ETV Bharat / sports

ISL 2023-24: ফুটবল উৎসবের ঢাকে কাঠি, কেরালা-বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আজ দশম আইএসএল-এর বোধন

দশম সংস্করণে ধারেভারে বেড়েছে আইএসএল-এর বহর ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করছে 23 সেপ্টেম্বর ৷ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আইএসএলে নামছে 25 সেপ্টেম্বর ৷ টিমের সংখ্যা বেড়ে হয়েছে 12টি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 6:21 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: আর খানিকক্ষণ ৷ তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণের বল গড়াবে ৷ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি ৷ গতবার সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে পুরো ম্যাচ না-খেলে মাঠ ছেড়েছিল ইয়েলো আর্মি ৷ রেফারির বিরুদ্ধে অভিযোগে দল তুলে নিয়েছিল কেরালা ৷ তার ফলে বড় জরিমানার মুখে পড়তে হয়েছিল কেরালা ব্লাস্টার্স ৷

এবার সেই ম্যাচেই শুরু হচ্ছে ফুটবল উৎসব ৷ কেরালা পূর্ণশক্তির দল নিয়ে নামলেও দলের প্রধান ভরসাকেই পাচ্ছে না বেঙ্গালুরু এফসি ৷ দেশের হয়ে খেলতে এই মুহূর্তে চিনে রয়েছেন সুনীল ছেত্রী ৷ ফলে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হবে সাইমন গ্রেসনের ছেলেদের ৷ ফলে সুনীলের অনুপস্থিতিতে দলকে তেকাঠি চেনানোর ভার থাকবে শিবশক্তি নারায়ণ, হোলিচরন নার্জারিদের উপর ৷ অন্যদিকে প্রীতম কোটাল, প্রবীর দাস, ঈশান পান্ডিতা সমৃদ্ধ কেরালা ধারেভারে অনেকটাই এগিয়ে ৷

আরও পড়ুন: তিলোত্তমার পুজোর আনন্দে বোনাস, মহালয়ার পরেই শহরে রোনাল্ডিনহো

দশম সংস্করণে ধারেভারে বেড়েছে আইএসএলের বহর ৷ টিমের সংখ্যা বেড়ে হয়েছে 12টি ৷ অংশ নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি ও রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করছে 23 সেপ্টেম্বর ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি’র মুখোমুখি হবে গঙ্গাপাড়ের ক্লাব ৷ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আইএসএলে নামছে 25 সেপ্টেম্বর ৷ জামশেদপুর এফসি’র বিরুদ্ধে নামবে লাল-হলুদ ৷ অন্যদিকে, হায়দরাবাদ ও গোয়ার ম্যাচটি দুই ক্লাবের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে বাতিল করা হয়েছে । এশিয়ান গেমস খেলতে এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন এফসি গোয়ার তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিংগান এবং হায়দরাবাদের চিংলেনসানা সিং ৷

আরও পড়ুন: স্পটকিক থেকে সুনীলের গোল, বাংলাদেশ ‘বধ’ করে জয়ে ফিরল ভারত

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: আর খানিকক্ষণ ৷ তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণের বল গড়াবে ৷ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি ৷ গতবার সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে পুরো ম্যাচ না-খেলে মাঠ ছেড়েছিল ইয়েলো আর্মি ৷ রেফারির বিরুদ্ধে অভিযোগে দল তুলে নিয়েছিল কেরালা ৷ তার ফলে বড় জরিমানার মুখে পড়তে হয়েছিল কেরালা ব্লাস্টার্স ৷

এবার সেই ম্যাচেই শুরু হচ্ছে ফুটবল উৎসব ৷ কেরালা পূর্ণশক্তির দল নিয়ে নামলেও দলের প্রধান ভরসাকেই পাচ্ছে না বেঙ্গালুরু এফসি ৷ দেশের হয়ে খেলতে এই মুহূর্তে চিনে রয়েছেন সুনীল ছেত্রী ৷ ফলে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হবে সাইমন গ্রেসনের ছেলেদের ৷ ফলে সুনীলের অনুপস্থিতিতে দলকে তেকাঠি চেনানোর ভার থাকবে শিবশক্তি নারায়ণ, হোলিচরন নার্জারিদের উপর ৷ অন্যদিকে প্রীতম কোটাল, প্রবীর দাস, ঈশান পান্ডিতা সমৃদ্ধ কেরালা ধারেভারে অনেকটাই এগিয়ে ৷

আরও পড়ুন: তিলোত্তমার পুজোর আনন্দে বোনাস, মহালয়ার পরেই শহরে রোনাল্ডিনহো

দশম সংস্করণে ধারেভারে বেড়েছে আইএসএলের বহর ৷ টিমের সংখ্যা বেড়ে হয়েছে 12টি ৷ অংশ নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি ও রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করছে 23 সেপ্টেম্বর ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি’র মুখোমুখি হবে গঙ্গাপাড়ের ক্লাব ৷ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আইএসএলে নামছে 25 সেপ্টেম্বর ৷ জামশেদপুর এফসি’র বিরুদ্ধে নামবে লাল-হলুদ ৷ অন্যদিকে, হায়দরাবাদ ও গোয়ার ম্যাচটি দুই ক্লাবের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে বাতিল করা হয়েছে । এশিয়ান গেমস খেলতে এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন এফসি গোয়ার তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিংগান এবং হায়দরাবাদের চিংলেনসানা সিং ৷

আরও পড়ুন: স্পটকিক থেকে সুনীলের গোল, বাংলাদেশ ‘বধ’ করে জয়ে ফিরল ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.