ETV Bharat / sports

CWG 2022: টোকিয়োর হতাশা ভুলিয়ে কমনওয়েলথে ব্রোঞ্জ মহিলা হকি দলের - India wins bronze in Womens Hockey at CWG 2022

ফাইনালে উঠতে না-পারলেও তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে নিজেদের উজাড় করে দিতে কোনও কসুর করলেন না সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়া-রা । ফলস্বরূপ 2006 মেলবোর্ন কমনওয়েলথ গেমসের পর ফের পদক এল দেশের মহিলা হকি দলের ঝুলিতে (India wins bronze in Women's Hockey at CWG 2022)।

CWG 2022
কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয় মহিলা হকি দলের
author img

By

Published : Aug 7, 2022, 3:40 PM IST

Updated : Aug 7, 2022, 4:36 PM IST

বার্মিংহ্যাম, 7 অগস্ট: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হারের ক্ষত শুকোতে না-শুকোতেই নামতে হয়েছিল ব্রোঞ্জ মেডেল ম্যাচে । তবে ফাইনালে উঠতে না-পারলেও তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে নিজেদের উজাড় করে দিতে কোনও কসুর করলেন না সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়া-রা । ফলস্বরূপ 2006 মেলবোর্ন কমনওয়েলথ গেমসের পর ফের পদক এল দেশের মহিলা হকি দলের ঝুলিতে । পেনাল্টি শুটআউটে কিউয়িদের হারিয়ে (2-1) বার্মিংহ্যাম গেমসে ব্রোঞ্জ জিতল ভারতের মেয়েরা (India wins bronze in Women's Hockey at CWG 2022)।

শুটআউটে এদিন ভারতের জয়ের নায়ক দলের শট-স্টপার তথা দলনায়িকা সবিতা পুনিয়া । যদিও নির্ধারিত সময়ের একেবারে শেষমুহূর্তে এসে আরেকটু সজাগ থাকলে ম্যাচ শুটআউট পর্যন্ত গড়াতই না । প্রথমার্ধের শেষদিকে সালিমা তেতে-র গোলে এগিয়ে যাওয়া ভারতীয় দল 59 মিনিট পর্যন্ত গোল ধরে রেখেছিল । ম্য়াচ শেষের হুডার বাজার 18 সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরায় নিউজিল্যান্ড ।

দেশের হকি অনুরাগীদের মনে তখন অস্ফুটেই ফিরে ফিরে আসছিল একবছর আগে টোকিয়ো অলিম্পিকসের স্মৃতি । যেখানে ব্রোঞ্জ পদকের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল মহিলা হকি দলের । কিন্তু না, টোকিয়োর হতাশার পুনরাবৃত্তি বার্মিংহ্যামে ঘটেনি । অধিনায়িকা সবিতা পুনিয়ার সৌজন্যে শুটআউটে 2-1 ব্যবধানে জিতে ব্রোঞ্জ ঘরে তুলে নেয় 'উইমেন ইন ব্লু' । আগামিকাল সোনাজয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ছেলেরা ।

  • Congratulations to Indian Women’s hockey team for winning bronze at #CommonwealthGames. Your spirited performance and team work have won hearts of each Indian. You have made India proud. May you bring more laurels for India.

    — President of India (@rashtrapatibhvn) August 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কমনওয়েলথ হকি ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া, সেমিতে প্রোটিয়াদের 3-2 গোলে হারালেন মনপ্রীতরা

ব্রোঞ্জ জয়ের জন্য মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । টুইটে তিনি লেখেন, কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ের জন্য মহিলা হকি দলকে অভিনন্দন । তোমাদের সাড়াজাগানো পারফরম্যান্স প্রত্যেকটি দেশবাসীর হৃদয় ছুয়ে গিয়েছে । তোমরা দেশকে গর্বিত করেছো । এমন সাফল্য আরও আসুক ।"

বার্মিংহ্যাম, 7 অগস্ট: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হারের ক্ষত শুকোতে না-শুকোতেই নামতে হয়েছিল ব্রোঞ্জ মেডেল ম্যাচে । তবে ফাইনালে উঠতে না-পারলেও তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে নিজেদের উজাড় করে দিতে কোনও কসুর করলেন না সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়া-রা । ফলস্বরূপ 2006 মেলবোর্ন কমনওয়েলথ গেমসের পর ফের পদক এল দেশের মহিলা হকি দলের ঝুলিতে । পেনাল্টি শুটআউটে কিউয়িদের হারিয়ে (2-1) বার্মিংহ্যাম গেমসে ব্রোঞ্জ জিতল ভারতের মেয়েরা (India wins bronze in Women's Hockey at CWG 2022)।

শুটআউটে এদিন ভারতের জয়ের নায়ক দলের শট-স্টপার তথা দলনায়িকা সবিতা পুনিয়া । যদিও নির্ধারিত সময়ের একেবারে শেষমুহূর্তে এসে আরেকটু সজাগ থাকলে ম্যাচ শুটআউট পর্যন্ত গড়াতই না । প্রথমার্ধের শেষদিকে সালিমা তেতে-র গোলে এগিয়ে যাওয়া ভারতীয় দল 59 মিনিট পর্যন্ত গোল ধরে রেখেছিল । ম্য়াচ শেষের হুডার বাজার 18 সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরায় নিউজিল্যান্ড ।

দেশের হকি অনুরাগীদের মনে তখন অস্ফুটেই ফিরে ফিরে আসছিল একবছর আগে টোকিয়ো অলিম্পিকসের স্মৃতি । যেখানে ব্রোঞ্জ পদকের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল মহিলা হকি দলের । কিন্তু না, টোকিয়োর হতাশার পুনরাবৃত্তি বার্মিংহ্যামে ঘটেনি । অধিনায়িকা সবিতা পুনিয়ার সৌজন্যে শুটআউটে 2-1 ব্যবধানে জিতে ব্রোঞ্জ ঘরে তুলে নেয় 'উইমেন ইন ব্লু' । আগামিকাল সোনাজয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ছেলেরা ।

  • Congratulations to Indian Women’s hockey team for winning bronze at #CommonwealthGames. Your spirited performance and team work have won hearts of each Indian. You have made India proud. May you bring more laurels for India.

    — President of India (@rashtrapatibhvn) August 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কমনওয়েলথ হকি ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া, সেমিতে প্রোটিয়াদের 3-2 গোলে হারালেন মনপ্রীতরা

ব্রোঞ্জ জয়ের জন্য মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । টুইটে তিনি লেখেন, কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ের জন্য মহিলা হকি দলকে অভিনন্দন । তোমাদের সাড়াজাগানো পারফরম্যান্স প্রত্যেকটি দেশবাসীর হৃদয় ছুয়ে গিয়েছে । তোমরা দেশকে গর্বিত করেছো । এমন সাফল্য আরও আসুক ।"

Last Updated : Aug 7, 2022, 4:36 PM IST

For All Latest Updates

TAGGED:

CWG 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.