for the portrayal of late icon Judy Garland in the biopic 'Judy'. It was the first time that Renee won an Oscar.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.