নয়াদিল্লি, 12 মে : ক্রোয়োশিয়ার উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় শুটিং দল ৷ সেখানে তাঁরা আড়াই মাসের ট্রেনিং ও প্রতিযোগিতা খেলবে ৷ তারপর টোকিও অলিম্পিকের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় শুটিং দল ৷
দুই কোচিং স্টাফ সহ মোট 13 সদস্যের ভারতীয় শুটিং দল ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ এখানে কয়েকদিন ট্রেনিং করার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপ খেলতে ওশাইজেক যাবে ভারতীয় দল ৷ তারপর আইএসএসএফ বিশ্বকাপ খেলবে ভারতীয় শুটিং দল ৷
ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি রনীন্দর সিং টুইট করে বলেন, ‘‘ টিম ইন্ডিয়া 20 মিনিটের মধ্যে দেশ ছাড়বে ৷ মাটিতে পা রেখে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করো দল ৷’’
-
Off to Croatia for our preparation leading up to #Tokyo2020
— Sanjeev Rajput OLY (@sanjeevrajput1) May 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hopefully the next time we enter India is with a handful of Olympic Medals. Thank you for the support as always. Do keep blessing us with your wishes! 🙏🏽
Jai Hind 🇮🇳@KirenRijiju pic.twitter.com/9WytcKeJnp
">Off to Croatia for our preparation leading up to #Tokyo2020
— Sanjeev Rajput OLY (@sanjeevrajput1) May 11, 2021
Hopefully the next time we enter India is with a handful of Olympic Medals. Thank you for the support as always. Do keep blessing us with your wishes! 🙏🏽
Jai Hind 🇮🇳@KirenRijiju pic.twitter.com/9WytcKeJnpOff to Croatia for our preparation leading up to #Tokyo2020
— Sanjeev Rajput OLY (@sanjeevrajput1) May 11, 2021
Hopefully the next time we enter India is with a handful of Olympic Medals. Thank you for the support as always. Do keep blessing us with your wishes! 🙏🏽
Jai Hind 🇮🇳@KirenRijiju pic.twitter.com/9WytcKeJnp
আরও পড়ুন : আমাদের বোলাররা একে অপরের সাফল্য উপভোগ করি : শামি
আইএসএসএফ বিশ্বকাপ প্রথমে আজারবাইজানের বাকুতে হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোভিড 19 এর কারণে তা বাতিল হয়ে যায় ৷ পরিবর্তে ওশাইজেকে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷