ETV Bharat / sports

Tokyo Olympics : অলিম্পিকসের ছাড়পত্র পেয়ে গেলেন টেনিস তারকা সুমিত নাগাল

দ্বিবিজ শরণ নাম তুলে নেওয়ায় পুরুষদের ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধতে পারেন সুমিত ৷ ক্রমতালিকা অনুযায়ী তাঁদের ডাবলসে নামা নিশ্চিত হবে ৷

Sumit Nagal
Sumit Nagal
author img

By

Published : Jul 16, 2021, 8:35 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : করোনা সংক্রমণের ভয়ে প্রচুর খেলোয়াড় টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিয়েছেন ৷ বিশেষ করে টেনিসে ৷ আর সেই ফাঁকে অলিম্পিকসে পুরুষদের সিঙ্গলসের জন্য যোগ্যতা অর্জন করলেন ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল ৷ বিশ্ব টেনিস ক্রমতালিকায় 144 নম্বরে থাকা সুমিতের যোগ্যতা অর্জনের খবর ভারতীয় টেনিস ফেডারেশনকে জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৷ তারপরই সুমিতকে টোকিয়ো পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে ৷

দ্বিবিজ শরণ নাম তুলে নেওয়ায় পুরুষদের ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধতে পারেন সুমিত ৷ ক্রমতালিকা অনুযায়ী তাঁদের ডাবলসে নামা নিশ্চিত হবে ৷ অন্যদিকে সানিয়া মির্জার সঙ্গে মিক্সড ডাবলসেও অংশ নিতে পারেন ৷ তবে সবটাই নির্ভর করছে সুমিতের টোকিয়ো যাওয়ার উপর ৷ সুমিতের প্রত্যয়নের জন্য ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন টেনিস ফেডারেশনের সাধারণ সচিব অনিল ধুপর ৷ তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন ইউকি ভামব্রি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হাতে মাত্র সাতদিন, টোকিয়োর ক্রীড়া মহাযজ্ঞ সম্পর্কে কিছু তথ্য

অলিম্পিকসে অংশগ্রহণ করার শেষ সময়সীমা ছিল আজ ৷ টোকিয়ো অলিম্পিকসের জন্য অধিকাংশ খেলোয়াড়ই টোকিয়োর উদ্দেশে রওনা দিয়েছেন ৷ কেউ কেউ এক দুদিনের মধ্যে রওনা দেবেন ৷ সেখানে করোনা সংক্রান্ত নিয়মবিধি মেনে সঠিক সময়ে টোকিয়ো পৌঁছানোটাই চ্যালেঞ্জের ৷

নয়াদিল্লি, 16 জুলাই : করোনা সংক্রমণের ভয়ে প্রচুর খেলোয়াড় টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিয়েছেন ৷ বিশেষ করে টেনিসে ৷ আর সেই ফাঁকে অলিম্পিকসে পুরুষদের সিঙ্গলসের জন্য যোগ্যতা অর্জন করলেন ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল ৷ বিশ্ব টেনিস ক্রমতালিকায় 144 নম্বরে থাকা সুমিতের যোগ্যতা অর্জনের খবর ভারতীয় টেনিস ফেডারেশনকে জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৷ তারপরই সুমিতকে টোকিয়ো পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে ৷

দ্বিবিজ শরণ নাম তুলে নেওয়ায় পুরুষদের ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধতে পারেন সুমিত ৷ ক্রমতালিকা অনুযায়ী তাঁদের ডাবলসে নামা নিশ্চিত হবে ৷ অন্যদিকে সানিয়া মির্জার সঙ্গে মিক্সড ডাবলসেও অংশ নিতে পারেন ৷ তবে সবটাই নির্ভর করছে সুমিতের টোকিয়ো যাওয়ার উপর ৷ সুমিতের প্রত্যয়নের জন্য ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন টেনিস ফেডারেশনের সাধারণ সচিব অনিল ধুপর ৷ তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন ইউকি ভামব্রি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হাতে মাত্র সাতদিন, টোকিয়োর ক্রীড়া মহাযজ্ঞ সম্পর্কে কিছু তথ্য

অলিম্পিকসে অংশগ্রহণ করার শেষ সময়সীমা ছিল আজ ৷ টোকিয়ো অলিম্পিকসের জন্য অধিকাংশ খেলোয়াড়ই টোকিয়োর উদ্দেশে রওনা দিয়েছেন ৷ কেউ কেউ এক দুদিনের মধ্যে রওনা দেবেন ৷ সেখানে করোনা সংক্রান্ত নিয়মবিধি মেনে সঠিক সময়ে টোকিয়ো পৌঁছানোটাই চ্যালেঞ্জের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.