ETV Bharat / sports

CWG 2022: ঘানাকে 11-0 গোলে হারিয়ে কমনওয়েলথ অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল - কমনওয়েলথ গেমস

পুরুষদের হকিতে জয় দিয়ে শুরু করল ভারত ৷ কমনওয়েলথ গেমসের পুল বি-র ম্যাচে ঘানাকে 11-0 গোলে হারাল ভারতীয় দল (Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022) ৷ হ্যাটট্রিক করেছেন সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং ৷

Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022
Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022
author img

By

Published : Aug 1, 2022, 9:48 AM IST

বার্মিংহাম, 1 অগস্ট: কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকিতে মহিলাদের পর পুরুষদের দাপট ৷ গ্রুপ বি-র প্রথম ম্যাচে দুর্বল ঘানাকে 11-0 গোলে হারাল ভারতীয় হকিদল (Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022) ৷ ঘনঘন আক্রমণে উঠে ঘানার রক্ষণ ভাগকে তছনছ করে দেন মনপ্রীত সিংরা ৷ এ দিন ভারতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেন সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ ম্যাচের 11, 35 ও 53 মিনিটে গোল করেন তিনি ৷

ভারতের হয়ে ম্যাচের 2 মিনিটে প্রথম গোল করেন অভিষেক ৷ বাকি গোলগুলি করেন সামশের সিং 14 মিনিটে, আকাশদ্বীপ সিং 20 মিনিটে, যুগরাজ সিং 22 ও 43 মিনিটে, নীলকান্ত শর্মা 38 মিনিটে, বরুণ কুমার 39 মিনিটে এবং মনদ্বীপ সিং 48 মিনিটে ৷ মোটের উপর এক তরফাভাবে এ দিনের ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারতীয় পুরুষ হকিদল ৷

আরও পড়ুন: বার্মিংহামে বাঙালির বাজিমাত! রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা অচিন্ত্যর

এ দিনের ম্যাচে ঘানার খেলোয়াড়দের ভারতের ডি বক্সের আশেপাশে খুব একটা দেখাই যায়নি ৷ নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাঁদের ৷ যদিও 5টি পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েছিল ঘানা ৷ তাও কাজে লাগাতে ব্যর্থ হয় আফ্রিকা মহাদেশের এই দল ৷ ভারতীয় রক্ষণের সামনে দাঁত ফোটাতেও পারেনি তারা ৷ ভারতীয় খেলোয়াড়রা প্রতিটি কোয়ার্টারে গোল করেন ৷ গ্রুপ বি-তে ভারতের পরের ম্যাচ 3 অগস্ট কানাডার বিরুদ্ধে ৷ যে ম্যাচ কঠিন হতে চলেছে বলে মনে করছেন ভারতীয় হকিদল ৷

বার্মিংহাম, 1 অগস্ট: কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকিতে মহিলাদের পর পুরুষদের দাপট ৷ গ্রুপ বি-র প্রথম ম্যাচে দুর্বল ঘানাকে 11-0 গোলে হারাল ভারতীয় হকিদল (Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022) ৷ ঘনঘন আক্রমণে উঠে ঘানার রক্ষণ ভাগকে তছনছ করে দেন মনপ্রীত সিংরা ৷ এ দিন ভারতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেন সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ ম্যাচের 11, 35 ও 53 মিনিটে গোল করেন তিনি ৷

ভারতের হয়ে ম্যাচের 2 মিনিটে প্রথম গোল করেন অভিষেক ৷ বাকি গোলগুলি করেন সামশের সিং 14 মিনিটে, আকাশদ্বীপ সিং 20 মিনিটে, যুগরাজ সিং 22 ও 43 মিনিটে, নীলকান্ত শর্মা 38 মিনিটে, বরুণ কুমার 39 মিনিটে এবং মনদ্বীপ সিং 48 মিনিটে ৷ মোটের উপর এক তরফাভাবে এ দিনের ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারতীয় পুরুষ হকিদল ৷

আরও পড়ুন: বার্মিংহামে বাঙালির বাজিমাত! রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা অচিন্ত্যর

এ দিনের ম্যাচে ঘানার খেলোয়াড়দের ভারতের ডি বক্সের আশেপাশে খুব একটা দেখাই যায়নি ৷ নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাঁদের ৷ যদিও 5টি পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েছিল ঘানা ৷ তাও কাজে লাগাতে ব্যর্থ হয় আফ্রিকা মহাদেশের এই দল ৷ ভারতীয় রক্ষণের সামনে দাঁত ফোটাতেও পারেনি তারা ৷ ভারতীয় খেলোয়াড়রা প্রতিটি কোয়ার্টারে গোল করেন ৷ গ্রুপ বি-তে ভারতের পরের ম্যাচ 3 অগস্ট কানাডার বিরুদ্ধে ৷ যে ম্যাচ কঠিন হতে চলেছে বলে মনে করছেন ভারতীয় হকিদল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.