হাংজো, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের নক-আউট পর্বে কোয়ালিফাই করতে পারল না ভারতীয় মহিলা ফুটবল দল ৷ থাইল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে 0-1 গোলে হেরে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল ‘ব্লু টাইগ্রেস’দের ৷ রবিবার প্রথমার্ধে ভারতের মেয়েরা প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে টক্কর দেন ৷ তবে, দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেললেও 51 মিনিটে থংরং পারিচাতের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড ৷ যা শোধ করতে ব্যর্থ হয় ভারতের মহিলা দল ৷
গ্রুপ বি-র প্রথম ম্যাচে চিনা তাইপেইয়ের বিরুদ্ধে 1-2 গোলে হারে ভারতের মেয়েরা ৷ এরপর থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল তাঁদের কাছে 'ডু অর ডাই' ৷ কিন্তু, সেখানেও হারতে হল মনীষা কল্যাণদের ৷ থাইল্যান্ড গ্রুপ-বি’র বিজেতা হিসেবে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে ৷ তবে, প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল ভারত ৷ এদিন ম্যাচে ভারতীয় দলকে অনেক বেশি ছন্দে দেখা গিয়েছিল ৷ ম্যাচের 11 মিনিটে অঞ্জু তামাং প্রথম সুযোগ তৈরি করেছিলেন ৷ কিন্তু, প্রতিপক্ষ গোলকিপারের তৎপরতায় তা গোলে পরিণত করা যায়নি ৷
-
FULL-TIME ⌛
— Indian Football Team (@IndianFootball) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The campaign ends for the girls tonight, but they performed admirably against two higher-ranked sides.
🇮🇳 0-1 🇹🇭
Watch live on @SonySportsNetwk 📲#INDTHA ⚔️ #19thAsianGames 🏆 #BlueTigresses 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/sm8ofmuOqL
">FULL-TIME ⌛
— Indian Football Team (@IndianFootball) September 24, 2023
The campaign ends for the girls tonight, but they performed admirably against two higher-ranked sides.
🇮🇳 0-1 🇹🇭
Watch live on @SonySportsNetwk 📲#INDTHA ⚔️ #19thAsianGames 🏆 #BlueTigresses 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/sm8ofmuOqLFULL-TIME ⌛
— Indian Football Team (@IndianFootball) September 24, 2023
The campaign ends for the girls tonight, but they performed admirably against two higher-ranked sides.
🇮🇳 0-1 🇹🇭
Watch live on @SonySportsNetwk 📲#INDTHA ⚔️ #19thAsianGames 🏆 #BlueTigresses 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/sm8ofmuOqL
এরপর মাথায় মনীষা কল্যাণ আরও দু’টি সুযোগ তৈরি করেন ৷ যেখানে প্রথম বালা দেবী এবং পরে দাংমেই গ্রাসের সঙ্গে যুগলবন্দিতে সুযোগ তৈরি করেন ৷ কিন্তু, সেখান থেকে গোল করতে পারেননি তাঁরা ৷ এমনকি 25 মিনিটে মনীষা কল্যাণ তেকাঠিতে লক্ষ্য করে একটি শট নেন ৷ যেটি থাইল্যান্ডের রক্ষণভাগে আটকে যায় ৷ এর এক মিনিটের মধ্যে গ্রাসের একটি শট বার পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায় ৷
আরও পড়ুন: হকিতে গোলের বন্যা, উজবেকিস্তানকে 16 গোল দিয়ে এশিয়াডে দৌড় শুরু ভারতের
কিন্তু সামান্য দু’টি সুযোগের একটিকে কাজে লাগিয়ে ম্যাচের 51 মিনিটে গোল করে যান থংরং পারিচাত ৷ আর সেই এক গোলেই ম্যাচ জিতে নেয় থাইল্যান্ড ৷ মাঠের ডানদিক থেকে পেনগাম সাওওয়ালাকা বাড়ানো বল থেকে গোল করে যান থংরং ৷ এরপর বেশ কিছু আক্রমণ তৈরি করলেও গোলের সুযোগ আর তৈরি হয়নি ৷
(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)