ETV Bharat / sports

Mehuli wins gold: শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার ! সোনা জিতলেন মেহুলি ও তুষার - Mehuli wins gold

কোরিয়ার শুটিং বিশ্বকাপে আবার তাক লাগলেন ভারতীয় শুটাররা (Mehuli and Tushar mane wins gold) ৷ হাঙ্গেরির প্রতিযোগিদের হারিয়ে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং তুষার মানে ৷ 17-13 ব্যবধানে জিতলেন এই দুই শুটার ৷ এর আগে সোনা জিতেছেন অর্জুন বাবুটা ৷

Mehuli and Tushar wins gold
সোনা জিতলেন মেহুলি-তুষার
author img

By

Published : Jul 13, 2022, 3:11 PM IST

Updated : Jul 13, 2022, 3:23 PM IST

সিওল, 13 জুলাই: কোরিয়ায় শুটিং বিশ্বকাপে আবারও ভারতীয়দের জয়জয়কার ৷ হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং তুষার মানে ৷ 17-13 ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক পেলেন হাঙ্গেরির ইজটার মেজারোস এবং ইস্টাভান পেনি (Indian shooters win gold) ৷ এদিকে 10 মিটার এয়ার পিস্টল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের শিবা নারওয়াল এবং পালাক ৷ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে টুইট করে খেলার বিস্তারিত ফলাফল জানানো হয়েছে ৷

একটি সোনা এবং তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতার পদক তালিকার দু'নম্বরে উঠে এল ভারত ৷ তিনটি সোনা নিয়ে প্রথম স্থানে রয়েছে সার্বিয়া ৷ এছাড়া দুটি সোন নিয়ে তিন নম্বরে রযেছে চিন ৷

আরও পড়ুন: বলে বুমরা, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ 'বধ' ভারতের

প্রতিযোগিতার শুরু থেকেই একাধিক সাফল্য পাচ্ছেন ভারতীয়রা ৷ শুরুর দিকে জীবনের প্রথম সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন অর্জুন বাবুটা ৷ তাঁর কাছে 17-9 ফলে পরাজিত হন টোকিও ওলিম্পিকের ব্রোঞ্জ জয়ী লুকাস কোজেনস্কি ৷ গত 9 জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা ৷ চলবে 21 জুলাই পর্যন্ত ৷

সিওল, 13 জুলাই: কোরিয়ায় শুটিং বিশ্বকাপে আবারও ভারতীয়দের জয়জয়কার ৷ হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং তুষার মানে ৷ 17-13 ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক পেলেন হাঙ্গেরির ইজটার মেজারোস এবং ইস্টাভান পেনি (Indian shooters win gold) ৷ এদিকে 10 মিটার এয়ার পিস্টল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের শিবা নারওয়াল এবং পালাক ৷ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে টুইট করে খেলার বিস্তারিত ফলাফল জানানো হয়েছে ৷

একটি সোনা এবং তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতার পদক তালিকার দু'নম্বরে উঠে এল ভারত ৷ তিনটি সোনা নিয়ে প্রথম স্থানে রয়েছে সার্বিয়া ৷ এছাড়া দুটি সোন নিয়ে তিন নম্বরে রযেছে চিন ৷

আরও পড়ুন: বলে বুমরা, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ 'বধ' ভারতের

প্রতিযোগিতার শুরু থেকেই একাধিক সাফল্য পাচ্ছেন ভারতীয়রা ৷ শুরুর দিকে জীবনের প্রথম সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন অর্জুন বাবুটা ৷ তাঁর কাছে 17-9 ফলে পরাজিত হন টোকিও ওলিম্পিকের ব্রোঞ্জ জয়ী লুকাস কোজেনস্কি ৷ গত 9 জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা ৷ চলবে 21 জুলাই পর্যন্ত ৷

Last Updated : Jul 13, 2022, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.