ETV Bharat / sports

করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আন্তর্জাতিক ভলিবল প্লেয়ারের

করোনা আক্রান্ত ওই রোগী দাভানাগেরে জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর অক্সিজেনের মাত্রা হঠাৎ করেই নেমে যায় ৷ তখন হাসপাতালের চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করতে বলে ৷ সেই মতো রোগীর কেস পেপার জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয় অক্সিজেন জোগাড় করার জন্য ৷

International volleyball player habib unnisa saved the life of patient by arranging oxygen cylinder
করোনা রোগীকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন ভলিবল খেলোয়াড় হাবিব উন্নিসা
author img

By

Published : May 18, 2021, 7:59 PM IST

দাভানাগেরে, 18 মে : করোনা আক্রান্ত এক রোগীকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার হাবিবউন্নিসা ৷ করোনা আক্রান্ত ওই রোগীর অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল ৷ দাভানাগেরের জেডিএস সেক্রেটারি আমানউল্লাহ খান অভিযোগ করেছেন, চিকিৎসকরা রোগীর পরিবারকে অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন ৷ সেই খবর পেয়েই এই ভলিবল প্লেয়ার ওই মুমূর্ষ রোগীর পাশে এসে দাঁড়ান ৷

আরও পড়ুন : রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ

করোনা আক্রান্ত ওই রোগী দাভানাগেরে জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর অক্সিজেনের মাত্রা হঠাৎ করেই নেমে যায় ৷ তখন হাসপাতালের চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন ৷ সেই মতো রোগীর কেস পেপার জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয় অক্সিজেন জোগাড় করার জন্য ৷ তাঁরাই আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার হাবিবউন্নিসাকে বিষয়টি জানান ৷ তিনিই দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করে দেন ৷

দাভানাগেরে, 18 মে : করোনা আক্রান্ত এক রোগীকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার হাবিবউন্নিসা ৷ করোনা আক্রান্ত ওই রোগীর অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল ৷ দাভানাগেরের জেডিএস সেক্রেটারি আমানউল্লাহ খান অভিযোগ করেছেন, চিকিৎসকরা রোগীর পরিবারকে অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন ৷ সেই খবর পেয়েই এই ভলিবল প্লেয়ার ওই মুমূর্ষ রোগীর পাশে এসে দাঁড়ান ৷

আরও পড়ুন : রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ

করোনা আক্রান্ত ওই রোগী দাভানাগেরে জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর অক্সিজেনের মাত্রা হঠাৎ করেই নেমে যায় ৷ তখন হাসপাতালের চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন ৷ সেই মতো রোগীর কেস পেপার জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয় অক্সিজেন জোগাড় করার জন্য ৷ তাঁরাই আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার হাবিবউন্নিসাকে বিষয়টি জানান ৷ তিনিই দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করে দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.