বার্মিংহাম, 31 জুলাই: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে আরও একটি পদক ভারতের ৷ রুপো জিতলেন বিন্দিয়ারানি দেবী ৷ ৷ মহিলাদের 55 কেজি বিভাগে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন (Indian weightlifter Bindyarani Devi wins silver medal in Women 55kg final) ৷ সব মিলিয়ে এটি ভারোত্তোলনে ভারতের চতুর্থ পদক চলতি কমনওয়েলথ গেমসে ৷ 23 বছর বয়সী ভারোত্তোলক বিন্দিয়ারানি দেবী স্ন্যাচ বিভাগে ব্যক্তিগত সেরা 86 কেজি ওজন তোলার পর, শনিবার কমনওয়েলথ গেমসে 116 কেজি ওজন তুলে রেকর্ড গড়েছেন ৷ এদিন সব মিলিয়ে 202 কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি ৷
তবে, সোনা না জেতার আক্ষেপ রয়ে গিয়েছে তাঁর ৷ নাইজেরিয়ান প্রতিপক্ষ আদিজাত আদনিকে ওলারিনয় 203 কেজি ওজন তুলে সোনা জিতেছেন ৷ তিনি দুই রাউন্ডে প্রথমে 92 কেজি ওজন তোলেন ৷ দ্বিতীয় রাউন্ডে 111 কেজি ওজন তোলেন আদিজাত ৷ তৃতীয় ইংল্যান্ডের ফ্রেয়ার মোরো মোট 198 কেজি ওজন তোলেন ৷
আরও পড়ুন : CWG 2022: মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা ভারতের
কমনওয়েলথ গেমসে রুপো জয়ের পর বিন্দিয়ারানি বলেন, ‘‘এটা আমার প্রথম কমনওয়েলথ গেমস এবং রুপো জিতে আমি খুব খুশি ৷ পাশাপাশি গেমে রেকর্ড করতে পেরেও খুশি ৷’’ অন্যদিকে, এ দিন এর আগে মীরাবাঈ চানু কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন ৷ মীরাবাঈ চানুর মতোই বিন্দিয়ারানি দেবী মণিপুরের ভারোত্তোলক ৷ প্রসঙ্গত, বিন্দিয়ারানি 2019 সালে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ৷ তবে, 2021 সালের চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি ৷