হ্যাংঝাউ, 5 অক্টোবর: তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের মেয়েরা ৷ বৃহস্পতিবার এশিয়ান গেমসে মেয়েদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী এবং পরনীত কৌর ৷ এর আগে বুধবারই কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা পেয়েছেন জ্যোতি ও ওজাস দেওতালে জুটি ৷ এই মুহূর্তে এশিয়ায় মেয়েদের তিরন্দাজিতে প্রথম স্থানাধিকারী তিরন্দাজ জ্যোতি সুরেখা ৷ এই নিয়ে এশিয়ান গেমসে তিনি দ্বিতীয় সোনার পদক ঝুলিতে পুরলেন তিনি ৷ আবার স্কোয়াশে আজই সোনা জিতেছেন দীপিকা পালিক্কাল ও হরিন্দর সিং জুটি ৷
-
🎯🥇GOLDEN GIRLS🥇🎯#KheloIndiaAthletes Aditi, @VJSurekha, and @Parrneettt add another Gold to India's medal tally after defeating Chinese Taipei by a scoreline of 230-229🤩🎯
— SAI Media (@Media_SAI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a thrilling final 💪 Our Indian Archery contingent is truly shining bright, clinching their 2nd… pic.twitter.com/NtTiqO37aY
">🎯🥇GOLDEN GIRLS🥇🎯#KheloIndiaAthletes Aditi, @VJSurekha, and @Parrneettt add another Gold to India's medal tally after defeating Chinese Taipei by a scoreline of 230-229🤩🎯
— SAI Media (@Media_SAI) October 5, 2023
What a thrilling final 💪 Our Indian Archery contingent is truly shining bright, clinching their 2nd… pic.twitter.com/NtTiqO37aY🎯🥇GOLDEN GIRLS🥇🎯#KheloIndiaAthletes Aditi, @VJSurekha, and @Parrneettt add another Gold to India's medal tally after defeating Chinese Taipei by a scoreline of 230-229🤩🎯
— SAI Media (@Media_SAI) October 5, 2023
What a thrilling final 💪 Our Indian Archery contingent is truly shining bright, clinching their 2nd… pic.twitter.com/NtTiqO37aY
আজ শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে ৷ এছাড়া মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়াল ফাইনালে জ্যোতি একটি রুপো নিশ্চিত করেছে ৷ এদিনের সোনার পদকের পর তিরন্দাজিতে ভারতের কমপক্ষে পাঁচটি পদক নিশ্চিত হল ৷ 2014 সালের এশিয়াডে ভারত পেয়েছিল একটি সোনা, একটি রুপো আর একটি ব্রোঞ্জ ৷
তবে আজই আরেক দিক দিয়ে ভারত আজ কিছুটা ধাক্কাও খেয়েছে ৷ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ৷ এদিন দু'বারের অলিম্পিক পদক জয়ীর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷
এখন বিশ্বের 15 নম্বরে রয়েছেন পিভি সিন্ধু ৷ আর 5 নম্বর ব়্যাঙ্কে চিনের হি বিংজিয়াও ৷ এর আগে টোকিও অলিম্পিক্সে তাঁকেই হারিয়েছিলেন সিন্ধু ৷ এবারে এশিয়ান গেমসে মাত্র 47 মিনিটের খেলায় সেই শোধ তুললেন চিনের বিংজিয়াও, তা বলাই যায় ৷ 2014 সালের ইনচেওন এবং 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ ও সিলভার জিতেছিলেন পিভি সিন্ধু ৷
আরও পড়ুন: চিনা-চ্যালেঞ্জ সামলানো সহজ ছিল না, শহরে ফিরে জানালেন ‘মুখার্জি অ্যান্ড মুখার্জি’ জুটি
অন্যদিকে, মহিলা কুস্তিগীর অন্তিম ফোঙ্গল কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন ৷ তিনি 53 কেজির ফ্রিস্টাইল বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের আকারি ফুজিনামি তাঁকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷ এর আগে অন্তিমের প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের জসমিনা ৷ তাঁকে পরাজিত করে অন্তিম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ৷